আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতিতে যখন বাংলাদেশকে ঘিরে উত্তাপ তুঙ্গে, ঠিক তখনই বাংলাদেশের ন্যায্য দাবির পক্ষে আইসিসির বিরুদ্ধে গিয়ে প্রশ্ন তুলেছিলেন সাবেক অজি ক্রিকেটার জেসন গিলেস্পি। সেই প্রশ্নের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ঘিরে বরাবরের মতোই অকথ্য ভাষায় গালিগালাজ করে আবারও নতুন করে নিজেদের জাত চেনালো ভারতীয় সমর্থকগোষ্ঠী।
তোপের মুখে পড়ে সেই টুইট সরিয়ে নিতে বাধ্য হয় পাকিস্তানের এই সাবেক কোচ। তার দেওয়া টুইটে বাংলাদেশের যথার্থ দাবি ও আইসিসিতে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে স্বীয় অবস্থান জানান দেন তিনি। প্রশ্ন তোলেন যে, চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের দাবি অনুযায়ী আয়োজক দেশের বাইরে গিয়ে হাইব্রিড নিয়মে বিশ্ব আসর অনুষ্ঠিত হলেও বাংলাদেশে ক্ষেত্রে দ্বিমুখীতা প্রদর্শন নিয়ে।
আর এই সত্য কথাই যেন আগুন জ্বালিয়ে দেয় ভারতীয়দের মধ্যে। তাকে ঘিরে শুরু হয় অকথ্য ভাষায় গালিগালাজ ও অশ্রাব্য বাক্যে সমালোচনা।

পরবর্তীতে সেই টুইট সরিয়ে ফেলা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ”একটি সাধারণ প্রশ্ন করার জন্য আমাকে গালাগাল ও আক্রমণের শিকার হতে হয়েছে। সে কারণেই টুইটটি মুছে ফেলেছি।”
ভারতীয় ক্রিকেট সমর্থকদের এরূপ আচরণ অবশ্য নতুন নয়। ক্রিকেট বিশ্বে আলোচনা-সমালোচনা এক চিরায়ত বিষয়। যেকোনো কর্মকান্ড কিংবা পারফরম্যান্সের ভিত্তিতেই সাবেক ক্রিকেটার কিংবা ক্রিকেটবোদ্ধারা সেটা নিয়ে সমালোচনা করবেন, এটা নিতান্তই স্বাভাবিক বিষয়।
কিন্তু সেই স্বাভাবিক বিষয়টাই যেন স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারে না ভারতীয়রা। তাদের বিপক্ষে গিয়ে কেউ ন্যায্য কথা বললেও তাকে ঘিরে একপ্রকার তোলপাড় শুরু করে দেয় তারা। তেমনটারই দেখে মেলে সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার জেসন গিলেস্পির ক্ষেত্রেও।











