প্রিমিয়ার লিগ এখনই নয়

করোনা ভাইরাসের প্রবল সংক্রমণ এড়িয়ে বিভিন্ন দেশে ক্রিকেট শুরুর আয়োজন চলছে। অস্ট্রেলিয়া তাদের ঘরোয়া ও আর্ন্তজাতিক সূচীও ঘোষনা করেছে। বাংলাদেশেও খুলে দেওয়া হয়েছে অফিস আদালত। এই অবস্থায় স্থগিত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরুর সম্ভাবনা দেখছিলেন অনেকে।

কিন্তু ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ (সিসিডিএম) জানিয়েছে, তারা এখনই লিগ শুরুর সম্ভাবনা দেখছে না। পরিস্থিতির উন্নয়ন হলে ক্লাবগুলোর সাথে আলাপ করে সিদ্ধান্ত নেবে তারা। এমনটাই বলছে সিসিডিএম।

সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন বলেছেন, ‘ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে এখনই ভাবার সুযোগ কম। সার্বিক পরিস্থিতি দেখতে হবে। বিসিবির নির্দেশনা থাকবে। ক্রিকেটাররা কবে প্র্যাকটিস শুরু করতে পারে, সেটাও বিষয়। করোনা পরিস্থিতির খুব আশাব্যঞ্জক উন্নতি হলে তারপর ক্লাবগুলোর সঙ্গে আলোচনার বিষয় আছে। এখনই কিছু বলা যাচ্ছে না।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...