৩৮ বলেই শেষ একটি দিন

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে পরিত্যক্ত হলো ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলাও। প্রথম দিন বৃষ্টি বাধা ও আলোর স্বল্পতায় মাত্র ৫৭ ওভার খেলা হয়। দ্বিতীয় দিন নির্ধারিত সময়ের ত্রিশ মিনিট আগে খেলা শুরু হবার কথা থাকলেও বৃষ্টিতে খেলা শুরু হতে বিলম্ব হয়। লাঞ্চ বিরতির পর খেলা শুরু হলেও মাত্র ৩৮ বল খেলা হতেই আবারো বৃষ্টি বাগড়া দেয় মিরপুরে। এরপর টানা ঘন্টা দু’য়েক বৃষ্টির পর ম্যাচ অফিসিয়ালরা দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করে।

মূলত ঘূর্ণিঝড় জাওয়াদ সমূদ্রে গভীর নিন্মচাপে পরিণত হওয়ায় উপকূলীয় অঞ্চল সহ ঢাকায় সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের ভাষ্যমতে ঘূর্ণিঝড় জাওয়াদ গতকাল রাতেই দূর্বল হয়ে গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। যার কারণে আজ সারাদিনই গুড়ি গুড়ি থেকে মাঝারি বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। এদিকে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে ঢাকা টেস্টের দুই দিনে খেলা হয়েছে মোটে ৬৩.২ ওভার!

আগামিকালও নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে খেলা শুরু হবার কথা থাকলেও আবহাওয়া অধিদপ্তরের বক্তব্য অনুযায়ী সোমবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘূর্ণিঝড় জাওয়াদ দূর্বল হয়ে পড়লেও সমূদ্রে নিন্মচাপের কারণে সোমবারও ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হবার সম্ভাবনা আছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা হওয়া নিয়েও আছে শঙ্কা।

তৃতীয় দিনেও খেলা মাঠে না গড়ালে এই টেস্টে ফলাফল আসার সম্ভাবনাও হয়ে যাবে বেশ ক্ষীণ। সোমবার ঢাকায় বৃষ্টির কথা উল্লেখ করে আবহাওয়াবিদরা জানান মঙ্গলবারও বৃষ্টির সম্ভাবনা আছে কিনা তা জানা যাবে আগামিকাল। তবে মঙ্গলবারও রোদের মুখ দেখা যাবে না এমনটাই আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে সম্ভাবনা রয়েছে চলতি মাসেই আরেকটি নিম্নচাপ হওয়ার!

সব মিলিয়ে সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় ঢাকা টেস্টে শেষ তিন দিনে আদৌ খেলা গড়াবে কিনা বা কয় ওভার খেলা হবে সে নিয়েই আছে বেশ শঙ্কা। বৃষ্টি কিংবা বৈরী আবহাওয়ায় খেলা মাঠে না গড়ালে ঢাকা টেস্টের ফল রূপ নিবে ড্র’য়ে। এদিকে চট্রগ্রামে প্রথম টেস্ট জয়ে ইতিমধ্যেই ১-০ তে এগিয়ে আছে সফরকারী পাকিস্তান। এই টেস্ট ড্র হলেও ১-০ তে সিরিজ জিতে নিবে বাবর আজমের দল।

হটাৎ করেই প্রকৃতির এমন অশান্ত আচরণে তাই বিষন্ন মনে বাড়ি ফিরতে হচ্ছে স্টেডিয়ামে খেলা দেখতে আসা ক্রিকেটভক্তদের। আপাতত ভক্তদের প্রত্যাশা এখন শেষ তিন দিন খেলাটা মাঠে গড়াক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link