ফিরে আসার গল্পটা কীভাবে লিখতে হয় সেটা তাঁর চেয়ে ভালো কেই বা জানে। ইনজুরির কারণে ২০১৯ বিশ্বকাপটা খেলতে পারেননি। সেই কঠিন সময়টাকেই তিনি বেছে নিয়েছিলেন ফিরে আসার কাব্য লিখবেন বলে। প্রায় বছর খানেক ধরেই তিনি দুরন্ত ফর্মে। তবে বাঁধা যেন পিছুই ছাড়ে না।
আবারো ইনজুরি, মিস করলেন দুইটি সিরিজ। তবে ওয়েস্ট ইন্ডিজের পেসস্বর্গে আবারও ফিরে আসার প্রস্তুতি নিচ্ছেন তিনি। ইনজুরি কাটিয়ে ঠিক যেখানে থেমেছিলেন সেখান থেকেই আবার শুরু হোক।
মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে নেটে অনুশীলনরত তাসকিন আহমেদ জানান দিচ্ছেন আবারও ফিরতে যাচ্ছেন তিনি। প্রত্যাবর্তনের প্রাক্কালে ঝালিয়ে নিচ্ছেন নিজেকে। বারবার চোটের জন্য মাঠের বাইরে চলে যেতে হলেও, হাল না ছেড়ে নিজেকে গড়ে নিয়ে ফিরে এসেছেন।
বরাবরের মত এবারও নিজের সেরাটাই দেওয়ার চেষ্ঠা করেছেন মাশরাফি বিন মর্তুজার এই অনুসারী। এখানেও মাশরাফিকে আবারও আদর্শ তিনি মানতেই পারেন। বারবার ইনজুরি থেকে ফিরে পারফরম করার চ্যালেঞ্জটা সম্ভবত বাংলাদেশ ক্রিকেটে মাশরাফির চেয়ে ভাল কেউ নিতে পারেননি।
আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দলে না থাকলেও তাসকিনকে রাখা হয়েছে ওয়ানডে দলে। খেলবেন না টি-টোয়েন্টিতেও। সদ্যই ইনজুরি কাটালেন বলে এখনই তাঁক ওপর খুব বেশি চাপ দিতে চায় না বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অন্যতম সেরা পেসার মনে করা হয় এই তাসকিন আহমেদকে। ২০১৪ সালে ভারতের বিপক্ষে অভিষেক ওয়ানডেতেই মাত্র ২৮ রান দিয়ে ৫ উইকেট নিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন। সেদিনই দিয়েছিলেন বাংলাদেশ দলে একজন অনবদ্য পেসারের আগমণবার্তা।
এর আগে সে বছরই বাংলাদেশে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যটে আন্তর্জাতিক অভিষেক ঘটেছিল তাসকিন আহমেদের। টেস্ট অভিষেকের জন্য অপেক্ষা করতে হয় আরো তিন বছর। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘটেছিল টেস্ট অভিষেক, ২০১৭ সালের ১২ জানুয়ারি।
তবে, অভিষেক থেকে শুরু করে আজ অবধি ইনজুরি যেন পিছু ছাড়তেই চাচ্ছেনা বাংলাদেশ দলের তরুণ এই ক্রিকেটারের। ইনজুরির কারণে ২০১৯ এর ওয়ানডে বিশ্বকাপ খেলতে পারেননি। কিন্তু তাসকিন হাল ছাড়েননি। বিশ্বকাপ খেলতে না পেরে কান্নাজড়ানো কণ্ঠেই ফেরার আত্মবিশ্বাস দেখিয়েছিলেন।
তাসকিন সেই কথা রেখেছেন। সেরা ফর্ম নিয়েই ফিরে এসেন। সেটা প্রমাণ করে সাম্প্রতি সময়ে তাঁর পারফরম্যান্স। এই সময়ে তিনি বাংলাদেশ তো বটেই, বৈশ্বিক প্রেক্ষাপটেই বড় ব্যাপার। এমনকি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকেও তাঁর ডাক এসেছিল। যে দক্ষিণ আফ্রিকায় বসে আইপিএলের ডাক পেয়েছিলেন, সেখান থেকেই ইনজুরি নিয়ে ফিরেছিলেন।
ইনজুরির কারণে শ্রীলঙ্কার বিপক্ষে দেশের মাটিতে অনুষ্ঠিত টেস্ট সিরিজে খেলতে পারেননি। ফলে, আবারও তাসকিনকে পুরনো সেই চিরচেনা লড়াইয়ে নামতে হয়। আপাতত তাসকিন সেই লড়াইয়ে জয়ের পথেই আছেন।
লড়াইয়ের শেষ ধাপ ওয়েস্ট ইন্ডিজ। আর ওয়েস্ট ইন্ডিজের মাটি পেসারদের জন্য কতটা সহায়ক – সেটা আর না বলে দিলেও চলে। নিশ্চয়ই ওয়েস্ট ইন্ডিজের উইকেটের কথা ভেবেই ফেরার জন্য তাসকিন বাড়তি তাড়না বোধ করছেন!