টি-টোয়েন্টি ক্রিকেট শুরুর সময় এখানে সেঞ্চুরি করার কথা বোধহয় খুব বেশি মানুষ ভাবেনি। তবে মাত্র ১২০ বলের এই খেলাতেও যে একজন ব্যাটসম্যান সেঞ্চুরি করতে পারে তা প্রথম দেখিয়েছিলেন ক্রিস গেইল। এরপর রোহিত শর্মা, গ্লেন ম্যাক্সওয়েলরা এই ফরম্যাটেও সেঞ্চুরিটাকে ডাল-ভাত বানিয়ে ফেলেছেন।
সবমিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে এখন অবধি ৪৮ জন ব্যাটসম্যান মোট ৬১ বার টি-টোয়েন্টি সেঞ্চুরি করেছেন। ফলে এখন আর টি-টোয়েন্টি ক্রিকেটে সেঞ্চুরিটাকে অসম্ভব কিছু মনে হয় না। তবে আন্তর্জাতিক ক্রিকেটে এমন কয়েকজন তারকা ব্যাটসম্যান আছেন যারা এখনো এই ফরম্যাটে একটা সেঞ্চুরির অপেক্ষা করছেন।
- এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)
টি-টোয়েন্টি ক্রিকেটের সফলতম ব্যাটসম্যানদের একজন দক্ষিণ আফ্রিকার এই ব্যাটসম্যান। ২০১৮ সালে ক্রিকেট থেকে অবসর নেয়ার আগে বিশ্বের নানা প্রান্তে টি-টোয়েন্টি ক্রিকেট খেলে বেড়িয়েছেন মিস্টার ৩৬০ ডিগ্রি। দক্ষিণ আফ্রিকার হয়ে ৭৮ টি টি-টোয়েন্টি ম্যাচে তাঁর ঝুলিতে আছে ১৬৭২ রান। এই ফরম্যাটে তাঁর সর্বোচ্চ ইনিংস ৭৯ রানের। ফলে টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যানের ঝুলিতেও নেই কোনো সেঞ্চুরি।
- কুইন্টন ডি কক (দক্ষিণ আফ্রিকা)
দক্ষিণ আফ্রিকার এই উইকেটকিপার ব্যাটসম্যানও টি-টোয়েন্টি ক্রিকেটে বেশ সফল। তিন ফরম্যাটেই দ্রুত রান তোলায় পারদর্শী এই ব্যাটশম্যান। তবুও টি-টোয়েন্টি ক্রিকেটে এখনো সেঞ্চুরির দেখা পাননি তিনি। ৪৭ টি-টোয়েন্টি ম্যাচে তাঁর ঝুলিতে আছে ১৩০৩ রান। ৩১ ব্যাটিং গড় ও ১৩৬.৬ স্ট্রাইকরেটে এই রান করেন তিনি। ছয়টি হাফ সেঞ্চুরিসহ এই ফরম্যাটে তাঁর সর্বোচ্চ স্কোর ৭৯।
- জশ বাটলার (ইংল্যান্ড)
এই মুহুর্তে টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান জশ বাটলার। ইংল্যান্ডের এই উইকেট কিপার ব্যাটসম্যান এই ফরম্যাটে দেশটির সবচেয়ে বড় ম্যাচ উইনার। এখন পর্যন্ত দেশটির হয়ে ৮০ টি-টোয়েন্টি ম্যাচে ১৭৯১ রান করেছেন বাটলার। ৩১.৪ ব্যাটিং গড় ও ১৪০.২ স্ট্রাইকরেটে এই রান করেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে মোট ১৩ টি হাফ সেঞ্চুরি থাকলেও এখনো ওকটি সেঞ্চুরির অপেক্ষায় আছেন এই ব্যাটসম্যান।
- জনি বেয়ারস্টো (ইংল্যান্ড)
টপ অর্ডারের বিধ্বংসী এক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো। তাঁর স্ট্রোক খেলতে পারার ক্ষমতা টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁকে বেশ আকর্ষনীয় করে তুলেছে। ইংল্যান্ডের হয়ে এখন অবধি ৫৩ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ২৮.৭ গড়ে ১০৬৩ রান করেছেন এই ব্যাটসম্যান। এই ফরম্যাটে তাঁর স্ট্রাইকরেট ১৩৮.২। ছয়টি হাফ সেঞ্চুরি পেলেও এখনো সেঞ্চুরির দেখা পাননি জনি বেয়ারস্টো।
- বিরাট কোহলি (ভারত)
তিন ফরম্যাটেই এই মুহুর্তে বিশ্বক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। ভারতের এই অধিনায়ক ব্যাটিং এর অধিকাংশ রেকর্ডই করেছেন নিজের নামে। তবে টি-টোয়েন্টি ক্রিকেটে একটা সেঞ্চুরির অপেক্ষা এখনো রয়েছে এই ব্যাটসম্যানের। এই ফরম্যাটে তাঁর সর্বোচ্চ ইনিংস আছে ৯৪ রানে। এছাড়া ৯০ টি-টোয়েন্টি ম্যাচে ৫২.৬ গড়ে এই ব্যাটসম্যানের ঝুলিতে আছে ৩১৫৯ রান। ২৮ টি হাফ সেঞ্চুরিও আছে কোহলির ঝুলিতে।
- সাকিব আল হাসান (বাংলাদেশ)
যেকোনো ফরম্যাটের ক্রিকেটেই বাংলাদেশের বড় ভরসার নাম। আর টি-টোয়েন্টি তিনি বাংলাদেশের এক্স ফ্যাক্টর। বিশেষ করে অলরাউন্ড দক্ষতা সাকিবকে এগিয়ে রাখে বাকিদের থেকে। জাতীয় দল ছাড়াও বিশ্বজুড়ে প্রায় সব রকম ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টও খেলেন তিনি। জাতীয় দলের হয়ে ৭৬ টি টি-টোয়েন্টি খেলে সাকিব করেছেন ১৫০০’র ওপর রান। হাফ সেঞ্চুরি পেয়েছেন নয়টি। সর্বোচ্চ স্কোর ৮৪।