মেসিকে দলে চাননা পিএসজি সমর্থকরাও

তবে নতুন ক্লাবে মেসি পুরোপুরি মানিয়ে নিয়েছেন তা বলা যাবে না। আর মানিয়ে নেবেনই বা কি করে। বিশ্বের সেরা এই ফুটবলারকেও দুয়োধ্বনি দিতে ছাড়ছেন না পিএসজি সমর্থকরা।

সেই কিশোর বয়সে এসেছিলেন কাতালুনিয়ায়। এরপর সেখানেই ক্যারিয়ারের প্রায় পুরোটাই কাটিয়ে দিয়েছেন লিওনেল মেসি। অনেকটা নিজের ঘর বনে যাওয়া বার্সেলোনা ছেড়ে এসে যোগ দিয়েছিলেন ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইনে। তবে নতুন ক্লাবে মেসি পুরোপুরি মানিয়ে নিয়েছেন তা বলা যাবে না। আর মানিয়ে নেবেনই বা কি করে। বিশ্বের সেরা এই ফুটবলারকেও দুয়োধ্বনি দিতে ছাড়ছেন না পিএসজি সমর্থকরা।

২০২১ সালে প্যারিসে আসার পর প্রথম মৌসুম টা খুব একটা ভালো কাটেনি মেসির। মাঠ এবং মাঠের বাইরের পরিবেশের সাথে মানিয়ে নিতেও বেশ খানিকটা সময় নিচ্ছিলন তিনি। দ্বিতীয় মৌসুমে এসে দলের সাথে মানিয়ে নেয়ার সুফল মিলছে মেসির খেলায়ও। পারফরম্যান্স দিয়ে পিএসজিকে সামনে থেকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন মেসি।

তবে এই মৌসুমে এসে যুক্ত হয়েছে মেসির পিএসজি ছাড়ার গুঞ্জন। মৌসুম শেষে চুক্তি শেষ হতে চললেও এখনো চুক্তি নবায়ন করেননি মেসি। বিশ্বকাপ জেতার পর মেসির বেতান বাড়ানোর প্রস্তাবে রাজি হয়নি পিএসজি। তাই মেসির ক্লাব ছাড়াটাও এখন অনেকটাই নিশ্চিত। তাই সেই জেরে পিএসজি ম্যাচ হারার সাথে সাথেই দুয়োধ্বনি শুনতে হলো পিএসজির ‘অ্যালট্রাস’ সমর্থকগোষ্ঠীর কাছ থেকে।

পিএসজির জার্সিতে ৫০ তম ম্যাচ খেলতে নেমেছিলেন লিওনেল মেসি। এমন মাইলফলক ছোঁয়ার ম্যাচে সমর্থকদের থেক উষ্ণ অভ্যর্থনাই পাওয়ার কথা ছিলো মেসির। কিন্তু উল্টো নিজের ৫০ তম ম্যাচ খেলতে নামার সময়ই দুয়ো শুনতে হয়েছে মেসিকে। অলিম্পিক লিওঁর বিপক্ষে ম্যাচ হারার পর দুয়োধ্বনি এতটাই প্রকট হয় যে, শেষ বাঁশি বাজার সাথে সাথেই দ্রুত মাঠ ত্যাগ করেন সাত বারের ফিফা বর্ষসেরা ফুটবলার।

মেসিকে উদ্দেশ্য করে পিএসজি সমর্থকদের এমন কান্ড অবশ্য নতুন কিছু নয়। এই নিয়ে টানা তিন ম্যাচে দুয়োধ্বনি শুনতে হয়েছে মেসিকে। পিএসজির জার্সিতে মেসি সেরাটা দিয়ে খেলেন না এমন অভিযোগে প্রায়শই মেসিকে শুনতে হয় এমন কটু কথা। তবে সাম্প্রতিক এই ঘটনাগুলো যতটানা মেসির পারফরম্যান্সের জন্য তার চেয়ে বেশি মেসির বেতন সংক্রান্ত দাবীর জন্য। পিএসজিতে থাকার জন্য বেতন বাড়ানোর শর্ত জুড়ে দিয়েছেন মেসির বাবা। বিষয়টি ভালো ভাবে নেয়নি পিএসজি সমর্থকরা।

এই মৌসুম শেষে অর্থাৎ ৩০ জুন পিএসজির সাথে মেসির চুক্তি শেষ হতে যাচ্ছে। পিএসজি ম্যানেজমেন্ট মেসির সাথে চুক্তি নবায়নে আগ্রহী। কিন্তু উয়েফার আর্থিক নীতিমালা মানতে সামনের মৌসুমে খরভ কমাতে হবে পিএসজির। তাই মেসির বেতন ৩০ শতাংশ কমানোর প্রস্তাব ছিলো পিএসজির পক্ষ থেকে। কিন্তু এই প্রস্তাবে রাজি নন মেসি। নিজের দাবী অনুযায়ী বাড়তি বেতন না পেলে ক্লাব ছেড়ে যাবেন মেসি তা এখন অনেকটাই নিশ্চিত।

দল বাদ পড়েছে চ্যাম্পিয়ন্স লিগে রাউন্ড অফ সিক্সটিন থেকেই। একই সাথে সবশেষ কয়েক ম্যাচ ধরে মেসিসুলভ পারফরম্যান্সও করতে পারছেন না মেসি। সাথে যোগ হয়েছে ক্লাব ছেড়ে পুরোনো ঠিকানা বার্সায় ফেরার গুঞ্জন। এতসব ঘটনায় বিরক্ত পিএসজি সমর্থকরা। তাই মেসি মাঠে নামার সাথে সাথেই শুরু হয় কট্টর পিএসজি সমর্থকদের দুয়ো দেয়া। সব মিলিয়ে মেসি যে পিএসজি ছাড়তে যাচ্ছেন তারই ইঙ্গিত দিচ্ছে এসব ঘটনা।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...