ডাকের রাজ্যে আধিপত্য ভারতীয়দের

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে ডাকের ফলে সুরিয়াকুমার যাদবকে টপকে দ্বিতীয় সর্বোচ্চ ডাকের মালিক হলেন সঞ্জু। তার সাথেই সমান সংখ্যক ডাক নিয়ে অবস্থান করছেন বিরাট কোহলিও।

গুয়াহাটিতে সিরিজের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের দেওয়া ১৫৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলেই ম্যাট হেনরির অপ্রতিরোধ্য এক ডেলিভারিতে স্টাম্প হারান সাঞ্জু স্যামসন। আন্তর্জাতিক ক্যারিয়ারেই সপ্তমবারের মতো কোনো রান না করেই ড্রেসিং রুমে ফিরলেন স্যামসন। সবগুলোই আবার টি-টোয়েন্টিতে।

এই ডাকের ফলে সুরিয়াকুমার যাদবকে টপকে দ্বিতীয় সর্বোচ্চ ডাকের মালিক হলেন সাঞ্জু। তার সাথেই সমান সংখ্যক ডাক নিয়ে অবস্থান করছেন বিরাট কোহলিও।

  • লোকেশ রাহুল (পাঁচটি ডাক)

আন্তর্জাতিক ক্রিকেটে লোকেশ রাহুলের ১৭ টি ডাকের মধ্যে পাঁচ ডাক আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে। ৬৮ বার ব্যাট হাতে খেলতে নেমে রাহুল পাঁচ বার ড্রেসিং রুমে ফিরে গেছেন কোনো অবদান ছাড়াই। সেই সূত্রেই ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যকবার ডাক মারার তালিকায় নাম ওঠে আসে তার।

  • সুরিয়াকুমার যাদব (ছয়টি ডাক)

তালিকায় রাহুলের ওপরেই রয়েছেন ভারতীয় অধিনায়ক সুরিয়াকুমার যাদবের নাম। ওয়ানডেতে টানা তিনটি গোল্ডেন ডাকের এক লজ্জাজনক রেকর্ড রয়েছে সুরিয়ার নামের পাশে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও তিনি শূন্য রানে ফিরেছেন ছয় বার।

  • বিরাট কোহলি (সাতটি ডাক)

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১১৭ ইনিংস ব্যাট করতে নেমে মোটে সাত বার কোনো রান না করেই প্রতিপক্ষের শিকার হয়েছেন বিরাট কোহলি। সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ডাকের সংখ্যা দাঁড়ায় ৪০।

  • সঞ্জু স্যামসন (সাতটি ডাক)

মাত্র ৪৭ ইনিংস ব্যাট করতে নেমেই বিরাটের পাশে নাম বসান সাঞ্জু স্যামসন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বমোট সাতটি ডাক নিয়ে এই ফরম্যাটে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ডাক এখন যৌথভাবে সাঞ্জু স্যামসনের দখলে।

  • রোহিত শর্মা (১২ টি ডাক)

টি-টোয়েন্টিতে ভারতের জার্সি গায়ে সর্বোচ্চ ডাকের লজ্জাজনক রেকর্ডটি সাবেক ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার নামের পাশে। আন্তর্জাতিক ক্রিকেটে ৩৪ বার শূন্য রানে ফেরা এই ক্রিকেটার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫১ ইনিংসের মধ্যে রান শুন্য অবস্থায় ফিরেছেন ১২ বার।

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link