সাকিবহীন মোহামেডানের নায়ক ইরফান

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের শুরু থেকে প্রায় প্রতিটা ম্যাচেই বৃষ্টি হানা দিয়েছে। আজও এর ব্যাতিক্রম হয়নি। বৃষ্টি বিঘ্নত অষ্টম রাউন্ডের প্রথম তিন ম্যাচে জয় পেয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও মোহামেডান স্পোর্টিং ক্লাব।

আগের দুই রাউন্ডে রান উৎসব হলেও আজ ব্যাট হাতে ব্যর্থ ছিলেন ব্যাটসম্যানরা। ছয় ইনিংসে হাফ সেঞ্চুরি এসেছে মাত্র দুটি। ম্যাচ জয়ী হাফ সেঞ্চুরি দুটি করেছেন ইরফান শুকুর ও ফজলে মাহমুদ রাব্বি। এছাড়া রান পেয়েছেন সাব্বির রহমান ও নুরুল হাসান সোহান।

তিন ম্যাচের নিষেধাজ্ঞার কারণে আজকের ম্যাচে ছিলেন না মোহামেডানের অধিনায়ক সাকিব আল হাসান। সাকিবের পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পালন করেছেন শুভাগত হোম। শুভাগতর নেতৃত্বে ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবকে ৫ রানে হারিয়েছে মোহামেডান। জয়ের নায়ক উইকেটরক্ষক ব্যাটসম্যান ইরফান শুক্কুর।

তবে মোহামেডানের দেওয়া ১৫৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে নামা ওল্ড ডিওএইচএসকে দারুণ শুরু এনে দিয়ে ছিলেন দুই ওপেনার আনিসুল ইসলাম ইমন ও রাকিন আহমেদ। উদ্বোধনী জুটিতে দুজন যোগ করেন ৪৭ রান। দুজনের জুটিতে যখন জয়ের দিকে এগিয়ে যাচ্ছিল ডিওএইচএস ঠিক তখনই আঘাত হানেন শুভাগত হোম।

প্রথমে ১৭ রান করা আনিসুলকে রান আউট করার পর জোড়া ধাক্কায় রাকিন ও রায়ান রহমানকে ফিরিয়ে দেন শুভাগত। রাকিন ১৭ ও রায়ান করেন ১২ রান। ৭৭ রানে ৩ উইকেট হারানোর পর বৃষ্টি বাঁধায় খেলা বন্ধ থাকার পর আবার শুরু হলে ডিওএইচএসকে ১৬ ওভারে ১২১ রানের নতুন লক্ষ্য দেওয়া হয়।

মাহমুদুল হাসান জয় ও মোহাইমিনুল খান চেষ্টা করলেও শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি তারা। মাহমুদুলের ব্যাট থেকে আসে ২৬ রান ও মোহাইমিনুল ২০ রান করে অপরাজিত থাকেন। মোহামেডানের পক্ষে দুটি উইকেট শিকার করেন শুভাগত।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ইরফান শুকুরের হাফ সেঞ্চুরিতে ভর করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে মোহামেডান। ৪২ বলে ৬৮ রান করে অপরাজিত থাকেন শুকুর। এছাড়া আব্দুল মজিদের ব্যাট থেকে আসে ২৯ রান। ওল্ড ডিওএইচএসের পক্ষে দুটি উইকেট শিকার করেন রাকিবুল হাসান।

বিকেএসপিতে আরেক ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জকে ৬ উইকেটে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। রূপগঞ্জের দেওয়া ১৩৮ রান তাড়া করতে নেমে সহজেই জয় পায় শেখ জামাল। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন নুরুল হাসান সোহান এছাড়া ৪৩ রান আসে সৈকত আলীর ব্যাট থেকে। রূপগঞ্জের পক্ষে দুটি উইকেট শিকার করেন হোসেন আলী।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করে রূপগঞ্জ। দলের পক্ষে সর্বোচ্চ ৩১ বলে ৪১ রান করেন সাব্বির রহমান। এছাড়া আল আমিন ও জাকির আলীর ব্যাট থেকে আসে ১৯ রান করে। আর ৩০ রান করে অপরাজিত থাকেন নাঈম ইসলাম। শেখ জামালের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন সৈকত আলী ও সালাউদ্দিন শাকিল।

দিনের আরেক ম্যাচে পারটেক্সকে ৫ উইকেটে হারিয়েছে প্রাইম দোলেশ্বর। পারটেক্সের দেওয়া ১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ফজলে মাহমুদ রাব্বির হাফ সেঞ্চুরিতে ভর করে সহজেই জয়ের লক্ষ্য পৌছে যায় প্রাইম দোলেশ্বর। ৫৭ বলে ৭১ রানের ম্যাচ জয়ী ইনিংস খেলেন রাব্বি।

এছাড়া সাইফ হাসান করেন ২০ রান ও মার্শাল আইয়ুবের ব্যাট থেকে আসে ১৬ রান। পারটেক্সের পক্ষে দুটি উইকেট শিকার করেন শাহাদাত হোসেন। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন মেহরাব হোসেন, মঈন খান ও জয়নাল ইসলাম।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে পারটেক্স। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন হাসানুজ্জামান। এছাড়া ৩৩ রান আসে মঈন খানের ব্যাট থেকে। প্রাইম দোলেশ্বরের পক্ষে ফরহাদ রেজা দুটি ও রেজাউর রহমান, কামরুল ইসলাম, শামীম হোসেন, এনামুল হক ও রায়হান উদ্দীন একটি করে উইকেট শিকার করেন।

সংক্ষিপ্ত স্কোর

  • মোহামেডান-ওল্ড ডিওএইচএস

মোহামেডান স্পোর্টিং ক্লাব: ১৫৪/৫ (ওভার: ২০; মজিদ- ২৯, শুকুর- ৬৮, শামসুর- ১৭, নাদিফ- ১৪) (রাকিবুল- ৪-০-২৩-২)

ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব: ১১৫/৪ (ওভার: ১৬; আনিসুল- ২৩, রাকিন- ১৭, মাহমুদুল- ২৬, মোহাইমিনুল- ২০*) (শুভাগত- ৩-০-২৫-২)

ফলাফল: মোহামেডান স্পোর্টিং ক্লাব নয় রানে জয়ী (বৃষ্টি আইন)।

  • রূপগঞ্জ-শেখ জামাল

লিজেন্ডস অব রূপগঞ্জ: ১৩৭/৬ (ওভার: ২০; ঘোষ- ১৭, জাকির- ১৯, আলআমিন- ১৯, সাব্বির- ৪১, নাঈম- ৩০*) (শাকিল- ৪-০-২৩-২, সৈকত- ৪-০-২৪-২)

শেখ জামাল ধানমন্ডি ক্লাব: ১২৭/৪ (ওভার: ১৮; সৈকত- ৪৩, সোহান- ৪৪*, সানি- ১৭) (হোসেন- ৩-০-২৮-২, শহীদ- ৪-০-৩৮-১)

ফলাফল: শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৭ উইকেটে জয়ী (বৃষ্টি আইন)।

  • পারটেক্স-প্রাইম দোলেশ্বর

পারটেক্স স্পোর্টিং ক্লাব: ১৩৪/৭ (ওভার: ২০; হাসানুজ্জামান- ৪৪, মঈন- ৩৩, তাসামুল- ২২) (ফরহাদ- ৪-০-১৮-২, রেজাউর- ৪-০-১৬-১)

প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব: ১৩৬/৫ (ওভার: ১৯.২; সাইফ- ২০, রাব্বি- ৭১, মার্শাল- ১৬) (শাহাদাত- ৪-১-২০-২, মঈন- ৪-০-২৩-১)

ফলাফল: প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ৫ উইকেটে জয়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link