অভিষেকের রেকর্ড গড়া ফিফটিতে সিরিজ জয় ভারতের

সুরিয়াও তাই বড় মঞ্চের আগে ফেরার মঞ্চটাকে সর্বোচ্চ ব্যবহার করছেন। বিশ্বকাপে কোন ভুলচুক করার সুযোগ নেই, ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সামনে।

দশ ওভার বাকি থাকতেই ভারত টপকে গেছে ১৫৪ রানের বিশাল লক্ষ্য। দুর্বার, দুর্দমনীয় ভারতের এই টি-টোয়েন্টি দল। নিউজিল্যান্ডকে একেবারে দুমড়ে-মুচড়ে দিয়ে দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত। সিরিজ জয়ের চাইতেও বিশ্বকাপের আগে স্বস্তি, সুরিয়াকুমার যাদবের ফর্মে ফেরা।

এদিন টসে জিতে আবারও নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। এদিন খুব একটা সুবিধা করতে পারেননি নিউজিল্যান্ডের ব্যাটাররা। গ্লেন ফিলিপসের ৪০ বলে ৪৮, আর মার্ক চ্যাপম্যানের ২৩ বলে ৩২ রানের কল্যাণে বহুকষ্টে ১৫৩ অবধি পৌঁছায় ব্ল্যাকক্যাপসদের সংগ্রহ।

জবাব দিতে নেমে অভিষেক শর্মা গড়ে ফেলেন রেকর্ড। মাত্র ১৪ বলে অর্ধশতক পূর্ণ করেন। ভারতীয় ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় ব্যাটার হিসেবে দ্বিতীয় দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন তিনি। তার সাথে যুক্ত হন অধিনায়ক সুরিয়াকুমার যাদব। তবে রান তাড়ার শুরুতেই ব্যাকফুটে পড়ে গিয়েছিল ভারত।

ইনিংসের প্রথম বলেই ম্যাট হেনরির শিকারের পরিণত হন সাঞ্জু স্যামসন। কিন্তু সেই ওভারে টানা দুই ছক্কা হাঁকান ঈশান কিষাণ। ম্যাট হেনরি সৃষ্টি করা চাপ তখন নিমিষেই হাওয়া হয়ে যায়। ঈশান অবশ্য ১৩ বলে ২৮ রান করেই বিদায় নেন। এরপর নিজের ছন্দময় যাত্রার ধারাবাহিকতা অব্যাহত রাখলেন সুরিয়াকুমার যাদব।

অভিষেকের সাথে পাল্লা দিয়ে তিনিও তুলে নেন হাফসেঞ্চুরি। আগ্রাসী ব্যাটিংয়ে বিন্দুমাত্র ভাটা পড়তে দেননি অধিনায়ক। ২৬ বলে ৫৭ রান করে অপরাজিত থেকেছেন সুরিয়া, অন্যদিকে ২০ বলে ৬৮ রান নিয়ে শেষ অবধি টিকে ছিলেন অভিষেক। ৬০ বল আর আট উইকেট বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ভারত।

এই সিরিজ বিশ্বকাপের আগে ভারতের শেষ প্রস্তুতি। আর সেই প্রস্তুতির মঞ্চেও অদম্য অভিষেক। ভারত দল নিজেদের ফাইন টিউনিং করে নিচ্ছে আগেভাগেই। সুরিয়াও তাই বড় মঞ্চের আগে ফেরার মঞ্চটাকে সর্বোচ্চ ব্যবহার করছেন। বিশ্বকাপে কোন ভুলচুক করার সুযোগ নেই, ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সামনে।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link