ইউরোপীয় ফুটবলের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার তিনি নিঃসন্দেহে। ইউরোপ শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়নস লিগে সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও ক্রিশ্চিয়ানো রোনালদো। এমন এক ফুটবলার যখন এশিয়ার কোনো ক্লাবে খেলতে আসেন তখন সেই ক্লাবের খোলনলচে পাল্টে যাবে সেটাই অতি স্বাভাবিক।
আল নাসের ক্লাব এবং সেই শহরের জন্য রোনালদোই এখন সবচেয়ে বড় ব্র্যান্ডিং। তবে শুধু মাঠের ফুটবল নয় আল নাসের ক্লাবের অনুশীলন থেকে শুরু করে খাদ্যাভাসেও প্রভাব রাখছেন এই পর্তুগীজ মহাতারকা।
আল নাসেরে যোগ দেবার পর প্রথমে সময়টা বেশি ভালো যাচ্ছিল না রোনালদোর। মাঠের খেলায় মানিয়ে নিতে কিছুটা সময় নিচ্ছিলেন। সেই সাথে মাঠে শুনতে হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি নামের স্লোগানও।
তবে, ধীরে ধীরে নতুন ক্লাবে নিজেকে মানিয়ে নিয়েছেন সিআর সেভেন। কিছুদিন আগেই এক লিগ ম্যাচেই করেছেন চার গোল। সর্বশেষ ম্যাচে দুই গোলে সহায়তা করে দলকে জিতিয়েছেন।
বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকাকে ক্লাবে কাছে পেয়ে উচ্ছ্বসিত আল নাসেরের অন্যান্য ফুটবলাররাও। রোনালদো ক্লাবে আসার পর অনুশীলনের মাত্রা বাড়িয়ে দিয়েছেন তারা।
রোনালদোর কাছ থেকে পাচ্ছেন অনেক দরকারী পরামর্শও। এমনকি কখন কি খেতে হবে,কি পরিমাণ খেতে হবে, কি কি খাওয়া যাবে না এসব বিষয়েও রোনালদোর পরামর্শ যোগ্য ছাত্রের মত শুনছেন আল নাসের ফুটবলাররা।
আল নাসের ক্লাবের পুষ্টিবিফ জোসে বিলিসা এ ব্যাপারে বলেন, ‘রোনালদো আমাকে অনেক সহায়তা করছেন। কারণ তাকে তো কিছু শেখানোর নেই বরং তার আশপাশ ঘিরে একটা স্কুল গড়ে উঠেছে। তিনি যা করেন, ক্লাবের অন্য খেলোয়াড়রাও সেটা করার চেষ্টা করেন। কারণ তাতে খেলোয়াড়দের পারফরম্যান্স বাড়ছে।’
বিলিসা বলেন, ‘রোনালদো আসার পর থেকে খেলোয়াড়রা আরও বেশি উৎসাহ নিয়ে অনুশীলন করেন। শারীরিকভাবে একটা দলকে এভাবে ৯০ শতাংশ বদলে যেতে আমি আগে দেখিনি। খেলোয়াড়দের এখন শরীরে চর্বি কম, মাসেল বেশি।তাঁর সঙ্গে প্রতিটি আলাপই শিক্ষনীয়। আমরা তাঁর সঙ্গে ডায়েট নিয়ে, এর গুরুত্ব নিয়ে কথা বলেছি। এটা সামগ্রীক পারফরম্যান্সে প্রভাব রেখেছে।’
রোনালদো ক্লাবে আসার পর ক্লাবের অনেক জিনিসই সহজ হয়ে গেছে বলে মনে করেন ক্লাব সংশ্লিষ্ট অনেকেই। কোচ এরিক গার্সিয়ার কাজ অনেকটাই সহজ করে দিয়েছেন রোনালদো এমনটাই মনে করেন বিলিসা।
বিলিসা আরো জানান, রোনালদোর মত এতটা প্রফেশনাল খেলোয়াড় তিনি আগে দেখেননি। এত বড় তারকা হবার পরেও সবার আগে অনুশীলনে এসে সবার পর পরে অনুশীলন ত্যাগ করেন তিনি। রোনালদোর এমন গুণে রীতিমত মুগ্ধ বিলিসা সহ আল নাসের সংশ্লিষ্ট সবাই।