ভারত-পাকিস্তান ম্যাচ মানেই মাঠে এবং মাঠের বাইরে সমর্থকদের জন্য বাড়তি উত্তেজনা। এই দুই দলের ম্যাচ মানেই রক্তপাতহীন এক স্নায়ুক্ষয়ী যুদ্ধ। ২৩ অক্টোবর থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের খেলা। আর ২৪ তারিখ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ক্রিকেটের জগতে এর চেয়ে আকর্ষণীয় ও লোমহর্ষক লড়াই আর তেমন একটা নেই বললেই চলে।
তবে ভারতের অধিনায়ক বিরাট কোহলি মনে করেন এই ম্যাচ খেলোয়াড়দের জন্য অন্য সব ম্যাচের চেয়ে আলাদা কিছু নয়। তবে দর্শকদের কাছে যে এটি বিশেষ কোনো কিছু সেটিও তিনি মানেন। ভারত-পাকিস্তান ম্যাচকে সামনে রেখে টিকেট বিক্রি শুরুর এক ঘন্টার মাঝেই বিক্রি হয়ে যায় সব টিকেট।
বিরাট বলেন, ‘সত্যি বলতে আমার কাছে এমন কিছু কখনো মনে হয়নি। আমি সবসময়ই এই ম্যাচকে ক্রিকেটের অন্য আরেকটা ম্যাচের মতোই মনে করেছি। আমি জানি টিকেট বিক্রি বা টিকেটের চাহিদা সব মিলিয়ে এই ম্যাচ খুব হাইপ তুলেছে। বর্তমানে এই টিকেটের ভ্যালু অনেক উপরে। যার কারণে আমার যেসব বন্ধু ফ্রি টিকেট চেয়েছে, আমি কাউকে দেইনি।’
ভারত-পাকিস্তানের ম্যাচ ভক্তদের জন্য বিশেষ কিছু। ভক্তদের দিক থেকে ম্যাচের হাইপটা সবচেয়ে বেশি। তবে বিরাটের মতে খেলোয়াড়দের দিক থেকে প্রত্যেকে প্রোফেশনালি সবকিছু দেখছেন। এটি নিয়ে খুব বেশি আলাদা কিছু ভাবতে চাচ্ছেন না ভারতীয় অধিনায়ক। তিনি বলেন, ‘হ্যাঁ এটার পরিবেশটা আসলেই ভিন্ন। ভক্ত-সমর্থকদের দিক থেকে এই ম্যাচের হাইপটা অনেক বেশি। তবে আমরা ক্রিকেটার হিসেবে প্রোফেশনাল থাকতে চাই।’
আরব আমিরাতের মাটিতে খেলা সবশেষ ১০ টি-টোয়েন্টিতে জয় পেয়েছে পাকিস্তান। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের পাঁচ দেখায় ভারতের বিপক্ষে একবারও জিততে পারেনি বাবর আজমের দল। তবে বাবরের মতে আমিরাতের কন্ডিশন তাদের জন্য সবচেয়ে উপযুক্ত। পূর্বের রেকর্ডও ভালো। সবমিলিয়ে ভারতের বিপক্ষে এই বিষয়গুলো পাকিস্তানকে এগিয়ে রাখবে বলেই মনে করছেন পাকিস্তানের অধিনায় বাবর আজম।
তিনি বলেন, ‘আমরা অবশ্যই আরব আমিরাতে বেশ ভালো ক্রিকেট খেলেছি। এই কন্ডিশন আমাদের জন্য সহজ। এবং আমরা জানি এখানে কিভাবে খেলতে হবে। ভালো পারফরম্যান্স অবশ্যই আপনাকে আত্মবিশ্বাস যোগাবে। এবং আমি ফর্মে আছি যা আমাকে সাহায্য করবে আরো সেরাটা দিতে।’
সীমান্ত ও রাজনৈতিক বৈরীতায় ভারত ও পাকিস্তান – দু’টি দলের মধ্যে এখন দ্বিপাক্ষিক সফর এখন একরকম বন্ধ। তাই এই দু’দলে মুখোমুখি হওয়ার মঞ্চ কেবলই এই বহুজাতিক টুর্নামেন্টগুলোও, বিশেষ করে আইসিসি ইভেন্টে। এবার তেমনই একটা উপলক্ষ্য পাওয়া গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের সুবাদে।
বিশ্বকাপের সবচেয়ে বড় আকর্ষণ এখন এই দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াইটা। বিশ্বকাপের মঞ্চে আরেকবার ভারতের সামনে হার নিয়ে মাঠ ছাড়বে, নাকি ইতিহাস রচনা করে ভারতকে বিশ্বমঞ্চে প্রথমবার হারাবে পাকিস্তান! সেটার অপেক্ষা মাত্র কয়েকটা প্রহর।