রিয়ালের নতুন কোচ হবেন মরিনহো

মৌসুমটা মোটেও ভালো কাটছে রিয়াল মাদ্রিদের। লা লিগার শিরোপা হাতছাড়া হওয়া নিশ্চিত হয়েছে আগেই। একমাত্র ভরসা এখন চ্যাম্পিয়ন্স লিগ। চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থ হলে শিরোপাহীন এক মৌসুমই কাটাতে হবে কার্লো আনচেলত্তি শিষ্যদের। এমন পরিস্থিতিতে কোচের ওপরই সাধারণত খড়গ নামিয়ে আনে রিয়াল।

শিরোপা শূন্য থাকলে কোচ কার্লো আনচেলত্তির চাকরি যে থাকবে না তা অনুমান করাই যায়। এদিকে আবার আনচেলত্তির ব্রাজিলের সাথে কথাবার্তা প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে বলেই যাচ্ছে বিভিন্ন গণমাধ্যম। তাই এরই মধ্যে নতুন কোচের জন্য শর্ট লিস্ট প্রস্তুতে নেমে পড়েছেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।

আনচেলত্তির সামনের মৌসুমের বিদায় নিলে রিয়ালের নতুন কোচ কে হতে পারেন সেটিই আপাতত মাদ্রিদে সবচেয়ে বড় আলোচনার বিষয়। জুলিয়ান নাগ্যালসম্যান, মাউরিসিও পচেত্তিনো আর সাবেক রিয়াল কিংবদন্তী জাভি আলানসো আছেন কোচ হবার আলোচনায়। এমনকি শোনা যাচ্ছিলো কোচ হয়ে ফিরতে পারেন জিনেদিন জিদানও।

এসব বড় বড় নামের সাথে রিয়ালের কোচ হবার আলোচনায় আছেন সাবেক স্পেন ও রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার আলভারো আরবেলোয়া। বর্তমানে রিয়াল মাদ্রিদ যুব দলের কোচ হিসেবে কাজ করা আরবেলোয়াকে মূল দলের কোচ হিসেবে দেখার ব্যাপারে ইতিবাচক পেরেজও।

তবে রিয়ালের কোচ হবার সম্ভাব্য তালিকায় সবচেয়ে অবাক করা নামটি বোধহয় জোসে মরিনহো। স্পেনের বিভিন্ন সংবাদমাধ্যম জানাচ্ছে, মরিনহোর আবারো রিয়ালের কোচ হবার সম্ভাবনাকে একেবারেই উড়িয়ে দেয়া যাচ্ছে না এই মুহুর্তে। মরিনহোর আবারো রিয়ালে প্রত্যাবর্তনটা আপাত অসম্ভব মনে হলেও তিনিও আছেন রিয়াল বোর্ডের আলোচনার টেবিলে।

এছাড়াও সাবেক রিয়াল কিংবদন্তি রাউল গঞ্জালেসও আছেন সম্ভাব্য তালিকায়। তবে রাউলের সম্ভাবনা আপতপক্ষে কম বলেই মনে হচ্ছে। তবে, সামনে রিয়াল মাদ্রিদের জন্য কি অপেক্ষা করছে তা জানার জন্য সময়ের অপেক্ষা করতেই হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link