ফেভারিটের মতই শুরু রাজস্থানের

প্রথম আসরের পর আর কখনোউ শিরোপা জিততে পারেনি রাজস্থান রয়েলস। তবে এবার টুর্নামেন্টের আগেই কাগজে কলমে হট ফেভারিট রয়েলসরা। মাঠের ক্রিকেটটাও তারা শুরু করলো দারুণ ভাবে।

প্রথমে ব্যাট করতে নেমে টপ অর্ডারের বিধ্বংসী ব্যাটিংয়ে আসরের প্রথম দুইশো পেরোনো স্কোর পায় রাজস্থান। এরপর ট্রেন্ট বোল্টের পেসে প্রথমেই জয় অনেকটা নিশ্চিত করে ফেলে রয়েলস। বোল্ট-চাহালদের সামনে সানরাইজার্স ব্যাটারদের অসহায়ত্বের ফলে ৭২ রানের বিশাল ব্যবধানে জিতে টুর্নামেন্ট শুরু করলো রাজস্থান।

টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উড়ন্ত সূচনা পায় রাজস্থান। জস বাটলার আর ইয়াশাসভি জয়সোয়াল শুরু থেকেই চড়াও হন হায়দ্রাবাদের বোলারদের ওপর। গত আসরে অতিমানবীয় ফর্মে থাকা জস বাটলার এই আসরে যেন টেনে নিয়ে আসলেন গত আসরের ফর্ম। খুনে মেজাজে ইনিংস শুরু করা রাজস্থানের দুই ওপেনার পাওয়ার প্লে শেষ হবার আগেই স্কোরবোর্ডে তুলে ফেলেন ৮৫ রান।

ষষ্ঠ ওভারে আফগান পেসার ফারুকীর বলে বোল্ড হবার আগে বাটলার খেলেন ২২ বলে ৫৪ রানের বিধ্বংসী এক ইনিংস। বাটলারের ইনিংসে ছিলো তিনটি ছক্কা ও সাতটি চারের মার। এরপর অধিনায়ক সানজু স্যামসনকে নিয়ে আবারো বড় পার্টনারশিপ গড়েন জয়সোয়াল। দলীয় ১৩৯ রানে ফারুকীর দ্বিতীয় শিকারে পরিণত হবার আগে ৩৭ বলে ৫৪ রান করেন এই বাঁহাতি ব্যাটার।

আরেক প্রান্তে রাজস্থানকে বিশাল স্কোরের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন স্যামসনও। চারটি ছক্কা ও তিনটি চারে ৩২ বলে ৫৫ রান করেন রাজস্থান অধিনায়ক। শেষদিকে শিমরন হেটমায়ারের ১৬ বলে ২২ রানের ওপর ভর করে এই টুর্নামেন্টের প্রথম দল হিসেবে দুইশো পেরোয় রাজস্থানের। পাঁচ উইকেটে ২০৩ রানে ইনিংস শেষ করে প্রথম আসরের চ্যাম্পিয়নরা।

২০৪ রানের বিশাল স্কোর তাড়া করতে নেমে প্রথম ওভারের আদতে ভেঙে যায় সানরাইজার্সের ইনিংসের মেরুদণ্ড। কিউই পেসার ট্রেন্ট বোল্টের করা প্রথম ওভারেই শূন্য রান করে ফিরে যান অভিষেক শর্মা ও রাহুল ট্রিপাঠি। কোনো রান যোগ করার আগেই দুই উইকেট হারিয়ে শুরুতেই ব্যাকফুটে ভুবনেশ্বর কুমারের দল।

এরপর মায়ান্ক আগারওয়াল আর হ্যারি ব্রুকরা প্রতিরোধের চেষ্টা চালালেও তা কখনোই যথেষ্ঠ ছিলো না ২০৩ রান তাড়া করতে। আগারওয়ালও ২৩ বলে ২৭ রান করে ফিরে যান যুবেন্দ্র চাহালের বলে। বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে হায়দ্রাবাদ। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে আট উইকেট ১৩১ রানে শেষ হয় হায়দ্রাবাদের ইনিংস। ৭২ রানের বিশাল ব্যাবধানে জিতে টুর্নামেন্ট শুরু করলো রাজস্থান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link