টেস্ট সেরার ফাইনালের দৌড়

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের ফাইনালের আগে সিরিজ বাকি মোটে তিনটি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ হেরে নিজেদের ফাইনালে ওঠার পথটা কঠিন করে তোলার পাশাপাশি বাকিদের সম্ভাবনাও জাগিয়ে তুলেছে দক্ষিণ আফ্রিকা।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরের ফাইনালের আগে সিরিজ বাকি মোটে তিনটি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ হেরে নিজেদের ফাইনালে ওঠার পথটা কঠিন করে তোলার পাশাপাশি বাকিদের সম্ভাবনাও জাগিয়ে তুলেছে দক্ষিণ আফ্রিকা। আসুন দেখে নেয়া এবারের টেস্ট চ্যাম্পিয়শিপের ফাইনালের দৌড়ে এগিয়ে আছে কারা।

  • অস্ট্রেলিয়া

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের পর ফাইনালে এক পা দিয়ে রেখেছে প্যাট কামিন্সের দল। ১৫ ম্যাচে ১০ জয়ে ৭৫.৫৬ হারে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে তাঁরা। ভারতের বিপক্ষে চার ম্যাচের অ্যাওয়ে সিরিজ দিয়ে শেষ হবে তাঁদের গ্রুপ পর্বের যাত্রা। 

একমাত্র ভারতের বিপক্ষে তাঁরা সবগুলো ম্যাচে হারলে এবং শ্রীলঙ্কা যদি কিউইদের মাটিতে ২-০ ব্যবধানে সিরিজ জিততে পারে তবেই কেবল ফাইনালের আগে বিদায় ঘন্টা বাজবে অজিদের। সেক্ষেত্রে অজিদের জয়ের হার কমে দাঁড়াবে ৫৯.৬৫ এবং লঙ্কানদের হবে ৬১.১১। তবে লঙ্কানরা ১-০ ব্যবধানে জিতলেও তখন ফাইনালে যাবে অজিরাই। 

অন্য দলের দিকে না তাকিয়ে থাকতে চাইলে ভারতের মাটিতে অজিদের প্রয়োজন মাত্র এক ম্যাচে পরাজয় এড়ানো। ভারতের বিপক্ষে ৩-০ ব্যবধানে হারলেও তাঁদের জয়ের হার হবে ৬১.৪০, ফলে লংকানদের চেয়ে শ্রেয়তর ব্যবধানে এগিয়ে থাকবে তাঁরা। তবে সব হিসেবনিকেশ পাল্টে যেতে পারে যদি অজিরা পেনাল্টি হজম করে। সেক্ষেত্রে তাঁদের পয়েন্ট কাটা যেতে পারে। 

  • ভারত

রোহিত শর্মার দলের জন্য হিসেবটা সোজা। ঘরের মাঠে অজিদের ৩-১ কিংবা শ্রেয়তর ব্যবধানে হারাতে পারলেই কোনো সমীকরণ ছাড়াই টানা দ্বিতীয়বারের মত ফাইনাল খেলবে তাঁরা। বাংলাদেশের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জিতে ৫৮.৯৩ জয়ের হার নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে আছে তাঁরা।  

তবে অজিদের বিপক্ষে ৩-১ কিংবা তাঁর চাইতে ভাল ব্যবধানে সিরিজ জিততে না পারলে ভারতের জন্য অশনি সংকেত। যদি সিরিজ ২-২ সমতায় শেষ হয় এবং শ্রীলংকা ২-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় তবে সেরা দুয়ের বাইরে থেকেই শেষ করবে ভারত। এছাড়া তখন ফাইনালের দৌড়ে এগিয়ে যাবে দক্ষিণ আফ্রিকাও। 

  • দক্ষিণ আফ্রিকা

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগে পয়েন্ট তালিকার শীর্ষে ছিল দক্ষিণ আফ্রিকা। সবাই ধরেই নিয়েছিল এবারের ফাইনাল খেলতে যাচ্ছেন রাবাদা-এলগাররা। কিন্তু অজিদের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ হারে বদলে গেছে পুরো চিত্রনাট্য। 

তবে সিরিজ হারলেও সিডনিতে শেষ ম্যাচের ড্র-ই বাঁচিয়ে রেখেছে প্রোটিয়াদের ফাইনালে যাবার আশা। বর্তমানে ৪৮.৭২ জয়ের হার নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে আছে তাঁরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জিতলে যা উন্নিত হবে ৫৫.৫৬ হারে। 

দক্ষিণ আফ্রিকাকে তাই প্রথমে ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ জিততে হবে। এরপর তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকে। শ্রীলংকাকে সিরিজ হার কিংবা ড্র করতে হবে নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ভারতকে ২১ পয়েন্টের বেশি তুলতে দেয়া যাবে না অজিদের বিপক্ষে।

  • শ্রীলঙ্কা

এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের সবচেয়ে বড় চমকের নাম শ্রীলঙ্কা। বর্তমানে ৫৩.৩৩ জয়ের হার নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে আছে লঙ্কানরা। কিউইদের বিপক্ষে অ্যাওয়ে সিরিজে ২-০ ব্যবধানে সিরিজ জিতলে তাঁদের জয়ের হার দাঁড়াবে ৬১.১১।

সেক্ষেত্রে তাঁদের তাকিয়ে থাকতে হবে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের দিকে। হয় ভারতকে সিরিজ জিততে হবে ৪-০ ব্যবধানে অন্যথায় ড্র কিংবা সিরিজের ফলাফল অস্ট্রেলিয়ার পক্ষে আসলেই ফাইনাল খেলবে করুণারত্নের দল।

শ্রীলঙ্কা যদি নিউজিল্যান্ডের বিপক্ষে ১-১ সমতায় শেষ করে সেক্ষেত্রে ভারতকে সিরিজ হারতে হবে ৩-১ কিংবা ১-০ ব্যবধানে এবং প্রার্থনা করতে হবে প্রোটিয়ারা যেন মোটেই ১৬ পয়েন্টের বেশি না পায়।

  • বাকি দলগুলো

টেসট চ্যাম্পিয়নশিপের বাকি দলগুলোর মাঝে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, বাংলাদেশ ইতোমধ্যেই ছিটকে গেছে ফাইনালের দৌড় থেকে। নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ তাঁদের বাকি থাকা দুটো ম্যাচ জিতলেও ফাইনালের উঠতে পারবে না। 

তবে বেন স্টোকস এবং ব্রেন্ডন ম্যাককুলাম জুটতে বদলে যাওয়া ইংল্যান্ডের সামনে কাগজে কলমে সুযোগ আছে ফাইনালে ওঠার। তবে পুরোটাই নির্ভর করছে ভাগ্যের উপর। যদি ভারত এবং শ্রীলংকা তাঁদের সবগুলো ম্যাচ হারে এবং দক্ষিণ আফ্রিকা যদি কোনো ম্যাচেই জিততে না পারে – সেক্ষেত্রেই কেবল ফাইনালের দরজা খুলবে ইংলিশদের জন্য। 

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...