আমিরকে বকে দিয়েছেন আফ্রিদি

কিন্তু মাঠের খেলার চেয়ে বেশ কিছুদিন ধরে মাঠের বাইরের ইস্যুতেই বেশি আলোচনায় মোহাম্মদ আমির। পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে নিয়ে করা মন্তব্যে রীতিমত সমালোচিত এই পেসার।

রমিজ রাজাকে সরিয়ে নাজাম শেঠি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দায়িত্ব নেবার পরই নতুন করে আলোচনায় মোহাম্মদ আমির। পাকিস্তানের ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে অনুশীলন সুযোগ সহ নাজাম শেঠি আমিরের জাতীয় দলে ফেরার সুযোগ নিয়েও কথা বলেছেন গণমাধ্যমে।

কিন্তু মাঠের খেলার চেয়ে বেশ কিছুদিন ধরে মাঠের বাইরের ইশ্যুতেই বেশি আলোচনায় মোহাম্মদ আমির। পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে নিয়ে করা মন্তব্যে রীতিমত সমালোচিত এই পেসার।

চলছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। সেই পিএসএল চলাকালীনই আমির মন্তব্য করে বসেন, বাবর আজমকে বোলিং করা আর টেলেন্ডারকে বোলিং করা তাঁর জন্য একই। এমন মন্তব্য নিয়ে আলোচনার ঝড় উঠেছে পাকিস্তানের ক্রিকেট পাড়ায়। পাকিস্তান পেসার শাহিন শাহ আফ্রিদিও বিস্মিত আমিরের এমন মন্তব্যে।

মাঠেও সময়টা বেশি ভালো যাচ্ছে না আমিরের। বাবর আজমের দল পেশোয়ার জালমির বিপক্ষে ম্যাচেও খুব বেশি ছন্দে ছিলেন না। আমিরের আচরণেই অবশ্য বোঝা যাচ্ছিল খারাপ সময় যাচ্ছে তাঁর। যদিও প্রতিপক্ষের খেলোয়াড়দের স্লেজিং করতে দেখা যায় আমিরকে। এমনি হতাশায় বাবর আজমের দিকে বলও ছুঁড়ে মারেন আমির।

পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি অবশ্য একটা ব্যাখ্যা খুঁজে পেয়েছেন আমিরের এমন হতাশার। পাকিস্তানের এক টিভি শো তে আফ্রিদি মুখ খুলেন এই প্রসঙ্গে।

তিনি বলেন, ‘যখন কোনো খেলোয়াড় পারফর্ম করে না আমি তাকে মেসেজ দেই বা কল করি। ঠিক একই ভাবে আমি আমিরকে মেসেজ পাঠিয়েছি। আমি তাকে কিছু বকাও দিয়েছি। তাকে বললাম, কি চাও তুমি? তোমাকে সবাই খুব সম্মান করে। তোমার সম্মানে কিছুটা ভাটা পড়লেও তুমি সেখান থেকে ফিরে এসেছ। তুমি এখন নতুন জীবন শুরু করেছ। তাহলে তুমি কি করতে চাচ্ছো আসলে?’

আফ্রিদি আমিরকে আরো বলেন, ‘এটা কি খেলার কোনো ধরণ হতে পারে? তোমার আশে পাশে জুনিয়র খেলোয়াড়রা থাকে আর তুমি খারাপ শব্দ ব্যবহার করছ। তোমার ভক্তরা এসব দেখে কষ্ট পাচ্ছে। পরিবার, শিশুরা তোমাকে টেলিভিশনে দেখছে। আগ্রাসন ভালো, কিন্তু সেটা তুমি নিয়ন্ত্রণে রাখো।’

বাবর আজমকে নিয়ে করা বিতর্কিত মন্তব্য নিয়েও আমিরের সাথে কথা বলেন আফ্রিদি, ‘তুমি যদি পাকিস্তানের হয়ে খেলতে চাও তাহলে তোমাকে বাবরের পাশেই খেলতে হবে। তুমি কি তখন তাঁর চোখের দিকে তাকাতে পারবে? তাঁর অধিনায়কত্বে খেলতে পারবে? তোমার পারফরম্যান্সে মনোযোগ দাও। আগ্রাসনকে নিয়ন্ত্রণে রাখো এবং শান্তিতে থাকো।’

আমিরকে কড়া ভাষায় বকা দেবার পরেও আমির তাঁর কথা বুঝতে পেরেছে বলে জানান আফ্রিদি। আফ্রিদির কাছে তাঁর ব্যবহারের জন্য মাফ চেয়েছেন আমির। আফ্রিদি বলেন, ‘সে আমাকে সরি বলেছে এবং এই জিনিসটা লক্ষ্য করার জন্য ধন্যবাদ জানিয়েছে।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...