লিটন-মুস্তাফিজ খেলছেন, তবে…

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে চোট পেয়েছিলেন লিটন দাস। চোটের কারণে সেই ম্যাচে ব্যাটিংয়েও নামেননি তিনি। এই উইকেটরক্ষক ব্যাটসম্যান খেলতে পারেননি সিরিজের বাকি দুই ম্যাচও। আর মুস্তাফিজুর রহমান চোট পেয়েছিলেন ওয়ানডে সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচ খেলার সময়।

চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলা নিয়ে অনিশ্চিয়তা ছিল লিটন দাস ও মুস্তাফিজুর রহমানের। তবে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আশার কথা শোনালেন। তিনি দাবী করলেন সিরিজের শুরু থেকে না হলেও সিরিজের শেষ দুই-তিন ম্যাচে খেলবেন এই দুই ক্রিকেটার।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে চোট পেয়েছিলেন লিটন দাস। চোটের কারণে সেই ম্যাচে ব্যাটিংয়েও নামেননি তিনি। এই উইকেটরক্ষক ব্যাটসম্যান খেলতে পারেননি সিরিজের বাকি দুই ম্যাচও। আর মুস্তাফিজুর রহমান চোট পেয়েছিলেন ওয়ানডে সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচ খেলার সময়।

চোট কাটিয়ে এই পেসার জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে খেলার পর প্রথম টি-টোয়েন্টিতে আবার চোট পান। এই দুই ক্রিকেটার ছাড়াও হালকা চোট রয়েছে সৌম্য সরকার ও সাকিব আল হাসানের। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে চোট পেয়েছেন সৌম্য আর দীর্ঘ দিন হলোই কুঁচকিতে চোট রয়েছে সাকিবের।

তবে অস্ট্রেলিয়া সিরিজে সৌম্য ও সাকিবের খেলা নিয়ে কোন অনিশ্চিয়তা নেই। লিটন ও মুস্তাফিজকেও দ্বিতীয় বা তৃতীয় টি-টোয়েন্টি থেকে পেতে আশাবাদী নান্নু। ক্রিকেটভিত্তিক গণমাধ্যম ইএসপিএনক্রিকইনফোকে প্রধান নির্বাচক জানিয়েছেন সব কিছু মিলিয়ে স্কোয়াড নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ।

নান্নু বলেন, ‘লিটন এবং মুস্তাফিজকে দ্বিতীয় বা তৃতীয় ম্যাচ থেকে আশা করি পাবো। আমরা তাদের নিয়ে খুব বেশি চিন্তিত নই। তারা ফিরে আসবে। সব মিলিয়ে আমরা স্কোয়াড নিয়ে আত্মবিশ্বাসী। আমরা মাত্র জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছি।’

অস্ট্রেলিয়া সিরিজের জন্য আগেই দল ঘোষণা করতে হবে না। ২০ জুলাইয়ের পরে থেকে ঢাকায় কোয়ারেন্টাইনে থাকা ক্রিকেটার ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে বায়ো বাবলে থাকা ক্রিকেটাররাই এই সিরিজে খেলতে পারবেন। আর অস্ট্রেলিয়ার ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকা ক্রিকেটাররাই শুধু বাংলাদেশ সফরে আসতে পারবেন।

জিম্বাবুয়ে সিরিজের টি-টোয়েন্টি স্কোয়াডে থাকা তামিম ইকবাল চোটের কারণে সিরিজ খেলেননি। এখন তিনি বায়ো বাবলের বাইরে রয়েছেন। এছাড়া পারিবারিক কারণে একমাত্র টেস্ট খেলে দেশে ফিরে আসা মুশফিকুর রহিমও বায়ো বাবলের বাইরে রয়েছেন। আর বাবার মৃত্যুতে জিম্বাবুয়ের সাথে টি-টোয়েন্টি সিরিজ না খেলেই দেশে ফিরে ছিলেন আমিনুল ইসলাম বিপ্লব।

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড থেকে যারা বায়ো বাবলের বাইরে চলে গিয়েছেন তাদের পরিবর্তে টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা করে নিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিথুন, তাইজুল ইসলাম ও রুবেল হোসেন। এই চার ক্রিকেটার জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে না থাকলেও ওয়ানডে সিরিজ খেলার কারণে বায়ো বাবলেই ছিলেন।

  • বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড

নাঈম শেখ, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, সৌম্য সরকার, সাকিব আল হাসান, লিটন দাস, শামিম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিথুন, তাইজুল ইসলাম ও রুবেল হোসেন।

বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের সূচি

  • প্রথম টি-টোয়েন্টি: ৩ আগস্ট
  • দ্বিতীয় টি-টোয়েন্টি: ৪ আগস্ট
  • তৃতীয় টি-টোয়েন্টি: ৬ আগস্ট
  • চতুর্থ টি-টোয়েন্টি: ৭ আগস্ট
  • পঞ্চম টি-টোয়েন্টি: ৯ আগস্ট

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...