প্যারিস সেইন্ট জার্মেইনে (পিএসজি) এতদিন মূল আলোচনাটা ছিল নেইমারকে ঘিরে। সামনের মৌসুমে নেইমারকে পিএসজি ছেড়ে দিচ্ছে সেটি মোটামুটি নিশ্চিত। অন্যদিকে, মেসির সাথে চুক্তি নবায়নেরও খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল পিএসজি। দুই পক্ষ মৌখিক সম্মতিতেও পৌঁছে গিয়েছিল। তবে হঠাতই যেন হাওয়া অন্যদিকে বইতে শুরু করেছে।
ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, আপাতত অনিশ্চিত মেসির সাথে পিএসজির চুক্তি। মেসির সাথে পিএসজির চুক্তি নবায়নের অনিশ্চয়তায় বার্সা সমর্থকদের মনে আশার ফুল ফুটেছিল।
কিন্তু, সেই আশায় পানি ঢেলে দিয়েছেন মেসির বাবা হোর্হে মেসি। মেসির বাবা জানান, মেসির বার্সায় ফেরার কোনো সম্ভাবনাই নেই। তাহলে মেসি যদি পিএসজি ছেড়ে দেন তাহলে তাঁর নতুন গন্তব্য কি হতে যাচ্ছে?
২০২১ সালে পিএসজিতে যোগ দেবার পর নতুন ক্লাবে মানিয়ে নিতে কিছুটা সময় নিয়েছেন মেসি। প্রথম মৌসুমটা খুব একটা ভালো না গেলেও চলতি মৌসুমে পিএসজির হয়ে দারুণ ফর্মে আছেন মেসি। তাই মেসির সাথে পিএসজির চুক্তি নবায়ন অনেকটাই সময়ের ব্যাপার বলে মনে হচ্ছিল।
ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে মেসির বাবা হোর্হে মেসি প্যারিসে গিয়েছিলেন। সেখানে মেসির সাথে পিএসজির চুক্তি নিয়ে বৈঠকে বসেছিলেন তিনি। কিন্তু ব্যর্থ হয়েছে সেই আলোচনা। অনেকগুলো বিষয়ে একমত হতে পারেনি দুই পক্ষ।
এমন খবরের পর মেসির বার্সেলোনাতে ফেরার গুঞ্জন আকাশে ভেসে বেড়ালেও সেটি নাকচ করে দিয়েছেন মেসির বাবা, ‘আমার মনে হয় না মেসি আবার বার্সেলোনায় খেলবে। আমরা লাপোর্তার সাথে কথা বলিনি। ওইদিক থেকে তেমন কোনো প্রস্তাবও নেই।’
বার্সেলোনার অর্থনৈতিক দিক আর লাপোর্তার সাথে মেসির সম্পর্ক মিলিয়ে তাই আপাতত মেসির স্পেনে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে।
পিএসজির সাথে চুক্তি নবায়ন না হওয়া কিংবা বার্সায় ফেরার সম্ভাবনা নাকচ হবার পর এখন আলোচনায় মেসির নতুন গন্তব্য। ক্রিশ্চিয়ানো রোনালদো আল নাসেরে যোগ দেবার পর সৌদি আরবের লিগের শীর্ষ দল আল হিলালও চেষ্টা চালাচ্ছে মেসিকে দলে ভেরানোর।
রেকর্ড ৩০ কোটি ডলারের প্রস্তাবও দিয়ে রেখেছে আল হিলাল। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মিয়ামি অনেকদিন ধরেই আগ্রহী মেসির প্রতি। নতুন করে ইন্টার মিয়ামি আবার আলোচনায় আছে বেশ কিছুদিন ধরে।