ক্যারিয়ারের একটা উত্থানের মধ্য দিয়ে যাচ্ছেন তাসকিন আহমেদ। বিশ্ব সেরা পেসার হওয়ার দৌড়টা তিনি শুরু করেছেন। তব হঠাৎ-ই ছন্দপতন। বাতাসে ভেসে বেড়াচ্ছে দুঃসংবাদ। ইনজুরি আক্রান্ত হয়ে তিনি ছিটকে গেলেন। তবে নিজের জন্মদিনের দিন নিশ্চয়ই এমন একটি সংবাদের কেন্দ্রবিন্দু হতে চাইতেন না তাসকিন।
তবে নিয়তি যেন তাঁর পক্ষে নেই। সাইড স্ট্রেইনের ইনজুরিতে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে খেলতে পারবেন না তাসকিন। খানিকটা হোচট। তবে তাসকিন দমে যাওয়ার পাত্র নন। আগামী কাল ৪ এপ্রিল, আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। লাল বলের ক্রিকেটের স্বাভাবিকভাবেই একাদশে বিবেচনায় ছিলেন তাসকিন।
তবে তাঁর সার্ভিসটা আর পাচ্ছে না বাংলাদেশ। ফর্ম বিবেচনায় আইরিশদের ভয়ের কারণ নিশ্চিতরুপেই তাসকিন। তবে এবার খানিকটা স্বস্তির নি:শ্বাস ফেলতেই পারে অ্যান্ড্রু বালবির্নির দল। যদিও দলের বাকি পেসাররা নাভিশ্বাস তুলে দেওয়ার জন্যে প্রস্তুত। সেদিক বিবেচনায় আইরিশদের চিন্তার কারণ এবাদত হোসেন।
ডান হাতি এই পেসারও রয়েছেন নিজের ক্যারিয়ারে সেরা ফর্মে। সেই মাউন্ট মঙ্গানুই টেস্ট থেকে শুরু। এরপর যেন ক্রমাগত উইকেটের তীব্র ক্ষুধা তাঁকে আষ্টেপৃষ্টে ধরেছে। অন্যদিকে খালেদ আহমেদ, বাংলাদেশের সাদা বলের ক্রিকেটে খুব একটা সুযোগ পাননা। তিনিও হয়ত নিজের সামর্থ্যের ঝলক রাখতে পূর্ণ প্রস্তুতি সেরে ফেলেছেন।
এছাড়াও একমাত্র টেস্টের জন্যে ঘোষিত স্কোয়াডে শরিফুল ইসলামও রয়েছেন। যুব বিশ্বকাপ জয়ী দলের সদস্য শরিফুল একটা লম্বা সময় ধরে ছিলেন জাতীয় দলের বাইরে। সেই তিনি আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে ফিরেছেন। একাদশেও সুযোগ মিলেছিল তাঁর। যদিও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। তাঁর হাত ফসকে প্রচুর রান খরচা করেছেন শরিফুল।
তিনিও হয়ত অন্তত টেস্ট ক্রিকেটে নিজেকে আরও একবার প্রমাণ করতে মুখিয়ে আছেন। কিন্তু তাসকিনের এই ছন্দপতন নিশ্চয়ই তাঁকে ভোগাবে। অবশ্য তাসকিন নিজের সাথে লড়াই করতে জানেন। তিনি এর আগেও ইনজুরির ভয়াল থাবা থেকে ফিরে এসেছেন। আলো ছড়িয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে। বর্ণিল সব রঙ যুক্ত করছেন নিজের ক্যারিয়ারের সাদা খাতায়।
পেসারদের আজন্ম শত্রু এই ইনজুরি। কেউ এই ইনজুরির বেড়াজালে হারিয়ে ফেলেন নিজেকে। তবে তাসকিনরা বারবার ফিরে আসার রসদ খুঁজে নেন। নিজেদেরকে প্রস্তুত করেন নতুন সব চ্যালেঞ্জের জন্যে। নিজেদেরকে ছাপিয়ে যেতে চান সবকিছু পেছনে ফেলে। নতুন একটি বছরে সে প্রতিজ্ঞাই হয়ত আরও একটিবার করবেন তাসকিন।