সিলেট ঘুরে আবারও হোম অব ক্রিকেটে বাংলাদেশ প্রিমিয়ার লিগের নবম আসর। রাউন্ড রবিন লিগের একেবারে শেষের দিকের ম্যাচগুলোই বাকি কেবল। তেমনই এক ম্যাচে মুখোমুখি হয়েছিল খুলনা টাইগার্স ও ফরচুন বরিশাল। সরল সমীকরণের ম্যাচে সাকিবের বরিশালের কাছে খুলনা হেরেছে ৩৭। এই পরাজয় খুলনাকে ছিটকে দিল এবারের আসর থেকে।
টূর্নামেন্ট প্রায় শেষের দিকে। এই সময়ে নানান রকমের সমীকরণে জর্জরিত থাকার কথা গুলো দলগুলোর। তবে খুলনা টাইগার্সের সমীকরণ বেশ সরল। জয় এবং জয়। এমন এক গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নামে ফরচুন বরিশাল। টস জিতে তাদেরকে ব্যাটিংয়ের আমন্ত্রণ দেন খুলনার অধিনায়ক শাই হোপ।
বরিশালের কোন সমীকরণ নেই। বাকি থাকা ম্যাচগুলো হেরে গেলেও প্লে-অফ খেলা নিশ্চিত দলটির। তাইতো এদিন ওপেনিংয়ে রদবদল। এনামুল হক বিজয়ের সাথে এদিন ওপেনিংয়ে ফজলে মাহমুদ। দুইজনের জুটিতে প্রথমে রান আসতে শুরু করে। কিন্তু দলীয় ৩২ রানে বিদায় নেন বিজয়। অন্যদিকে ফজলে মাহমুদ ৩৯টি রান যোগ করেন দলের পক্ষে।
ব্যাট হাতে বরিশালের প্রায় প্রতিটা ব্যাটারই কিছু না কিছু রান পেয়েছেন। তবে গোটা বিপিএল জুড়েই দারুণ সময় কাঁটানো ইফতেখার আহমেদ খেলে ফেলেন আরও একটি ঝোড়ো ইনিংস। সেই ইনিংসের বদৌলতেই প্রায় ২০০ ছুঁই ছুঁই সংগ্রহ পায় টেবিলের দ্বিতীয় স্থানে থাকা বরিশাল। বিশাল এই টার্গেট খুলনা টাইগার্সের জন্যে রীতিমত এক সুবিশাল পাহাড়।
সেই পাহাড় পেরিয়ে যাওয়ার রাস্তাটা আরও খানিকটা কঠিন করে তোলেন আফগান বোলার করিম জানাত। তবে খুলনার ইনিংসে প্রথম আঘাতটা করেন মোহাম্মদ ওয়াসিম। এরপর খালেদ আহমেদ ও সাকিব আল হাসান ঘুরে শুরু হয় করিম জানাতের আক্রমণ। ততক্ষণে তরতর করে বেড়ে যেতে থাকে খুলনার আস্কিং রানরেট। সেটার সাথে পাল্লা দেওয়ার চেষ্টা করেন ইয়াসির আলী রাব্বি।
৩৮ বলে ৬০ রানের দুর্দান্ত এক ইনিংস উপহার দেন ইয়াসির। যদিও সেটা খুব একটা কাজে আসেনি খুলনার। ইয়াসিরের উইকেটটা নিজের করে নেন জানাত। এরপর বরিশাল শুধু অপেক্ষা করেছে আরও একটি জয় তুলে নেওয়ার। শাই হোপের ব্যাট থেকে এসেছিল ৩৭ রান। এছাড়া খুলনা টাইগার্সের হয়ে বলার মত প্রতিরোধ গড়তে পারেননি কোন ব্যাটার।
শেষ অবধি চার ওভারে ২৯ রান দিয়ে চার উইকেট পান করিম জানাত। শেষ ওভারের শেষ বলে লেগ বিফোরের আবেদনের রিভিউ নিলে পঞ্চম উইকেটটি মিস হয়ে যায় জানাতের। ইফতেখার ও জানাতে দুরন্ত পারফরমেন্সের উপর ভর করে বরিশাল নিজেদের সপ্তম জয় তুলে নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানটা করেছে আরও বেশি মজবুত।