গত শুক্রবারই রেকর্ড গড়েছেন গ্রিন। প্রথমবারে আইপিএলের নিলামে নাম লিখিয়েই আইপিএল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন এই অজি অলরাউন্ডার। আইপিএল নিলামে এমন রেকর্ডের পাতায় নাম লেখানোর রেশ কাটতে না কাটতেই এবার টেস্টে প্রথম বারের মত পাঁচ উইকেট নিলেন গ্রিন।
প্রথমবারে আইপিএলের নিলামে নাম দিয়েছিলেন গ্রিন। প্রথমবারেই চমক দিলেন। সাড়ে ১৭ কোটি রূপিতে গ্রিনের সার্ভিস নিশ্চিত করেছে আইপিএলের সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স। প্রথমবার আইপিএলে খেলতে যাওয়া গ্রিন অবশ্য খুব একটা ভাবছেন না তার দাম নিয়ে, ‘আমি এখনও এমন কিছু করিনি যার জন্য আমাকে নিয়ে এত কাড়াকাড়ি হতে পারে। স্রেফ নিলামে নিজের নাম দিয়েছিলাম। যা হবার তার পরেই হয়েছে। নিলামে যা হয়েছে তাতে করে আমি ক্রিকেটার এবং মানুষ হিসেবে যা তাতে খুব একটা বদল আসবে না।’
নিলামে ওত দাম পাবার পর দ্রুতই নিজেকে সামলিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টের প্রস্তুতি নিতে হয়েছে গ্রিনের। অস্ট্রেলিয়ানদের জন্য সব সময়ই গুরুত্বপূর্ণ বক্সিং ডে টেস্ট। এবার সেই বক্সিং ডে টেস্টে ক্যারিয়ারে প্রথমবারের মত পাঁচ উইকেট পেলেন গ্রিন।
মূলত মারকুটে ব্যাটসম্যান হিসেবে খ্যাতি রয়েছে গ্রিনের। সাথে পেস বোলিংটাও মন্দ করতেন না তিনি। তবে লাল বলের ক্রিকেটে প্রথমবার পাঁচ উইকেট নিয়ে রীতিমতো চমকেই দিলেন তিনি। এর আগে ১৭ টেস্টে ২৮ ইনিংসে বল করে ১৮ উইকেট শিকার করেছিলেন গ্রিন।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে বোলিং এর সিদ্ধান্ত নেয় অজিরা। ক্যামেরন গ্রিনের বোলিং তোপে মাত্র ১৮৯ রানে অলআউট হয় দক্ষিন আফ্রিকা। স্টার্ক, কামিন্স, লায়নদের নিয়ে গড়া তারকায় ঠাসা বোলিং লাইন আপের সব আলো নিজের দিকে কেড়ে নিলেন গ্রিন। এর আগে ওয়ানডে ক্রিকেটে ৫ উইকেট পেলেও এবারই প্রথম লাল বলে পাঁচ উইকেটের দেখা পেলেন এই অজি।
ক্যারিয়ারের শুরু থেকেই বোঝা যাচ্ছিল সীমিত ওভারের ক্রিকেটে অস্ট্রেলিয়ার জন্য সম্পদ হতে যাচ্ছেন গ্রিন। ২৩ বছর বয়সী গ্রিন এবার নিজের প্রতিভার ঝলক দেখালেন লাল বলে। আইপিএল নিলামে রেকর্ড করার পর নির্লিপ্ত হলেও লাল বলে এমন অর্জনে নিশ্চই দারুণ উচ্ছ্বসিত গ্রিন।