বিশ্বজুড়ে ফ্রাঞ্চাইজি লিগ গুলো শুধু খেলোয়াড় তৈরির মঞ্চই নয়, তৈরি করেছে নতুন অধিনায়কও। আইপিএলের গত আসরে প্রথমবার অধিনায়কত্ব পেয়েই দলকে শিরোপা জেতানো হার্দিক পান্ডিয়া সদ্যই দীর্ঘ মেয়াদে অধিনায়কত্ব পেয়েছেন ভারত দলের।
কিন্তু বরাবরই এসব ক্ষেত্রে পিছিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এবারও অধিনায়কত্ব নিয়ে চমক আছে বিপিএলের বেশ কয়েকটি দলের। গত আসরে বিপিএলে দল না পাওয়া নাসিরের ঢাকার অধিনায়কত্ব পাওয়া কিংবা খুলনা দলে তামিম ইকবাল থাকার পরেও ইয়াসির আলীর অধিনায়ক হওয়াটা চমকই বলতে হবে।
এছাড়া বরিশাল আর কুমিল্লা আস্থা রেখেছে তাদের পুরোনো অধিনায়কের ওপর। বিপিএল শুরু আগে তাই চোখ বুলিয়ে নেয়া যাক। বিপিএলের এবারের আসরের অধিনায়কদের ওপর। দল গোছানো থেকে শুরু করে সব দিক থেকেই সবার চেয়ে এগিয়ে রংপুর রাইডার্স।
এবারের বিপিএলের একমাত্র দল রংপুর যারা নিজস্ব মাঠে অনুশীলন করছেন। অধিনায়ক ঘোষণার ক্ষেত্রেও কালক্ষেপণ করেনি তারা। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক নুরুল হাসান সোহানের হাতেই অধিনায়কত্বের ভার তুলে দিয়েছে রাইডার্সরা।
বাংলাদেশ জাতীয় দলকে ৩ ম্যাচে নেতৃত্ব দেয়া সোহান অবশ্য ঘড়োয়া লিগে নিয়মিতই অধিনায়কত্ব করছেন। এর আগে ২০২০ সালে বিপিএলের আদলে হওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে মিনিস্টার রাজশাহীকে নেতৃত্ব দিয়েছেন এই উইকেট রক্ষক ব্যাটার। ব্যাট আর গ্লাভস হাতে সময়টা মোটেও ভালো যাচ্ছে না সোহানের। অধিনায়কের বাড়তি দায়িত্ব নিয়ে সোহান কতটা ফর্মে ফিরতে পারেন সেটির ওপরই নির্ভর করছে রংপুরের পথচলা।
গতবারের রানারআপ ফরচুন বরিশাল এবারও ধরে রেখেছে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে। প্রত্যাশিত ভাবেই এবারও সাকিব নেতৃত্ব দেবেন বরিশালকে। গত আসরের টুর্নামেন্ট সেরা সাকিব অবশ্য বিপিএল শুরুর আগেই আলোচনায়।
বরাবরই আলোচনায় থাকতে পছন্দ করা সাকিব এবার কঠোর সমালোচনা করেছেন বিপিএল গভার্নিং কাউন্সিলের। মাঠের বাইরে আলোচনার জন্ম দিলে বরিশালের জার্সিতে অধিনায়ক এবং খেলোয়াড় হিসেবে গত আসরের পারফরম্যান্সই পুনরাবৃত্তি করতে চাইবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
ইমরুল কায়েসের নেতৃত্ব দেবার অভিজ্ঞতা নেই খুব একটা। কিন্তু ২০১৮ আসরে কুমিল্লাকে প্রথমবার নেতৃত্ব দিয়েই শিরোপা জেতান ইমরুল। এরপর গত আসরেও কুমিল্লা আস্থা রাখে ইমরুল কায়েসের ওপর। আস্থার প্রতিদান দিয়ে কুমিল্লাকে আবারো শিরোপা জেতান এই ওপেনার।
এবারও নিজেদের চতুর্থ বিপিএল শিরোপা জিততে তাই ইমরুল কায়েসের ওপরেই ভরসা রেখেছে কুমিল্লা। সদ্যই ভারতের বিপক্ষে বাংলাদেশকে সিরিজ জেতানো লিটন দাস কিংবা আফগানিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ নবিদের মত খেলোয়াড় দলে থাকলেও দুটি শিরোপা জেতানো ইমরুলকেই বেছে নিয়েছে ভিক্টোরিয়ান্সরা।
গত আসরের মত এ আসরেও অভিজ্ঞদের নিয়েই দল সাজিয়েছে সিলেট স্ট্রাইকার্স। বাংলাদেশের ইতিহাসের সফলতম অধিনায়ক মাশরাফি মোর্তজাকে দলে ভেরানোর পরপরই তাকে অধিনায়ক ঘোষণা করে সিলেট। ছয় বছর আগেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানানো মাশরাফি জাতীয় দলের বাইরে দুই বছর যাবত। দীর্ঘদিন খেলার বাইরে থাকলেও মাশরাফির নেতৃত্বগুণের ওপরই আস্থা রাখছে স্ট্রাইকার্স।
বিপিএলের এবারের আসরের অধিনায়কত্ব নিয়ে সবচেয়ে বড় চমকটি দিয়েছে খুলনা টাইগার্স। ড্রাফট থেকে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে দলে ভেড়ালেও নেতৃত্বভার তারা তুলে দিয়েছে তরুণ ব্যাটার ইয়াসির আলি রাব্বির ওপর।
বাংলাদেশ দলের হয়ে ১০ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা ইয়াসিরের অবশ্য ঘড়োয়া ক্রিকেটেও খুব বেশি নেতৃত্ব দেবার অভিজ্ঞতা নেই। কিন্তু বরাবরই বিপিএলে দারুণ খেলা ইয়াসির এবার নিশ্চই অধিনায়কত্বের দায়িত্ব পেয়ে প্রথমবারের মত খুলনাকে শিরোপা এনে দিতে চাইবেন।
সবার শেষে অধিনায়কের নাম ঘোষণা করেছে ঢাকা ডমিনেটর্স। গত আসরে বিপিএলে দলে না পাওয়া অলরাউন্ডার নাসির হোসেইনকে অধিনায়কের দায়িত্ব তুলে দিয়েছে ঢাকা। প্রায় পাঁচ বছর ধরে জাতীয় দলের বাইরে থাকা নাসির অবশ্য এর আগেও বিপিএলে নেতৃত্ব দিয়েছেন সিলেটকে। জাতীয় দল থেকে বাদ পড়ার পর থেকেই ফর্মহীনতায় ভুগতে থাকা নাসির অধিনায়কের দায়িত্ব পেয়ে ফর্মে ফিরতে পারেন কিনা সেটিই দেখার বিষয়।
অধিনায়কত্ব নিয়ে গত আসরে ব্যাপক নাটকের জন্ম দিয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জারর্স। প্রথমে মেহেদি হাসান মিরাজকে অধিনায়ক করলেও টুর্নামেন্টের মাঝ পথেই টিম ম্যানেজমেন্ট আর অধিনায়কের মধ্যে ঝামেলায় অধিনায়ক বদল করে চট্টগ্রাম।
এরপর নাঈম ইসলাম আর আফিফ হোসেন ধ্রুবও সে আসরে নেতৃত্ব দেন চট্টগ্রামকে। গতবার তরুণ মিরাজের ওপর আস্থা রাখলেও এবার অভিজ্ঞ শুভাগত হোমেকে অধিনায়ক করেছে চট্টগ্রাম। ঘড়োয়া লিগে নিয়মিত অধিনায়কত্ব করে থাকেন শুভাগত। গতবার অধিনায়ক ইস্যুতে ব্যাপক আলোচনার জন্ম দেয়া চট্টগ্রাম আর শুভাগতর রসায়ন কেমন হয় সেটিই এখন দেখার বিষয়।