শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের ব্যর্থতা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও টেনে এনে ছিলেন সাইফ হাসান। গ্রুপের পর্বের প্রথম তিন ম্যাচে ব্যর্থ হওয়ার পর একটি হাফসেঞ্চুরি করলেও পরের সাত ম্যাচে আবার ব্যর্থ ছিলেন তিনি। ব্যাট হাতে টানা ব্যর্থতার পর সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচেই ম্যাচ জয়ী ইনিংস খেলেছেন এই ব্যাটসম্যান।
সাইফ হাসানের ৩৩ বলে ৬০ রানের ঝড়ো ইনিংসে ভর করে সুপার লিগের চতুর্থ ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ৬ উইকেটের সহজ জয় পেয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। সাইফ হাসান ছাড়াও প্রাইম দোলেশ্বরের জয়ে অবদান রেখেছেন রেজাউর রহমান রেজা ও শফিকুল ইসলাম।
রেজা ও শফিকুলের বোলিং তান্ডবে মাত্র ১২৪ রানের লক্ষ্য পেয়েছিল প্রাইম দোলেশ্বর। ছোট লক্ষ্য তাড়া করতে নেমে দলকে উড়ন্ত শুরু এনে দেন দুই ওপেনার ইমরান উজ্জামান ও সাইফ হাসান। উদ্বোধনী জুটিতেই দুজন তুলে ফেলেন ৬৫ রান। দারুণ খেলতে থাকা দুজনকে ফিরিয়ে দেন সোহরাওয়ার্দী শুভ।
এই স্পিনারের জোড়া আঘাতে ২৪ বলে ২০ রান করে ইমরানউজ্জামান ফিরে যাওয়ার পর ৩৩ বলে ৬০ রান করে ফিরে যান সাইফ হাসান। এরপর মোহাম্মদ আশরাফুলের জোড়া আঘাতে ফজলে মাহমুদ রাব্বি ২১ রান করে ও মার্শাল আইয়ুব ১২ রান করে ফিরে গেলেও জয় পেতে সমস্য হয়নি প্রাইম দোলেশ্বরের।
১৪ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌছে যায় প্রাইম দোলেশ্বর। শামীম হোসেন অপরাজিত থাকেন ৫ রান করে। শেখ জামালের পক্ষে দুটি করে উইকেট শিকার করেন সোহরাওয়ার্দী শুভ ও মোহাম্মদ আশরাফুল।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামা শেখ জামালের শুরুটা ভালো হয়নি। ইনিংসের শুরুতেই ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে শেখ জামাল। শফিকুল ইসলামের জোড়া আঘাতে ১ রান করে সৈকত আলী ও তানভির হায়দার ফিরে যাওয়ার পর শরিফুল্লার প্রথম শিকার হয়ে মোহাম্মদ আশরাফুল ফিরে যান ৪ রান করে।
মাত্র ১১ রানে ৩ উইকেট হারানোর পর ইমরুল কায়েস ও ইলিয়াস সানির ব্যাটে ঘুঁড়ে দাঁড়ানোর চেষ্টা করে শেখ জামাল। কিন্তু ইনিংস বড় করতে পারেননি কেউই। ১১ রান করে সানি ফিরে যাওয়ার পর ২৭ রান করে ফিরে যান ইমরুল।
এরপর শেষের দিকে নুরুল হাসান সোহানের ২৪ বলে ৪২ রানে ভর করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে শেখ জামাল। প্রাইম দোলেশ্বরের পক্ষে তিনটি উইকেট শিকার করেন রেজাউর রহমান রেজা ও দুটি উইকেট পেয়েছেন শফিকুল ইসলাম।
সংক্ষিপ্ত স্কোর:
শেখ জামাল ধানমন্ডি ক্লাব: ১২৩/৯ (ওভার: ২০; ইমরুল- ২৭, সানি- ১১, সোহান- ৪২, এনামুল- ১৩) (রেজাউর- ৪-০-২৫-৩, শফিকুল- ৪-০-১১-২)
প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব: ১২৬/৪ (ওভার: ১৭.৪; ইমরান- ২০, সাইফ- ৬০, রাব্বি- ২১, মার্শাল- ১২) (শুভ- ৪-০-২০-২, আশরাফুল- ২-০-৭-২)
ফলাফল: প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ৬ উইকেটে জয়ী।