ইমরানের বিদ্রুপ ও প্রত্যাশা

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে ১০ উইকেটের বড় জয়ে বেশ উচ্ছ্বসিত পাকিস্তান দল সহ সাবেক পাকিস্তানি অধিনায়ক ও বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান। সৌদি প্রিন্সের আমন্ত্রণে তিনদিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে তিনি অবস্থান করছেন সৌদি আরবে। এরপর গেলো সোমবার পাকিস্তান-সৌদি বিনিয়োগ ফোরামে তিনি বিশ্বকাপের ম্যাচ নিয়ে সামান্য বিদ্রুপও করলেন। তবে, শেষ অবধি তিনিও মনে করেন - দু’টি প্রতিবেশি দেশের মত সুসম্পর্ক রাখতে পারে ভারত ও পাকিস্তান।

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপে ১০ উইকেটের বড় জয়ে বেশ উচ্ছ্বসিত পাকিস্তান দল সহ সাবেক পাকিস্তানি অধিনায়ক ও বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান। সৌদি প্রিন্সের আমন্ত্রণে তিনদিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে তিনি অবস্থান করছেন সৌদি আরবে। এরপর গেলো সোমবার পাকিস্তান-সৌদি বিনিয়োগ ফোরামে তিনি বিশ্বকাপের ম্যাচ নিয়ে সামান্য বিদ্রুপও করলেন। তবে, শেষ অবধি তিনিও মনে করেন – দু’টি প্রতিবেশি দেশের মত সুসম্পর্ক রাখতে পারে ভারত ও পাকিস্তান।

তিনি জানান ভারত-পাকিস্তানের মধ্যে সম্পর্কে আরো উন্নতি হওয়া দরকার। পাকিস্তানও সেটাই চায়, তবে ভারত যদি কাশ্মীরের মানুষের অধিকার ফিরিয়ে দেয় তাহলে আমাদের কোনো সমস্যা নেই। তিনি বলেন, ‘চীনের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক। কিন্তু যদি কোনো ভাবে ভারতের সাথে আমাদের সম্পর্ক উন্নতি করা যায়! আমি জানি ভারতকে যেভাবে উড়িয়ে দিয়ে পাকিস্তানের এতো বড় জয় পেল, ঠিক তখনই সম্পর্কের উন্নতি নিয়ে কথা বলাটা ঠিক হবে না।’

তিনি মনে করেন, দু’দেশের মধ্যে সমস্যার জায়গা একটাই – কাশ্মীর ইস্যু। তিনি বলেন, ‘এটা এখন পুরোটাই কাশ্মীরের মানুষের অধিকার নিয়ে। যা ৭২ বছর আগে জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিল থেকে নিশ্চয়তা প্রদান করা হয়। যদি তাদেরকে তাঁদের অধিকার দেওয়া হয় আমাদের আর কোনো সমস্যা নেই। দুইটা দেশ প্রতিবেশির মতোই থাকতে পারে।’

২০১৬ সালে পাঠানকোট বিমান বাহিনির ক্যাম্পে জঙ্গী হামলা এবং পরবর্তীতে ২০১৯ সালে জম্মু-কাশ্মীরে ভারতীয় সেনাদের উপর হামলার কারণে ভারত-পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক আরো ভয়াবহ রূপ ধারণ করে। সবশেষ পুলওয়ামা জঙ্গি হামলায় ৪০ ভারতীয় জওয়ান শহীদ হয়।

সম্প্রতি ভারতের বৈদেশিক নিরাপত্তা বিষয়ক সেক্রেটারি হর্শবর্ধন শ্রীঙলা বলেন, ‘জঙ্গি হামলার ইস্যু নিয়ে যদি কোনো সুরাহা না হয় তাহলে ভারত-পাকিস্তানের মাঝে সম্পর্কের উন্নতির লক্ষন দেখছি না।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে নিজেদের প্রথম ম্যাচে ভারতকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারায় পাকিস্তান। টসে হেরে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানি বোলারদের দাপটে দিশেহারা হয়ে পড়ে ভারতীয় ব্যাটাররা। অধিনায়ক বিরাট কোহলির ব্যাটে শেষ পর্যন্ত ১৫১ রান সংগ্রহ করে ভারত। পরবর্তীতে লক্ষ্যামাত্রা তাড়া করতে নেমে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের দুর্দান্ত ব্যাটিংয়ে ভারতকে উড়িয়ে দশ উইকেটের বিশাল জয় তুলে নেয় পাকিস্তান।

সেই সাথে ২৯ বছরের রেকর্ড গুড়িয়ে বিশ্বমঞ্চে ভার‍তের বিপক্ষে প্রথমবারের মতো জয়ের দেখা পায় পাকিস্তান। সেই ম্যাচ জয়ে উচ্ছ্বসিত পাকিস্তান প্রধানমন্ত্রী ও সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান জানালেন ভারতের সাথে সুসম্পর্ক নিয়ে আশার বাণী। তবে এই মূহুর্তে এই কথা যেনো ভারতের জন্য কাটা ঘায়ে নুনের ছিটার মতোই লাগবে!

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...