বছর জুড়ে ব্যাট হাতে টেস্ট ক্রিকেটে ভারতীয়দের রাজত্ব

২০২৫ সাল জুড়ে লাল বলের ফরম্যাটে ক্রিকেট বিশ্ব দেখেছে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, বোর্ডার-গাভাস্কার ট্রফির একাংশ কিংবা অ্যাশেজের মতো মহাগুরুত্বপূর্ণ সিরিজ। বছর জুড়ে টেস্ট ক্রিকেটের পরিসংখ্যানের দিকে দৃষ্টিপাত করলে ব্যাট হাতে ভারতীয় ব্যাটারদের আধিপত্য পরিলক্ষিত হয়। ২০২৫ সালে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান করা ব্যাটারদের নিয়ে থাকছে খেলা ৭১ এর আজকের আয়োজন।

২০২৫ সাল জুড়ে লাল বলের ফরম্যাটে ক্রিকেট বিশ্ব দেখেছে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, বোর্ডার-গাভাস্কার ট্রফির একাংশ কিংবা অ্যাশেজের মতো মহাগুরুত্বপূর্ণ সিরিজ। বছর জুড়ে টেস্ট ক্রিকেটের পরিসংখ্যানের দিকে দৃষ্টিপাত করলে ব্যাট হাতে ভারতীয় ব্যাটারদের আধিপত্য পরিলক্ষিত হয়। ২০২৫ সালে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান করা ব্যাটারদের নিয়ে থাকছে খেলা ৭১ এর আজকের আয়োজন।

  • জো রুট (৮০৫ রান)

৪টি শতক ও ১টি অর্ধশতকসহ ৮০৫ রান নিয়ে তালিকার ৫ নম্বরে আছেন জো রুট। চলমান অ্যাশেজে পুরোপুরি পেসনির্ভর অস্ট্রেলীয় আক্রমণের বিপক্ষে চরম সংকটের মুহুর্তে শতক হাঁকান তিনি। যা ছিল বহুল প্রতীক্ষিত অস্ট্রেলিয়ার মাটিতে তাঁর প্রথম শতক।

  • যশ্বসী জয়সওয়াল (৭৪৫ রান)

বর্তমানে ভারতীয় টেস্ট ব্যাটিংয়ের অন্যতম স্তম্ভ যশ্বসী জয়সওয়াল। মাত্র ২৩ বছর বয়সেই তিনি হয়ে উঠেছেন ভারতের ওপেনিং জুটির স্থায়ী ভরসা। ২০২৫ সালে ১০টি টেস্টে ১৯ ইনিংসে ব্যাট করে জয়সওয়াল সংগ্রহ করেন ৭৪৫ রান। বছরজুড়ে তার ব্যাট থেকে আসে ৩টি শতক ও ৩টি অর্ধশতক।

  • রবীন্দ্র জাদেজা (৭৬৪ রান)

তালিকার সবচেয়ে চমকপ্রদ নামটিই রবীন্দ্র জাদেজা। বোলিং অলরাউন্ডার হিসেবে খ্যাত জাদেজা সাম্প্রতিক সময়ে টেস্ট ক্রিকেটে ব্যাট হাতেও জ্বলে উঠেছেন। ২০২৫ সালে ১০টি টেস্টে ১৭ ইনিংসে ব্যাট করে জাদেজা করেন ৭৬৪ রান, গড় ৬৩.৬৬। এই সময়ে তাঁর ব্যাট থেকে আসে ২টি শতক ও ৬টি অর্ধশতক। সবগুলোই ছিল দলের জন্য গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে।

  • কেএল রাহুল (৮১৩ রান)

তালিকার দুই নম্বরেও রয়েছে আরেক ভারতীয় ওপেনারের নাম। রোহিত শর্মার টেস্ট অবসরের পর ভারতের স্থায়ী ওপেনার হিসেবে দায়িত্ব পান লোকেশ রাহুল। আর সেই দায়িত্ব যেন আরও ভালোভাবেই সামলাচ্ছেন রাহুল। ২০২৫ সালে ১০টি টেস্টে ১৯ ইনিংসে ব্যাট করে রাহুল করেন ৮১৩ রান, গড় ৪৫.১৬। বছরের হিসেবে এটি উইকেটকিপার ব্যাটসম্যানদের মধ্যে এক বছরে সর্বোচ্চ রান। তার ইনিংসে ছিল ৩টি শতক ও ৩টি অর্ধশতক।

  • শুভমান গিল (৯৮৩ রান)

২০২৫ সালে লাল বলের ক্রিকেটে ব্যাট হাতে অপ্রতিরোধ্য ছিলেন শুভমান গিল। নবনিযুক্ত ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে তিনি ছিলেন অনবদ্য। ৯টি টেস্টে ১৬ ইনিংসে ব্যাট করে গিল করেন ৯৮৩ রান, যা ২০২৫ সালে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ। একই বছরে আসে তাঁর ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস ২৬৯ রান। জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টনে দ্বিতীয় টেস্টে করা এই ২৬৯ রানের ইনিংসটি ইতিহাসে জায়গা করে নেয়। এটি একটি টেস্ট ম্যাচে কোনো ভারতীয় অধিনায়কের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link