বিশ্বকাপের আগে সাকিব আল হাসান তো বটেই বাংলাদেশ ক্রিকেটের জন্য এর চেয়ে বেশি খুশির সংবাদ আর কিছুই হতে পারতো না। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে একদমই হতাশাগ্রস্থ একটা দলের উজ্জীবিত হওয়ার দরকার ছিল।
বিগত ২০২১ সাল থেকে সম্প্রতি শেষ হওয়া নিউজিল্যান্ড ত্রিদেশীয় সিরিজের আগ পর্যন্ত সাকিবের খেলা ২৫ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে মাত্র একটি অর্ধশতক থাকলেও ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে পর পর দুই ম্যাচে খেলেন ৭০ ও ৬৮ রানের ইনিংস। এরমধ্যে ৭০ রান আবার ২০০৬ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া সাকিবের দ্বিতীয় ব্যক্তিগত সর্বোচ্চ। সাকিবের ব্যাটে রান ফিরে আসার জন্য এরচেয়ে দারুণ সময় খুব সম্ভবত আর আসতো না।
চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশ মাঠে নামবে খুব শিঘ্রই। বছর ধরেই লাগামহীন বাজে পারফরম্যান্স ও এশিয়া কাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া বাংলাদেশ দল নিজেদের কম্বিনেশন ঠিক করতে ও বিশ্বকাপের প্রস্তুতি নিতে পাড়ি জমায় নিউজিল্যান্ডের মাটিতে। ত্রিদেশীয় সিরিজে সব ম্যাচ বাংলাদেশ হারলেও সাকিব আল হাসান ছিলেন স্বমহিমায় উজ্জ্বল।
ইনফর্ম সাকিব আল হাসান ৩ ম্যাচে ১৫০.৯৮ স্ট্রাইক রেটে করেছেন ১৫৪ রান। বিশ্বকাপের আগে শক্তিশালী দুই বোলিং লাইন আপের বিপক্ষে সাকিবের দারুন ব্যাটিং বিশ্বকাপে ভাল করতে তাকে প্রেরণা যোগাবে অবশ্যই। তবে তার আগেই সাকিব আল হাসানের জন্য সুখবর নিয়ে আসলো আইসিসি টি-টোয়েন্টি র্যাংকিং।
সর্বশেষ আপডেট হওয়া র্যাংকিংয়ে দেখা যায়, বাংলাদেশের অধিনায়ক আফগানিস্তানের মোহাম্মদ নবীকে পেছনে ফেলে শীর্ষস্থানে উঠে আসেন। নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের দুর্দান্ত পারফরম্যান্সের প্রভাবে সাকিব আল হাসান বর্তমানে ২৬৬ পয়েন্ট নিয়ে তালিকায় সবার উপরে অবস্থান করছেন। মোহাম্মদ নবী তার চেয়ে ২০ রেটিং পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছেন।
বিশ্বকাপের প্রথম ম্যাচে দারুণ পারফরম্যান্স করে নামিবিয়ার অলরাউন্ডার জেজে স্মিট অলরাউন্ডার তালিকায় সেরা পাঁচে প্রবেশ করেছে। ব্যাটিংয়ে মোহাম্মদ রিজওয়ান ও বোলিংয়ে জশ হ্যাজেলউড র্যাংকিংয়ে তাদের শীর্ষ অবস্থান ধরে রেখেছে।
বিশ্বকাপের মত আসরের ঠিক আগেই সাকিব আল হাসানের র্যাংকিংয়ে উন্নতি নিশ্চয়ই প্রেরণা যোগাবে ভাল পারফরম্যান্সের। বাংলাদেশ সমর্থকদেরও প্রত্যাশা সাকিব আল হাসানের নেতৃত্বে ঘুরে দাঁড়িয়ে বিশ্বকাপে দারুণ কিছুই করবে বাংলাদেশ ক্রিকেট দল। সাকিব মাঠে যখন দারুণ সময় কাটাচ্ছেন, তখন অন্তত ঘুরে দাঁড়ানোর আশা করাই যায়।