বর্তমানের ‘অল-ফরম্যাট’ বিশ্ব একাদশ

ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন তিন ফরম্যাটের আইসিসি র‍্যাংকিং বিবেচনায় বর্তমান সময়ে সেরা একাদশ গঠন করেছে। পাঁচ ব্যাটসম্যান, এক উইকেটরক্ষক, এক অলরাউন্ডার ও চার বোলার নিয়ে গঠিত হয়েছে এই একাদশ। সব জায়গাতেই ঠাঁই পেয়েছেন র‌্যাংকিংয়ের শীর্ষস্থানধারীরা। এটি সর্বোপরি তিন ফরম্যাটের সেরাদের নিয়ে গঠিত একটি সেরা একাদশ।

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টির রেটিং পয়েন্টস মিলিয়ে এই তালিকার একাদশে জায়গা করে নিয়েছেন বর্তমান সময়ের তারকা ক্রিকেটাররা। র‍্যাংকিংয়ে এই তারকা ক্রিকেটারদের বর্তমান অবস্থান, তিন ফরম্যাটে তাদের রেটিং পয়েন্টস বিবেচনা করেই এই একাদশে তাঁদের ঠাঁই দেওয়া হয়েছে। চলুন দেখে নেওয়া যাক – কে কে আছেন একাদশে।

  • রোহিত শর্মা – ভারত

টেস্ট র‍্যাঙ্কিং – ৬ (৭৬৪ পয়েন্টস)

ওয়ানডে র‍্যাঙ্কিং – ৩ (৮১৭ পয়েন্টস)

টি-টোয়েন্টি – ১৯ (৫৮৭ পয়েন্টস)

মোট রেটিং – ২১৫৮ পয়েন্টস

সাদা বলের ক্রিকেটে প্রায় দীর্ঘদিন ধরেই বেশ সফল ভারতীয় ওপেনার রোহিত শর্মা। অবশ্য সাদা জার্সিতেও তিনি এখন ভারতের হয়ে নিয়মিত একজন ওপেনার। তবে এই ফরম্যাটে দেশের বাইরে সেঞ্চুরির আক্ষেপটা দীর্ঘদিন ধরেই বয়ে বেড়াচ্ছেন তিনি। তবে তিন ফরম্যাটেই তাঁর ফর্ম তাকে জায়গা করে দিয়েছে ওপেনিংয়ে।

  • কুইন্টন ডি কক – দক্ষিণ আফ্রিকা

টেস্ট র‍্যাংকিং – ৯ (৭১৭ পয়েন্টস)

ওয়ানডে র‍্যাংকিং – ১০ (৭৫৮ পয়েন্টস)

টি-টোয়েন্টি র‍্যাংকিং – ১২ (৬০৯ পয়েন্টস)

মোট রেটিং: ২০৮৪ পয়েন্টস

বর্তমানে রঙিন জার্সিতে অন্যতম সেরা ওপেনার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন কুইন্টন ডি কক। তিন ফরম্যাটে দীর্ঘদিন ধরেই তিনি দক্ষিণ আফ্রিকার অন্যতম ভরসার নাম। তাঁর দুর্দান্ত পারফরম্যান্স তাকে জায়গা করে দিয়েছে এই তালিকায়। রোহিত শর্মার সাথে এই একাদশে ওপেনার এবং একই সাথে উইকেটরক্ষক হিসেবে থাকবেন তিনি।

  • কেন উইলিয়ামসন – নিউজিল্যান্ড

টেস্ট র‍্যাংকিং – ১ (৯০১ পয়েন্টস)

ওয়ানডে র‍্যাংকিং – ১১ (৭৫৪ পয়েন্টস)

টি-টোয়েন্টি র‍্যাংকিং – ৩৬ (৫১২ পয়েন্টস)

মোট রেটিং: ২১৬৭ পয়েন্টস

টেস্ট ক্রিকেটের এক নম্বর এই ব্যাটসম্যান সদ্যই নিজের বুদ্ধিদীপ্ত অধিনায়কত্বে নিউজিল্যান্ডকে এনে দিয়েছেন টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা। রঙিন জার্সিতে সেরা দশে না থাকলেও সংক্ষিপ্ত ফরম্যাটে বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটারদের একজন তিনি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপেও তিনি টুর্নামেন্ট সেরার পুরষ্কার জিতেছেন। ক্রিকেটে তাঁর অনবদ্য অবদানের কারণে এই তালিকার তিনে অবস্থান করছেন উইলিয়ামসন।

  • বিরাট কোহলি – ভারত

টেস্ট র‍্যাংকিং – ৫ (৭৯১ পয়েন্টস)

ওয়ানডে র‍্যাংকিং – ২ (৮৪৮ পয়েন্টস)

টি-টোয়েন্টি র‍্যাংকিং – ৫ (৭১৭ পয়েন্টস)

মোট রেটিং – ২৩৫৬ পয়েন্টস

বর্তমান সময়ে বিশ্বের সেরা ক্রিকেটারদের একজন ভারতীয় কাপ্তান বিরাট কোহলি। সাম্প্রতিক সময়ে কিছুটা ফর্মহীনতা থাকলেও বেশ কয়েকবছর ধরেই তিনি দুর্দান্ত পারফরম্যান্স করছেন। একমাত্র ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটেই র‍্যাঙ্কিংয়ের সেরা পাঁচে আছেন তিনি। এই পজিশনে বর্তমানে তিনি সেরাদের একজন বিধায় র‍্যাঙ্কিং অনুযায়ী এই তালিকার চারে থাকছেন বিরাট।

  • বাবর আজম – পাকিস্তান

টেস্ট র‍্যাংকিং – ১০ (৭১৪ পয়েন্টস)

ওয়ানডে র‍্যাংকিং – ১ (৮৭৩ পয়েন্টস)

টি-টোয়েন্টি র‍্যাংকিং – ২ (৮১৯ পয়েন্টস)

মোট রেটিং – ২৪০৬ পয়েন্টস

বর্তমানে পাকিস্তান ক্রিকেটের ব্যাটিং স্তম্ভ অধিনায়ক বাবর আজম। তিন ফরম্যাটেই নিয়মিত ব্যাট হাতে দ্যুতি ছড়াচ্ছেন বাবর। বিশেষ করে রঙিন জার্সিতে উড়ন্ত ফর্মে আছেন পাকিস্তানের এই অধিনায়ক। তাই এই তালিকায় নিজের চোখ ধাঁধাঁনো পারফরম্যান্স দিয়ে সহজেই জায়গা করে নিয়েছেন বাবর। জো রুটের না থাকা নিয়ে অনেকের মনে প্রশ্ন আসলেও মূলত টি-টোয়েন্টিতে নিয়মিত না খেলার কারণে এই তালিকায় বিবেচনায় নেই তিনি।

  • স্টিভেন স্মিথ – অস্ট্রেলিয়া

টেস্ট র‍্যাংকিং – ২ (৮৯১ পয়েন্টস)

ওয়ানডে র‍্যাংকিং – ১৭ (৭০৭ পয়েন্টস)

টি-টোয়েন্টি র‍্যাংকিং – ৯৭ (৩৫২ পয়েন্টস)

মোট রেটিং – ১৯৫২ পয়েন্টস

টেস্টে সেরাদের একজনে থাকলেও ওয়ানডেতে আছেন কিছুটা পিছিয়ে। তবে টি-টোয়েন্টিতে তিনি যে একেবারেই শেষ সীমানায়! হ্যাঁ, মাত্র তিনের জন্য টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে এখনো সেঞ্চুরি হয়নি স্মিথের। তবে বর্তমান সময়ের অন্যতম সেরা এই অজি তারকা উইজডেনের সেরা একাদশে জায়গা করে নিয়েছেন। তাঁর ধারাবাহিক পারফরম্যান্সই তাকে টেনে এনেছে এই তালিকায়।

  • সাকিব আল হাসান – বাংলাদেশ

টেস্ট র‍্যাংকিং – ৫ (৩৩৪ পয়েন্টস)

ওয়ানডে র‍্যাংকিং – ১ (৪১৬ পয়েন্টস)

টি-টোয়েন্টি র‍্যাংকিং – ১ (২৮৬ পয়েন্টস)

মোট রেটিং – ১০৩৬ পয়েন্টস 

তালিকার এই পজিশনে আছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। তিন ফরম্যাটেই নিঃসন্দেহে বর্তমান বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার তিনি। একমাত্র বাংলাদেশী হিসেবে তিন ফরম্যাটেই তিনি সেরা দশে আছেন। যেকোনো পরিস্থিতিতেই ব্যাটে-বলে দলকে সমান তালে সাপোর্ট করে আসছেন তিনি।

  • প্যাট কামিন্স – অস্ট্রেলিয়া

টেস্ট র‍্যাংকিং – ১ (৯০৮ পয়েন্টস)

ওয়ানডে র‍্যাংকিং – ১০ (৬৪৬ পয়েন্টস)

টি-টোয়েন্টি র‌্যাংকিং – ৮০ (৪০৩ পয়েন্টস)

মোট রেটিং – ১৯৫৭ পয়েন্টস

অজি পেসার প্যাট কামিন্স টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বেশ পিছিয়ে থাকলেও টেস্টে বর্তমানে সেরা এবং ওয়ানডেতেও আছেন সেরা দশে। বিশেষ করে টেস্টে তিনি ধারাবাহিক পারফরম্যান্স করে যাচ্ছেন। টি-টোয়েন্টিতে খানিকটা পিছিয়ে থাকলেও আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও দলের অন্যতম সেরা অস্ত্র থাকবেন তিনি। এই তালিকায় পেস বিভাগের নেতৃত্বে থাকবেন তিনি।

  • রশিদ খান – আফগানিস্তান

টেস্ট র‍্যাংকিং – ৩৩ (৫৪৩ পয়েন্টস)

ওয়ানডে র‌্যাংকিং – ১৪ (৬২৬ পয়েন্টস)

টি-টোয়েন্টি র‌্যাংকিং – ৩ (৭১৯ পয়েন্টস)

মোট রেটিং – ১৮৮৮ পয়েন্টস

বর্তমান বিশ্বের সেরা লেগ স্পিনার হিসেবেই পরিচিত আফগান তারকা রশিদ খান। জাতীয় দল কিংবা ফ্র‍্যাঞ্চাইজি লিগ দলের অন্যতম ভরসার নামে থাকেন তিনি। তার লেগ স্পিন ভেলকিতে প্রতিপক্ষকে বরাবরই নাস্তানাবুদ করেন তিনি। একমাত্র লেগস্পিনার হিসেবে এই তালিকায় জায়গা পেয়েছেন রশিদ।

  • টিম সাউদি – নিউজিল্যান্ড

টেস্ট র‍্যাংকিং – ৩ (৮২৪ পয়েন্টস)

ওয়ানডে র‍্যাংকিং – ৪১ (৫০০ পয়েন্টস)

টি-টোয়েন্টি র‍্যাংকিং – ৬ (৬৬৯ পয়েন্টস)

মোট রেটিং – ১৯৯৩ পয়েন্টস

ওয়ানডে র‍্যাংকিংয়ে বেশ পিছিয়ে থাকলেও টেস্ট ও টি-টোয়েন্টিতে সেরা পাঁচে আছেন কিউই তারকা টিম সাউদি। এই তালিকায় প্যাট কামিন্সের সাথে জুটি বাঁধবেন তিনি। পেস, স্যুইং, অভিজ্ঞতা সব মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে কিউইদের জন্য এখনো সেরা অস্ত্র সাউদি।

  • জশ হ্যাজেলউড – অস্ট্রেলিয়া

টেস্ট র‍্যাংকিং – ৪ (৮১৬ পয়েন্টস)

ওয়ানডে র‍্যাংকিং – ৭ (৬৬০ পয়েন্টস)

টি-টোয়েন্টি র‍্যাংকিং – ৩৪ (৫০২ পয়েন্টস)

মোট রেটিং – ১৯৭৮ পয়েন্টস

এই তালিকার একাদশ খেলোয়াড় হলেন অজি পেসার জশ হ্যাজেলউড। টেস্ট ও ওয়ানডেতে অন্যতম সেরা পেসার হিসেবে পরিচিত হ্যাজেলউড। তবে সাম্প্রতিক সময়ে তিনি টি-টোয়েন্টিতেও বেশ দারুন পারফরম্যান্স করছেন। উইজডেনের মতে প্যাট কামিন্স ও টিম সাউদির সাথে এই তালিকায় তৃতীয় পেসার হিসেবে রাখা হয়েছে হ্যাজেলউডকে।

  • উইজডেনের মতে তিন ফরম্যাট মিলিয়ে সময়ের সেরা একাদশ

রোহিত শর্মা, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন, বিরাট কোহলি, বাবর আজম, স্টিভেন স্মিথ, সাকিব আল হাসান, প্যাট কামিন্স, রশিদ খান, টিম সাউদি ও জশ হ্যাজেলউড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link