ব্রাজিলিয়ান তরুণ ফুটবলার নিয়ে ইউরোপীয়ান ক্লাবদের আগ্রহ পুরোনো। ফুটবল প্রতিভার খনি ব্রাজিলের ক্লাব গুলোর যুব দলে খেলা ফুটবলাররা সবসময়ই থাকেন ইউরোপীয়ান ক্লাব গুলোর নজরে। সেই তালিকায় সবচেয়ে এগিয়ে থাকে রিয়াল মাদ্রিদই।
ভিনিসিয়াস জুনিয়র বা রদ্রিগোকে ১৮ বছর পূর্ণ হবার আগেই নিজেদের দলে নেওয়া চূড়ান্ত করেছিলো স্প্যানিশ জায়ান্টরা। এবার ব্রাজিলিয়ান লীগের সবচেয়ে বড় রত্ম বলা হচ্ছে যাকে সেই এন্ড্রিককে প্রায় ৬০ মিলিয়ন ইউরোতে চুক্তি করিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছে রিয়াল।
এন্ড্রিকের বয়স এখন ষোলো। ইউয়েফার নিয়ম অনুযায়ী ১৮ বছরের আগে কোনো ফুটবলার দলে আনতে পারবে না ক্লাব গুলো। তাই ২০২৪ সালে রিয়ালে যোগ দেবেন এই ব্রাজিলিয়ান সেনসেশন। মিলিয়ন ইউরোর চুক্তি ইতোমধ্যে শেষ করেছে রিয়াল মাদ্রিদ আর এন্ড্রিকের ক্লাব পালমেইরাস।
পালমেইরাস ক্লাব সভাপতি লেইলা পেরেইরা জানালেন, এন্ড্রিক ব্রাজিলিয়ান ফুটবল ইতিহাসেরই সবচেয়ে বড় সেল গুলোর মধ্যে একটি। ১৬ বছর বয়সেই সবার নজর কেড়েছেন তার অসাধারণ স্কিল এর জন্য। রিয়াল মাদ্রিদ স্কাউট টিমেরও তাই চোখ এড়ায়নি এন্ড্রিকের পারফরম্যান্স। বেনজেমা পরবর্তী রিয়াল মাদ্রিদের হাল ধরবেন এন্ড্রিক এমনটাই মনে করা হচ্ছে।
এই ব্রাজিলিয়ানের সাথে রিয়ালের চুক্তি ২০২৭ সাল পর্যন্ত। এরপর ৩ বছর রাখা হয়েছে অপশনাল হিসেবে। ব্রাজিলের সাবেক খেলোয়াড় জোসে ফেরেইরা নেতো অবশ্য ব্রাজিলের লীগ আর এন্ড্রিককে দেখা যাবে না বলে কিছুটা হতাশ, ‘এটা খুবই দু:খের যে আমরা ব্রাজিলে আর এন্ড্রিকের খেলা দেখতে পারব না কিছুদিন পর। এন্ড্রিক রোনালদো নাজারিও আর রোমারিওর চেয়েও ভালো করবে।’
রিয়াল মাদ্রিদের বর্তমান দুই তারকা ভিনিসিয়াস আর রদ্রিগোকেও যুব দল থেকেই তুলে এনেছিলো রিয়াল। ভিনিসিয়াস আর রদ্রিগো দুইজনই খেলেন উইং এ। কিন্তু এন্ড্রিক একজন সেন্ট্রাল ফরোয়ার্ড। বেঞ্জেমা পরবর্তী রিয়ালের আক্রমণ ভাগ তাই ব্রাজিলিয়ানরাই নেতৃত্ব দেবেন।
শারীরিক গড়নের জন্য ইতোমধ্যে অনেকেই এন্ড্রিককে তুলনা করছেন ব্রাজিল কিংবদন্তী রোমারিওর সাথে। বছর খানেক আগে এক সাক্ষাৎকারে এন্ড্রিক বলেছিলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই আমাকে রোমারিওর সাথে তুলনা করেন। তারা বলেন রোমারিও ডিবক্সের ভেতর খুব ভালো জায়গা করতে পারত এবং আমি সেটিই করার চেষ্টা করছি। এছাড়াও তার মত খুব বেশি লম্বা না হয়েও হেডে গোল করার দক্ষতা কিভাবে অর্জন করা যায় সেটিও শেখার চেষ্টা করছি আমি।’
ব্রাজিলিয়ান সাংবাদিক দিয়াগো লয়াতা এন্ড্রিকের সামর্থ্য নিয়ে বেশ আশাবাদী, ‘ও অনেকটাই রোমারিও আর রোনালদোর মত যতটা না ভিনিসিয়াসের মত। সে ছোটখাটো গড়নের,কিন্তু দ্রুত সিদ্ধান্ত নিতে পারে সে। সে ছোট ছোট জায়গা গুলো সে খুব সুন্দর ব্যবহার করতে পারে ডিবক্সে। বল জিতে নেবার জন্য তাঁর ষষ্ঠ ইন্দ্রিয়র দারুণ ব্যবহার করে সে। ‘শারীরিক গঠণে ছোট হলেও সে এটি পুষিয়ে নেয় তার মুভমেন্টের দুর্দান্ত গতি দিয়ে। শুধু শট নেবার সময় সময় না যখন সে ডিবক্সের মধ্যে জায়গা করে নেয় তখনো তার গতি দুর্দান্ত।’
একজন ১৬ বছর বয়সী কিশোরের ওপর বাজি ধরেছে রিয়াল মাদ্রিদ। এন্ড্রিকও রিয়ালে নিজের সেরাটা দেবার জন্য মুখিয়ে আছে। রিয়ালের আক্রমণ ভাগে তাই ভিনিসিয়াস, রদ্রিগো আর এন্ড্রিকই সামনের দিন গুলোতে রাজত্ব করবেন বলে বলাই যায়।