প্রতিপক্ষ নেদারল্যান্ডস হলেও সিরিয়াস বাংলাদেশ দল। সাফ জানিয়ে দিলেন অধিনায়ক সাকিব আল হাসান। টেস্ট খেলুড়ে দেশ নয় বলে যে স্বস্তির বাতাস বইছে সেটা নাকি মিডিয়ার সৃষ্টি, হোবার্টে বসে সংবাদ সম্মেলনে জানালেন টি-টোয়েন্টি র্যাংকিংয়ের এক নম্বর এই অলরাউন্ডার।
তিনি বলেন, ‘ ‘আমাদের দলের মধ্যে স্বস্তির কোনো ফিলিংস নেই। সেটা যদি শ্রীলঙ্কা আসত, সেটা যদি ওয়েস্ট ইন্ডিজ আসত—তাহলেও যে প্রস্তুতি নিতাম, অন্য যে দলের সঙ্গে খেলব একইরকম প্রস্তুতি থাকবে। আর যেটি বললেন স্বস্তি কি না সেটা মিডিয়ার সৃষ্টি।’
বিশ্বকাপের প্রথম ম্যাচে সোমবার সাকিব বাহিনীর প্রতিপক্ষ নেদারল্যান্ডস। সেখানে জয় দিয়েই শুরু করতে চাইবে বাংলাদেশ দল। সাকিব প্রতিপক্ষ নিয়ে মাথা না ঘামিয়ে নিজেদের পরিকল্পনামাফিক এগোতে চান।
তিনি বলেন, ‘দেখুন, বিশ্বকাপে পাঁচটা ম্যাচ আছে। এই পাঁচটা ম্যাচের প্রস্তুতি নিয়েই আমরা এখানে এসেছি। এখানে আমরা যার সঙ্গেই খেলি প্রস্তুতি একই রকম থাকবে, সেটাই থাকা উচিত। সেটি নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা ভারত, পাকিস্তান, কিংবা জিম্বাবুয়ে সঙ্গে একই রকম থাকবে, প্রস্তুতিতে কোনো পরিবর্তন আসবে না, চিন্তাতেও কোনো পরিবর্তন আসবে না।’
প্রতিপক্ষের প্রতি শ্রদ্ধাবোধের কোনো কমতি নেই সাকিবের। তিনি মনে করেন যোগ্য দল হিসেবেই সুপার টুয়েলভে খেলতে এসেছে নেদারল্যান্ডস। বললেন, ‘ওরা কিন্তু কোয়ালিফাই করেই এসেছে, যোগ্য দল হিসেবেই এসেছে। এই ধারণা হয়তো আপনারাই তৈরি করেছেন যে নেদারল্যান্ডস আসায় বাংলাদেশ স্বস্তি বোধ করছে। আমরা এভাবে কখনো চিন্তা করি না। পৃথিবীর কোনো দলই এভাবে চিন্তা করে না কে আসলে ভালো, কে আসলে খারাপ। সব দলই সময় চেষ্টা করে দলের ভালোর জন্য যা করার তা করতে।’
নিউজিল্যান্ডের মাটিতে সর্বশেষ ত্রিদেশীয় সিরিজে একটা ম্যাচও জিতেনি বাংলাদেশ। তবে, সেই প্রস্তুতি কাজে আসবে বাংলাদেশের, মনে করেন সাকিব। কারণ হোবার্ট আর নিউজিল্যান্ডের আবহাওয়া নাকি একই রকম।
সাকিব বলেন, ‘আমি মনে করি আমাদের প্রস্তুতি খুব ভালো হয়েছে। ছেলেরা সবাই সুস্থ আছে, খেলার জন্য মুখিয়ে আছে। নিউজিল্যান্ডের চারটি ম্যাচের অভিজ্ঞতা আমাদের খুব কাজে লাগবে, কারণ হোবার্টের আবহাওয়া নিউজিল্যান্ডের মতোই। ছেলেরা প্রস্তুত, আগামীকালের ম্যাচের নিয়ে সবাই রোমাঞ্চিত হয়ে আছে।’
তবে, বাংলাদেশের সব আয়োজন ভেস্তে যেতে পারে আবহাওয়ায়। কারণ, অস্ট্রেলিয়ার এখনকার আবহাওয়াটা ঠিক ক্রিকেট-সুলভ নয়। আবহাওয়া বিষয়ক ওয়েবসাইট ওয়েদারঅস্ট্রেলিয়াডটইনফো অনুযায়ী, ম্যাচের আগের রাত থেকেই আকাশ থাকবে মেঘলা। ম্যাচের দিন সকাল ১০ টা থেকে টানা বৃষ্টির সম্ভাবনা আছে রাত ১১টা পর্যন্ত।
আবহাওয়া বিষয়ক আরেক পরিচিত ওয়েবসাইট অ্যাকুওয়েদার বলছে, সোমবার বৃষ্টির শঙ্কা আছে শতকরা ৯০ ভাগের বেশি। ম্যাচ হওয়া নিয়েই তাই আছে শঙ্কা। ফলে,দু’দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হয়ে গেলে অবাক হওয়ার কিছু নেই।