জিম্বাবুয়েকে উড়িয়ে দিল বাংলাদেশের মেয়েরা

জিম্বাবুয়ের মাটিতে উড়ন্ত সূচনা করল বাংলাদেশের মেয়েরা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে বাংলাদেশ জিতল আট উইকেটের বড় ব্যবধানে। লো স্কোরিং ম্যাচটা স্থায়ী হয় মাত্র ৪৪ ওভার। ফলে, তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারীরা। আগামী ১৩ ও ১৫ নভেম্বর বুলাওয়েতে সিরিজের বাকি দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

দীর্ঘ দুই বছর পর ওয়ানডে ম্যাচ ছিল বাংলাদেশ নারী দলের। প্রায় দেড় বছর পর আন্তর্জাতিক ম্যাচ। তবে, মাঠে সেই বিরতির প্রভাব পড়ল সামান্য। লম্বা সময় বাদে ফেরার ম্যাচে জিম্বাবুয়েকে ৪৮ রানে গুটিয়ে দিল বাংলাদেশের মেয়েরা। সালমা খাতুন, নাহিদা আক্তার ও পেসার জাহানারা আলম তিনটি করে উইকেট নেন। একটি উইকেট নেন রিতু মনি।

জিম্বাবুয়ের মেয়েদের ইনিংস স্থায়ী মাত্র ২৩.২ ওভার। দুই অংকের ঘরে পৌঁছাতে পেরেছেন কেবল একজন। তিনি হলেন প্রেশাস মারাঙ্গে। তিনি করেন ১৭ রান।

ওয়ানডেতে এই প্রথম কোনো দলকে পঞ্চাশের নিচে আটকাতে পারল বাংলাদেশের মেয়েরা। ২০১২ সালে দক্ষিণ আফ্রিকার ৭৫ ছিল আগের সর্বনিম্ন।

কাগজে কলমে বাংলাদেশে জিম্বাবুয়ের মেয়েদের দলটির চেয়ে বেশ এগিয়ে ছিল। জিম্বাবুয়ের মেয়েরা বেশ নবীন। টি-টোয়েন্টি প্রথম খেলে তারা ২০১৯ সালে। আর ৫০ ওভারের ক্রিকেট  খেলতে শুরু করেছে স্রেফ এক মাস আগে।

যদিও, গত মাসে অনুষ্ঠিত অভিষেক সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে অবশ্য খারাপ করেনি জিম্বাবুয়ের ব্যাটাররা। প্রথম ম্যাচটিই তারা জিতে নেয় ২৫৪ রান তাড়া করে। পরের তিন ম্যাচ হারলেও রান করতে পারে ২২৭, ২০৬ ও ১৭৮। সেদিক থেকে আজকে বাংলাদেশকে কৃতীত্ব দিতেই হয়। বুলাওয়ায়োর কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে আজকে জিম্বাবুয়ে শেষ মোটে ৪৮ রানেই।

জবাব দিতে নেমে, মাত্র ১০ ওভার চার বলেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ দল। হারায় দু’টি উইকেট। জয় আসে আট উইকেটের বড় ব্যবধানে। রুমানা আহমেদ ১৭ ও ফারজানা হক ১১ রান করে অপরাজিত ছিলেন। প্রেশাস মারাঙ্গে ও  এস্থার এমফোবানা নেন একটি করে উইকেট।

জানিয়ে রাখা ভাল, ২১ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর জিম্বাবুয়েতে বাছাইপর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে। বিশ্বকাপ বাছাইপর্বে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান, জিম্বাবুয়ে, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ২১ নভেম্বর হারারেতে আসরের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করবে বাংলাদেশ।

  • সংক্ষিপ্ত স্কোর

টস: বাংলাদেশ নারী দল

জিম্বাবুয়ে নারী দল: ৪৮ অলআউট, ২৩.২ ওভার (পেশাস মারাঙ্গে ১৭; জাহানারা আলম ৬-১-১৮-৩, সালমা খাতুন ৭-৩-৬-৩, নাহিদা আক্তার ৫.৩-৩-২-৩)

বাংলাদেশ নারী দল: ৪৯/২, ১০.৪ ওভার (রুমানা আহমেদ ১৭*, ফারজানা হক ১১*; প্রেশাস মারাঙ্গে ৩-০-১১-১)

ফলাফল: বাংলাদেশ নারী দল আট উইকেটে জয়ী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link