ভারত ও পাকিস্তান – এই দেশদুটোর নাম দেখলে যে কার মনে সবার আগে মাথায় আসে সীমান্তে চলতে থাকা ধুন্ধুমার লড়াইয়ের কথা, দুই দেশের কূটনৈতিক মহলের কথার লড়াই। ক্রিকেট মাঠেও বা কম কিসে।
ভারত-পাকিস্তানের লড়াই তো মাঝে মধ্যে বিশ্বকাপ জয়ের চেয়েও বড় হয়ে দাঁড়ায়। যে জিতবে প্রশংসিত হবে, কিন্তু হারলে রক্ষা নেই। কোটি মানুষের চক্ষুশূল হওয়া।কয়েক দিন আগেই তো আসিফ আলীর ক্যাচ ছেড়ে দেওয়া নিয়ে আর্শদ্বীপ সিংকে নিয়ে ভারতীয় সমর্থকরা যা করলো, রীতিমতো ভয়ানকই বটে।
তবে এসব ঘটনা একপাশে রেখে যদি মাঠের খেলোয়াড়দের দিকে দৃষ্টিপাত করা হয় যেন ভিন্ন এক চিত্র। বিরাট কোহলি-বাবর আজমদের মধ্যে দহরম মহরম সম্পর্ক তো অনেক আগে থেকেই মিডিয়ার সৌজন্য সবার জানা। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়কদের আইসিসি আয়োজিত ফটোসেশন ও সংবাদ সম্মেলনও অন্যরকম এক সম্প্রীতির বার্তাই দিল।
রোহিত শর্মা- বাবর আজমের একে অন্যকে প্রশংসায় ভাসালেন। বিশ্বকাপে অংশ নেওয়া ১৬ দেশের অধিনায়ককে নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাবর আজম রোহিত শর্মাকে নিয়ে বলেন, ‘রোহিত শর্মা আমার থেকে অনেক অভিজ্ঞ। আমি চাইবো যতটা সম্ভব তার অভিজ্ঞতা থেকে আরও বেশি কিছু শিখে নেওয়া যায়।’
ভারতীয় অধিনায়ক এ ব্যাপারে বলেন, ‘আমরা জানি ভারত-পাকিস্তান খেলাটা কত গুরুত্বপূর্ণ। তবে সারাক্ষণই এই নিয়ে কথা বলা নিজের উপর চাপ বাড়ানো ছাড়া অন্য কিছু নয়।’ রোহিত আরও যোগ করেন, ‘আমাদের (পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে) যখনই দেখা হয় চেষ্টা করি একে অপরের পরিবারের খোঁজ খবর নিতে। সাধারণত এসব নিয়েই কথা হয়।’
এবারের বিশ্বকাপ প্রস্তুতি অবশ্য দুই দলের ভিন্নরকম। পাকিস্তান নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ জিতে প্রস্তুতি শেষ করলেও ভারত ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার সাথে খেলা ম্যাচে হেরে যায়। দুই দলই এবারের বিশ্বকাপের গ্রুপ ‘বি’ এর সদস্য। নিজেদের প্রথম ম্যাচে আগামী ২৩ অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে।
মর্যাদার এই লড়াইয়ে জিতে উভয় দলই চাইবে নিজেদের বিশ্বকাপ শুভযাত্রা শুরু করতে। কে পাবে সেই শুভ সূচনা – উত্তর জানতে সময়ের অপেক্ষা করতেই হচ্ছে।