ব্রাজিলের সংকট: কেমন কোচ চাই?

রিচার্লিসন আর নেইমার জুনিয়র। এই দুটো জায়গায় খামতি থাকছে। রডরিগো ভালো, কিন্তু আরও লোড নিতে হবে। মাঝমাঠে একজন ক্রিয়েটিভ খেলোয়াড় থাকলে রডরিগো আরও ভালো খেলবে। লুকাস পাকেতা যথেষ্ট নন।

আর অ্যান্টনিকে যত দেখি তত অবাক হই, ফার্স্ট ডজটা দুর্দান্ত ভালো, পেনাল্টি বক্সে পৌঁছে যাবার রেটও ভালো, কিন্তু তারপর? সে ভাবতে ভাবতে বছর পার! ভিত্তর রক এবং রনি দুজনেই ভবিষ্যতের জন্য ভালো। তবে ইউরোপে খেললে, ট্র্যাকিং ব্যাক বা বিল্ড আপ প্লেতে অংশগ্রহণ আরও বাড়বে।

অন্যদিকে, কাসিমেরো কদ্দিন খেলবেন কে জানে। তবে, ব্রাজিল যে লোকটাকে মিস করছে সেটা হল রেনেতো অগাস্টো। যে আট এবং দশ এই দুই জায়গায় একই সঙ্গে খেলতে পারতেন। নেইমার হয়তো ফিট করবেন, কিন্তু ডিফেন্সিভ রেকর্ড খুব ভালো নয়। পাকেতা সাপোর্টিং রোলে ঠিক আছেন, কিন্তু লিডিং ক্রিয়েটিভ মিডফিল্ডার হিসেবে নয়।

ডানদিকে যখন সত্যিই এমার্সন রয়ালের থেকে কাউকে ভালো পাওয়া যাচ্ছে না, মিলিতাওকে পাকাপাকি ডানদিকে নিয়ে এসে ভাবা উচিত, ইবানেজের খেলাটা আমার ভালো লেগেছে। ব্রেমার ইবানেজ নিয়মিত খেললে অনেকটা দাঁড়িয়ে যাবে। মার্কুইনহোসের আজকাল ফোকাস একটু নড়ে গেছে মনে হচ্ছে।

মার্টিনেলি বা ব্রুনোকে কেন কোচ নিলেন না, তার উত্তর একটাই হতে পারে যে উনি অনূর্ধ্ব-২০ নিয়ে এতই ব্যস্ত ছিলেন যেন লিগ দেখার সময় ছিল না। তা বেশ। তবে হাতে বেশি সময় নেই, জুনের শেষ, তারপর কার্লো অ্যানচেলত্তিকে ধরে চার বছরের জন্য দায়িত্ব দিলে মন্দ হয় না।

ব্রাজিলের একজন প্র্যাগম্যাটিক কোচ দরকার, যাঁর ম্যাচ রিডিং বেশ ভালো এবং চাপের মুখে সিদ্ধান্ত নিতে পারবেন সেই নমনীয়তা আছে। জিদান হলে তো বেশ হত, কিন্তু বর্তমানে অ্যানসেলত্তি ছাড়া কাউকে দেখতে তো পাচ্ছি না। না মৌরিনহোকেও না।

আর মরক্কো লড়াই তো সেই আগের মতোই রেখেছে, সবাই ফিট। সমস্যা হচ্ছে বোনোকে নিয়ে। ভুসভাস বেরিয়ে পড়ছেন পাড়া বেড়াতে! কী হয়েছে কে জানে! রেগরাগুই বোনোকে একটু সাদা দই খাওয়ালে পারেন। মাথা ঠাণ্ডা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link