মোটে একটাই টেস্ট ম্যাচ। তা নিয়েই হিসাব-নিকাশের কোনো কমতি নেই। মাত্র একদিন বাদেই বার্মিংহামের এজবাস্টনে স্থগিত হওয়া পঞ্চম টেস্টে মুখোমুখি হবে ইংল্যান্ড ও ভারত। ২০২১ সালের সেপ্টেম্বরে ম্যানচেস্টারে ম্যাচটি হবার কথা থাকলেও করোনার হানায় ম্যাচটি স্থগিত হয়। প্রায় দশ মাসের ব্যবধানে অবশ্য বদলে গেছে অনেক কিছুই।
দুই দলেই অধিনায়ক হিসেবে নতুন মুখ, দুই দলেই নতুন কোচ, দুই দলের সহকারী অধিনায়ক দলে নেই; এমনকি ভারতের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার জায়গায় অধিনায়কত্ব করবেন সহকারী অধিনায়ক জাসপ্রিত বুমরাহ। বুমরাহ সহ চলতি বছর টেস্টে চারজন অধিনায়কের দেখা পেয়েছে ভারতের টেস্ট ক্রিকেট। অসংখ্য ওলট-পালটের একটা টেস্ট ম্যাচ।
এই দশ মাসে বদলে গেছে অনেক কিছু। ভারতের বিপক্ষে অসহায়ত্ব দেখানো সেই ইংল্যান্ড দলটা এখন নতুন কোচ আর অধিনায়কের অধীনে আগ্রাসী মেজাজের এক দল। ব্যাট হাতে বিধ্বংসী রূপে আছেন জনি বেয়ারস্টো। রান বন্যায় ভাসছেন জো রুট।
জেমি ওভারটন, ম্যাথু পটসদের মত নব্য তারকারাও আছেন দুর্দান্ত ফর্মে। সেই সাথে ব্রড-অ্যান্ডারসন জুটির প্রত্যাবর্তন। সব মিলিয়ে দাপুটে ফর্মে আছে ইংলিশরা। সদ্য সমাপ্ত নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ৩-০ তে জয় তুলে নিয়েছে ইংলিশরা। তিন ম্যাচেই ২৭০-৩০০ রানের লক্ষ্যমাত্রা ওয়ানডে মেজাজে তাড়া করেছে স্টোকস-বেয়ারস্টোরা।
ব্রেন্ডন ম্যাককালামের অধীনে এই দলটা এখন বিধ্বংসী রূপে আছে। বেন স্টোকস ম্যাচের আগেই বার্তা দিয়েছেন, নিউজিল্যান্ড সিরিজের মতই আগ্রাসী মেজাজে খেলবে ইংলিশরা।
ইংল্যান্ডের এই রূপ ভারতের কপালে চিন্তার ভাঁজ কাটছে সেটা নিয়ে সংশয় নেই। লোকেশ রাহুলের ইনজুরি আর করোনায় ছিটকে যাওয়া অধিনায়ক রোহিত শর্মা দলে থাকছেন না। ভারতের জন্য ওপেনিংয়ে তাই বড় দুশ্চিন্তা। মায়াঙ্ক আগারওয়ালের সাথে দেখা যেতে পারে চেতেশ্বর পুজারাকে। কাউন্টিতে দুর্দান্ত পারফর্ম করেন এই তারকা। পুজারা ওপেনিংয়ে উঠে আসলে, তিনে দেখা যেতে পারে হনুমা বিহারীকে।
দলকে নেতৃত্ব দিবেন আনকোরা জাসপ্রিত বুমরাহ। ভারতের সবচেয়ে বড় দুশ্চিন্তা অফ ফর্মে আছেন বিরাট কোহলি। মিডল অর্ডারে দায়িত্বে থাকলেও রান খরায় ভুগছেন এই তারকা। এছাড়া দেশের বাইরে এখন অবধি টেস্ট খেলার অপেক্ষায় আছেন শ্রেয়াস আইয়ার। মিডল অর্ডারে পেতে পারেন সুযোগ।
ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা থাকলেও বোলিং বিভাগে বেশ শক্তিশালী অবস্থানে আছে ভারত। বুমরাহ, মোহাম্মদ শামি, উমেশ যাদবের সাথে স্পিন বিভাগে থাকবেন অভিজ্ঞ রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। তবে চমক হিসেবে যাদবের জায়গায় দেখা মিলতে পারে প্রসিদ কৃষ্ণার।
অবশ্য ইংল্যান্ডের মাটিতে দুই স্পিনারের উপর বাজি ধরার মত চ্যালেঞ্জ ভারত নিবে কি-না সে নিয়েও ভাবনার জায়গা আছে। পঞ্চম টেস্টের জন্য ভারতের একাদশ সাজানো নিয়ে ভাবনা-চিন্তার অনেক জায়গা থাকলেও ইংল্যান্ডের একাদশ নিয়ে খুব একটা দুশ্চিন্তার কিছু নেই। নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট থেকে হয়তো বাদ পড়তে পারেন একজন। ম্যাথু পটসের স্থলে ইনজুরি কাটিয়ে দেখা মিলতে পারে জেমস অ্যান্ডারসনের।
পাঁচ ম্যাচ টেস্ট সিরিজে ২-১ এ এগিয়ে আছে ভারত। তবে সাম্প্রতিক পারফরম্যান্স আর পরিস্থিতি বিবেচনায় ভারতের চেয়ে বেশ খানিকটা এগিয়ে থাকবে ইংলিশরা।