রোনালদোকে সাত নম্বর জার্সি দিতে অস্বীকৃতি?

সাত নম্বর জার্সির কদর ছিল আগেই। তবে জার্সিটাকে একটা ব্রান্ড হিসেবে দাড় করানোর সবচেয়ে বড় কৃতিত্ব ক্রিশ্চিয়ানো রোনালদোর। নিজের নামের অদ্যাক্ষরের সাথে জার্সি নাম্বর জুড়ে দিয়ে ‘সিআরসেভেন’ নামটিকে একটি আইকনিক জায়গায় নিয়ে গেছেন এই পর্তুগীজ মহাতারকা।

ইউরোপে নিজের ক্যারিয়ারের ইতি টেনে সৌদি আরবের আল নাসেরে পাড়ি জমানোর পর নিশ্চিতই ছিল নতুন ক্লাবেও সাত নম্বর জার্সিই গায়ে জড়াতে যাচ্ছেন তিনি।

তবে রোনালদো কোথাও যাবেন আর গুঞ্জন সেখানে ডালপালা মেলবে না তা তো হতে পারে না। রোনালদোকে সাত নম্বর জার্সি ছেড়ে দিতে অস্বীকৃতি জানিয়েছেন রোনালদো দলে যোগ দেবার আগে আল নাসেরের সাত নম্বর জার্সির অধিকারী জালোইদ্দিন মাশারিপোভ। আর সে কারণে তার সাথে চুক্তি বাতিল করেছে আল নাসের কর্তৃপক্ষ। এমন কথাই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

ক্যারিয়ারের শুরু থেকেই সাত নম্বর জার্সি পড়ে এসেছেন রোনালদো। জাতীয় দল পর্তুগালে তো বটেই, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ,জুভেন্টাস – রোনালদো তাঁর ক্যারিয়ারে খেলা সব ক্লাবেই গায়ে জড়িয়েছেন সে ক্লাবের সাত নম্বর জার্সি।

তবে আল নাসেরে রোনালদো যোগ দেবার পরেই সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক ব্যক্তি আল নাসেরের উজবেকিস্তানের খেলোয়াড় জালোইদ্দিন মাশারিপোভের ছবি দিয়ে টুইট করেন, এই লোকটি রোনালদোকে সাত নম্বর জার্সি দিতে অস্বীকৃতি জানানোয় ক্লাব তাকে বরখাস্ত করেছে।

যদিও এমন গুঞ্জন পুরোপুরি ভিত্তিহীন বলেই জানিয়েছে আল নাসের কর্তৃপক্ষ। রোনালদো আল নাসেরে যোগ দেবার আগেই মাশারিপোভ সাত নম্বর জার্সি ছেড়ে ৭৭ নম্বর জার্সি গ্রহণ করেছেন বলেও জানানো হয় ক্লাবের পক্ষ থেকে। রোনালদো আল নাসেরে যোগ দেবার আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই তাঁর জন্য নিজের সাত নম্বর জার্সি ছেড়ে দেন মাশারিপোভ।

এমনকি নিজের ইন্সটাগ্রাম একাউন্টে আল নাসেরের অনুশীলন চলাকালীন রোনালদোর সাথে ছবিও শেয়ার করেছেন তিনি। যেখানে স্পষ্টই দেখা যাচ্ছে দুজনের জার্সি নম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link