ব্যাট হাতে ঈশান কিষাণ, শ্রেয়াস আইয়ারদের দাপটের পর স্বাগতিক বোলারদের বোলিং নৈপুণ্যে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৬২ রানে হারিয়ে দাপুটে জয়ের দেখা পেয়েছে ভারত। ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত।
লখনৌতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে হেরে ব্যাটিংয়ে নেমে রোহিত শর্মা ও ঈশান কিষাণের ব্যাটে উড়ন্ত সূচনা পায় ভারত। ওপেনিং জুটিতে দুইজনের ঝড়ো ব্যাটিংয়ে আসে ১১১ রান। একপ্রান্তে ব্যাট হাতে উড়ন্ত সূচনা করে ফিফটি তুলে নেন কিষাণ। ১২তম ওভারে দলীয় ১১১ রানে ব্যক্তিগত ৩২ বলে ৪৪ রানে লাহিরু কুমারার বলে বোল্ড হয়ে ফিরেন রোহিত।
শ্রেয়াস আইয়ারকে নিয়ে দ্বিতীয় উইকেটে দ্রুত রান তুলতে থাকেন কিষাণ। পরের ৫ ওভারে করেন ৪৪ রান। দলীয় ১৫৫ রানে সেঞ্চুরি থেকে মাত্র ১১ রান দূরে থাকতে দাসুন শানাকার শিকার হয়ে ফিরেন ঈশান। ব্যক্তিগত ৫৬ বলে ১০ চার ও ৩ ছক্কায় ৮৯ রান করেন ঈশান। সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ঈশান ফিরলেও শ্রেয়ার আইয়ারের ঝড়ো ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ১৯৯ রান সংগ্রহ করে ভারত।
শ্রেয়াস আইয়ার অপরাজিত থাকেন ২৮ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫৬ রানে! লঙ্কানদের পক্ষে কুমারা ও শানাকা শিকার করেন ১টি করে উইকেট।
জবাবে ২০০ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলেই পাথুম নিসাঙ্কাকে ফেরান ভুবনেশ্বর কুমার। গোল্ডেন ডাকে ফিরেন নিসাঙ্কা। এরপর দলীয় ১৫ রানেই আরেক ওপেনার কামিল মিশারাকে ফেরান ভুবনেশ্বর। ভুবনেশ্বরের জোড়া আঘাতে শুরুতেই চাপের মুখে লঙ্কানরা।
এরপর বিপর্যয় সামলে না উঠতেই ৩৬ রানে জানিথ লিয়াঙ্গে ফিরলে ৩ উইকেট হারিয়ে বিপাকে লঙ্কানরা। দলীত ৫১ রানে দীনেশ চান্দিমাল দ্রুত ফিরলে ব্যাকফুটে চলে যায় শ্রীলঙ্কা। বলের সাথে পাল্লা দিয়েও রান তুলতে পারছিলোনা লঙ্কান ব্যাটাররা। দলীয় ৬০ রানে অধিনায়ক দাসুন শানাকা ফিরলে ম্যাচ থেকে ছিটকে যায় শ্রীলঙ্কা।
নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৬০ রানেই দলের পাঁচ ব্যাটার সাজঘরের। এরপর ষষ্ঠ উইকেটে চারিথ আসালাঙ্কা ও চামিকা করুনারত্নের ঝড়ো ব্যাটিংয়ে ৩৭ রানের জুটি পায় লঙ্কানরা। জয়ের আশা ততক্ষণে শেষ। তবে ৯৭ রানে চামিকাকে ফিরিয়ে লঙ্কানদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ভেঙ্কটেশ আইয়ার। শেষ ২ ওভারে তখন দরকার ৭৫ রানের! লঙ্কানদের জন্য অসম্ভব এই সমীকরণ ভারতের জয় তখন সময়ের ব্যাপার।
একপ্রান্তে দুর্দান্ত ব্যাটিংয়ে একক লড়াইয়ে ৪৩ বলে ফিফটি তুলে নেন আসালাঙ্কা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩৭ রান তুলতে সমর্থ হয় লঙ্কানরা। ৬২ রানের দুর্দান্ত জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো স্বাগতিকরা
- সংক্ষিপ্ত স্কোর
ভারত – ১৯৯/২ (২০ ওভার); ঈশান ৮৯ (৫৬), আইয়ার ৫৭ (২৮), রোহিত ৪৪ (৩২); কুমারা ৪-০-৪৩-১, শানাকা ২-০-১৯-১।
শ্রীলঙ্কা – ১৩৭/৬ (২০ ওভার); আসালাঙ্কা ৫৩ (৪৭),* চামিরা ২৪ (১৪),* চামিকা ২১ (১৪); ভূবনেশ্বর ২-০-৯-২, ভেঙ্কটেশ আইয়ার ৩-০-৩৬-২, জাদেজা ৪-০-২৮-১।
ফলাফল: ভারত ৬২ রানে জয়ী।