বাংলাদেশ সফরে ভারতের ওয়ানডে দলে হঠাৎ করেই জায়গা পেয়েছেন উমরান মালিক। মূলত আরেক পেসার মোহাম্মদ শামির ইনজুরিই তাঁর জন্য জন্য জাতীয় দলের দরজাটা খুলে দিল আরেকবার। পেস বোলিংয়ের বিপক্ষে বাংলাদেশ বরাবরই ধুকে থাকে। এবার উমরান মালিকের আগমন আসছে ওয়ানডে সিরিজে ব্যাটারদের জন্য বিরাট এক পরীক্ষাই হতে পারে।
গেল টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরের সেমিফাইনাল থেকে বিদায় নেয় ভারত। এরপর দেশে ফিরে বাংলাদেশ সফরের প্রস্তুতি শুরু করেন শামি। সেখানে কাঁধে চোট পান ৩২ বছর বয়সী এই পেসার। এখন ব্যাঙ্গালুরুতে অবস্থিত ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে আছেন তিনি।
ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে শামির ইনজুরির খবর নিশ্চিত করেছে। আপাতত তাঁকে লম্বা এক পূনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। বিকল্প হিসেবে ঘোষণা করা হয়েছে উমরান মালিকের নাম, গতির জন্য যার ইদানিং বেশ নামডাক।
উমরান মালিককে বলা যায় যায় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রোডাকশন। বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের মাটিতে কাশ্মীরের এই পেসারের টি-টোয়েন্টি অভিষেক হয়। যদি, সেটা স্মরণীয় ছিল না।
এরপর ওয়ানডে অভিষেক হয়েছে গত মাসের নিউজিল্যান্ড সফরে। তিন ম্যাচে তিন উইকেট পেয়েছেন ২৩ বছর বয়সী এই পেসার। ওভারপ্রতি দিয়েছেন প্রায় সাড়ে ৬ রান। এবার তিনি আসছেন বাংলাদেশি ব্যাটারদের ভোগাতে।
জানিয়ে রাখা ভাল, ওয়ানডের মত টেস্ট সিরিজও খেলার সম্ভাবনা কম শামির। এ বিষয়ে অবশ্য এখনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি ভারতীয় বোর্ড। শামি ওই দুই ম্যাচও খেলতে না পারলে তার জায়গায় ডাক পেতে পারেন দুই পেসার নবদ্বীপ সাইনি বা মুকেশ কুমারের মধ্যে কেউ একজন। দুজনই বর্তমানে ভারতের ‘এ’ দলের হয়ে বাংলাদেশ সফরে রয়েছেন।
আপাতত নজর অবশ্য উমরানের দিকে। আইপিএলে অল্প কিছুদিনের মধ্যেই তিনি বেশ আলোড়ন তুলেছেন। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে তিনি ভুগিয়েছেন বিশ্বের সেরা সব ব্যাটারদের। এবার বাংলাদেশের বুকে তিনি কতটা ত্রাস সৃষ্টি করতে পারেন – সেটাই দেখার পালা।