পারিবারিক কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবেন না লিটন

পারিবারিক কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছেনা লিটন দাসের। লিটনের পরিবারের কোনো এক সদস্য অসুস্থ হওয়ায় আজই জিম্বাবুয়ে থেকে দেশে ফিরতে হচ্ছে তাকে। জৈব সুরক্ষা বলয়ের বাইরে যাওয়ায় অস্ট্রেলিয়া সিরিজে খেলতে পারবেন না এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

জিম্বাবুয়ে থেকে বাংলাদেশ দল দেশে ফিরবে আগামী ২৯ জুলাই। দেশে ফিরেই অস্ট্রেলিয়ার সাথে সিরিজ খেলার জন্য জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করবে বাংলাদেশের ক্রিকেটাররা। কিন্তু লিটন আগেই দেশে ফিরে পরিবারের সাথে দেখা করলে জৈব সুরক্ষা বলয় থেকে বের হয়ে যেতে হবে। এই কারণেই অস্ট্রেলিয়ার সিরিজে দেখা যাবে না তাঁকে।

চোটের কারণে ঘরের মাঠে এই সিরিজে লিটন দাসের খেলা নিয়ে আগে থেকেই অনিশ্চিয়তা ছিল। তবে আজ প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছিলেন সিরিজের প্রথম দুই ম্যাচে লিটনকে না পেলেও শেষ তিন ম্যাচে তাকে পেতে আশাবাদী তাঁরা। জৈব সুরক্ষা বলয়ের বাইরে যাওয়াতে এখন পুরো সিরিজেই লিটনকে পাচ্ছে না বাংলাদেশ।

চলতি মাসের ২০ তারিখের পর থেকে ঢাকায় কোয়ারেন্টাইনে থাকা ক্রিকেটার ও জিম্বাবুয়ে সফরে জৈব সুরক্ষা বলয়ে থাকা ক্রিকেটাররাই শুধু এই সিরিজে খেলতে পারবেন। আর অস্ট্রেলিয়ার ক্ষেত্রে শর্ত হলো অস্ট্রেলিয়ার ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকা ক্রিকেটাররাই শুধু বাংলাদেশ সফরে আসতে পারবেন।

চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ থেকে আগেই নাম প্রত্যহার করে নিয়েছেন তামিম ইকবাল। এছাড়া পারিবারিক কারণে শুধু টেস্ট খেলে দেশে ফিরে আসা মুশফিকুর রহিমও জৈব সুরক্ষা বলয়ের বাইরে রয়েছেন। আর বাবার মৃত্যুতে টি-টোয়েন্টি সিরিজ না খেলে জিম্বাবুয়ে থেকে দেশে ফিরে ছিলেন আমিনুল ইসলাম বিপ্লবও। তিনিও জৈব সুরক্ষা বলয়ের বাইরে রয়েছেন।

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড থেকে যারা জৈব সুরক্ষা বলয়ের বাইরে চলে গিয়েছেন তাদের পরিবর্তে টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা করে নিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিথুন, তাইজুল ইসলাম ও রুবেল হোসেন। এই চার ক্রিকেটার জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে না থাকলেও ওয়ানডে সিরিজ খেলার কারণে জৈব সুরক্ষা বলয়েই ছিলেন।

বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের সূচি

  • প্রথম টি-টোয়েন্টি: ৩ আগস্ট
  • দ্বিতীয় টি-টোয়েন্টি: ৪ আগস্ট
  • তৃতীয় টি-টোয়েন্টি: ৬ আগস্ট
  • চতুর্থ টি-টোয়েন্টি: ৭ আগস্ট
  • পঞ্চম টি-টোয়েন্টি: ৯ আগস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link