জমকালো আয়োজনে পর্তুগীজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোকে দলে ভেরালেও এখনো আল নাসেরের জার্সিতে মাঠা নামা হয়নি রোনালদোর। তবে আল নাসেরের বিপক্ষে মাঠে নামার আগেই সৌদি আরবের ফুটবল অভিষেক হতে যাচ্ছে রোনালদোর।
সেটিও আবার লিওনেল মেসির প্যারিস সেইন্ট জার্মেইন এর বিপক্ষে ম্যাচে। আল নাসের ও আল হিলালের সম্মিলিত দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে সৌদি আরব যাবে মেসি, নেইমার, এমবাপ্পেদের পিএসজি। এ ম্যাচে তাই আবারো মুখোমুখি হতে যাচ্ছেন শতাব্দির সেরা দুই ফুটবলার।
গত মৌসুমের ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার সময় ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে এভারটনের বিপক্ষে হারের পর এক দর্শকের ফোন ভাঙার ঘটনায় দুই ম্যাচ নিষিদ্ধ হন রোনালদো। ফলে আল নাসেরের হয়ে দুটি লিগ ম্যাচ খেলতে পারছেন না তিনি।
আগামী ২২ জানুয়ারি সৌদি লিগে ইত্তিফাকের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আল নাসেরের জার্সিতে অভিষেক এর কথা ছিলো রোনালদোর। কিন্তু গতকালই আরব মালিকামাধীন ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইন এর পক্ষ থেকে জানানো হয়,সৌদি লিগের আল নাসের ও আল হিলালের সম্মিলিত একাদশের বিরুদ্ধে ম্যাচ খেলতে সৌদি আরব যাচ্ছে পিএসজি।
সৌদি আরবের রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে ম্যাচটি। এর আগে ১৭ জানুয়ারি সৌদিতে পৌঁছাবে মেসি,নেইমাররা।
গত প্রায় এক যুগের বেশি সময় ধরে মেসি-রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা দেখে আসছে ফুটবল বিশ্ব। ফুটবল ইতিহাসেরই অন্যতম সেরা ধরা হয় এই দুই ফুটবলারকে। লা লিগায় খেলার সময় প্রায়ই মুখোমুখি হতেন মেসি-রোনালদো। কিন্তু, রোনালদো ২০১৮ সালে রিয়াল ছাড়ার পর থেকে দুই তারকার মুখোমুখি লড়াই দেখার সুযোগ খুব একটা হয়না ফুটবল ভক্তদের।
রোনালদো ইউরোপীয় ফুটবলকে বিদায় বলে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দেবার পর সে লড়াই আর কখনোই দেখা যাবে না বলেই ধরে নেয়া হচ্ছিলো। তবে পিএসজি আর সৌদি আরবের যৌথ উদ্যোগে এবার আবারো মেসি-রোনালদো মহারণের দ্বারপ্রান্তে ফুটবল প্রেমীরা।