আগে থেকেই ধারণা করা হচ্ছিল এবারের আসরের ডার্ক হস হতে পারে আফগানিস্তান। বিশ্বকাপের শুরুটাও সেভাবেই করলো আফগানরা। সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডকে ১৩০ রানের বড় ব্যবধানে হারিয়ে জয় দিয়ে শুভ সূচনা আফগানিস্তানের। মুজিবের বিধ্বংসী বোলিংয়ে মুখ থুবড়ে পড়ে স্কটিশ ব্যাটিং শিবির।
১৯১ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে ভালো শুরুর ইঙ্গিত দিলেও মুজিব উর রহমানের এক ওভারে তিন উইকেট শিকারে ধসে পড়ে স্কটল্যান্ডের টপ অর্ডার। ওপেনিংয়ে ২৮ রানের জুটি গড়লেও মুজিবের ঘূর্ণিতে হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে স্কটল্যান্ডের ব্যাটিং শিবির।
মুজিবের সাথে সেই যাত্রায় যুক্ত হন রশিদ খান, নাভিন উল হকরাও। ২৮ রানে বিনা উইকেট থেকে ১০ রানের মাথায় নেই ৬ উইকেট! এরপর বাকিরাও যুক্ত হন আসা যাওয়ার মিছিলে। আফগান বোলারদের দাপটে ধ্বংস্তুপে পরিণত হয় স্কটিশ ব্যাটিং শিবির।
শেষ পর্যন্ত মুজিব-রশিদের ম্যাজিকেল বোলিংয়ে মাত্র ৬০ রানেই থামে স্কটল্যান্ডের ইনিংস। মুজিব শিকার করেন ২০ রানে পাঁচ উইকেট! স্কটল্যান্ড নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বনিম্ন রানে অলআউট হয়।
এর আগে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে দুই ওপেনার হজরতউল্লাহ জাজাই ও মোহাম্মদ শাহজাদের ব্যাটে উড়ন্ত সূচনা পায় আফগানিস্তান। ষষ্ঠ ওভার শেষ হবার আগেই দলের রান পঞ্চাশ পার! এরপর দলীয় ৫৪ রানে প্রথম উইকেট হারায় আফগানরা। শাহজাদ ফেরেন ১৫ বলে ২১ রানে। দ্বিতীয় উইকেটে রহমানুল্লাহ গুরবাজকে নিয়ে জুটি গড়েন জাজাই। দু’জন দুই প্রান্তে খেলতে থাকেন মারমুখি ভঙ্গিতে।
২৮ রানের জুটি গড়ার পথে জাজাই ফেরেন ৩০ বলে ৪৪ রানের ইনিংস খেলে। ৩ ছক্কা ও ৩ চার মারেন জাজাই। উইকেট পড়লেও দ্রুত রান তুলতে থাকে আফগান ব্যাটাররা। নাজিবুল্লাহ জাদরান ও গুরবাজের ব্যাটে বাউন্ডারি হাঁকাতে থাকে আফগানরা। স্কটিশ বোলারদের উপর তান্ডব চালিয়ে তৃতীয় উইকেটে দু’জনে মিলে গড়েন ৫২ বলে ৮৭ রানের বিধ্বংসী জুটি।
ইনিংসের একদম শেষদিকে দলীয় ১৬৯ রানে ব্যক্তিগত ৩৭ বলে ৪৬ রানে গুরবাজ ফিরলেও আরেকপ্রান্তে দুর্দান্ত ব্যাটিং করে জাদরান তুলে নেন ব্যক্তিগত ফিফটি। শেষ পর্যন্ত জাদরানের ৩৪ বলে ৫৯ ও নবির ৪ বলে অপরাজিত ১১ রানে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৯০ রান সংগ্রহ করে আফগানিস্তান।
- সংক্ষিপ্ত স্কোর
আফগানিস্তান – ১৯০/৪ (২০ ওভার); জাদরান ৫৯(৩৪), জাজাই ৪৪(৩০) ও গুরবাজ ৪৬(৩৭); শাফইয়ান শরিফ ৪-০-৩৩-২, মার্ক ওয়াট ৪-০-২৩-১
স্কটল্যান্ড – ৬০/১০ (১০.২ ওভার); জর্জ মানসে ২৫(১৮), ক্রিস গ্রিভস ১২(১২) ও কাইল কোয়েতজার ১০(৭); মুজিব ৪-০-২০-৫, রশিদ ২.২-০-৯-৪।
ফলাফলঃ আফগানিস্তান ১৩০ রানে জয়ী।