টি-টোয়েন্টিকে বলা হয় ব্যাটসম্যানদের খেলা। মারকাটারি ক্রিকেটের এ যুগেও কয়েকজন বোলার আছেন যারা কিনা মিতব্যয়ী বোলিংয়ে চমকে দিয়েছেন গোটা বিশ্বকে। তাঁদের বিপক্ষে রান করতে রীতিমতো কাঠখড় পোড়াতে হয় ব্যাটসম্যানদের। আসুন দেখে নেয়া যাক আইপিএল ইতিহাসের সবচেয়ে মিতব্যয়ী বোলারদের।
- রশিদ খান (৬.৩৯)
আইপিএলের ইতিহাসে সেরা বোলারদের তালিকায় উপরের দিকেই থাকবেন আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান। ক্যারিয়ারের শুরুটা সানরাইজার্স হায়দ্রাবাদ দিয়ে হলেও গত মৌসুমে যোগ দিয়েছেন গুজরাট টাইটান্সে। দল বদলালেও অবশ্য পারফরম্যান্সে কমতি আসেনি, প্রথম মৌসুমেই গুজরাটকে শিরোপা জিতিয়েছেন এই তারকা। আইপিএলের ইতিহাসে সবচেয়ে ভালো ইকোনমিও তাঁর। এখনো পর্যন্ত ৯৪ ম্যাচ খেলে ওভারপ্রতি মাত্র ৬.৩৯ রান দিয়েছেন তিনি।
- শন পোলক (৬.৫৪)
সাবেক দক্ষিণ আফ্রিকান পেসার শন পোলক আইপিএল ইতিহাসের দ্বিতীয় সেরা কিপটে বোলার। ২০০৮ সালে নিজের প্রথম এবং একমাত্র মৌসুমে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ১৩ ম্যাচে ১১ উইকেট শিকার করেন তিনি। সেবারে ওভারপ্রতি মাত্র ৬.৫৪ হারে রান হজম করেন এই তারকা।
- অনিল কুম্বলে (৬.৫৭)
টি টোয়েন্টি নয়, অনিল কুম্বলের নাম শুনলেই মনের দৃশ্যপটে ভেসে উঠে লাল বলের ক্রিকেটে অনবদ্য সব পারফরম্যান্সের কথা। যদিও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে আইপিএলেও মন্দ করেননি। দলটির হয়ে ৪২ ম্যাচে ৪৫ উইকেট শিকারের পাশাপাশি রান দিয়েছেন মাত্র ৬.৫৭ হারে।
- গ্লেন ম্যাকগ্রা (৬.৬১)
২০০৮ মৌসুমে দিল্লী ডেয়াডেভিলসের হয়ে মাঠে নেমেছিলেন অস্ট্রেলিয়ান পেসার গ্লেন ম্যাকগ্রা। সেবারে ১৪ ম্যাচে ১২ উইকেট শিকারের পাশাপাশি ওভারপ্রতি রান দিয়েছেন মাত্র ৬.৬১ হারে।
- সুনীল নারাইন (৬.৬৫)
আইপিএল ইতিহাসের অন্যতম সেরা বোলারদের তালিকায় সুনীল নারাইন থাকবেন নিশ্চিতভাবেই। ক্যারিবিয়ান এই রহস্য স্পিনার কলকাতা নাইট রাইডার্সকে শিরোপা জিতিয়েছেন দুবার। এখনো পর্যন্ত ১৪৯ ম্যাচে ১৫৩ উইকেট শিকারের পাশাপাশি রান দেওয়াতেও চরম কিপটে নারাইন। তাঁর ওভারপ্রতি মাত্র ৬.৬৫ হারে রান তুলতে পেরেছেন ব্যাটসম্যানরা।
- মুত্তিয়া মুরালিধরণ (৬.৬৭)
তর্কসাপেক্ষে ক্রিকেট ইতিহাসের সেরা স্পিনার ভাবা হয় শ্রীলংকান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরণকে। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলোয়াড়ি জীবন কাটানোর পর বর্তমানে সানরাইজার্স হায়দ্রাবাদের কোচিং প্যানেলে আছেন এই তারকা। আইপিএলে ৬৬ ম্যাচে ৬.৬৭ ইকোনমিতে ৬৩ উইকেট শিকার করেছেন তিনি।
- রুলফ ভ্যান ডার মারউই (৬.৭৪)
দক্ষিণ আফ্রিকায় জন্ম নিলেও বর্তমানে নেদারল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলে থাকেন রুলফ ভ্যান ডার মারউই। আইপিএলে দিল্লী ডেয়ারডেভিলস এবং রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মতো দলে খেলেছেন এই তারকা। ২১ ম্যাচ খেলে ৬.৭৪ ইকোনমিতে ২১ উইকেট শিকার করেছেন ভ্যান ডার মারউই।
- মঈন আলী (৬.৭৭)
ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলীকে দলে নিতে আইপিএলের যেকোনো দলই মুখিয়ে থাকবে। ব্যাট হাতে ঝড় তোলার পাশাপাশি অফস্পিনটাও দারুণ কার্যকরী এই অলরাউন্ডারের। এখনো পর্যন্ত ৪৬ ম্যাচে ৬.৭৭ ইকোনমিতে ২৮ উইকেট শিকার করেছেন মঈন।
- ড্যানিয়েল ভেট্টোরি (৬.৭৮)
সাবেক নিউজিল্যান্ড এবং রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর স্পিনার ড্যানিয়েল ভেট্টোরি সাদা বলের ক্রিকেটের অন্যতম সেরা বোলার হিসেবেই বিবেচিত। আইপিএলে ৩৪ ম্যাচ খেলে ৬.৭৮ ইকোনমিতে ২৮ উইকেট তুলে নিয়েছেন তিনি।
- রবি রামপাল (৬.৮২)
ওয়েস্ট ইন্ডিজকে দুবার টি টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন পেসার রবি রামপাল। আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়েও ম্যাচজয়ী স্পেল আছে তাঁর। দলটির হয়ে ১২ ম্যাচে ১৪ উইকেট শিকারের পাশাপাশি ওভারপ্রতি মাত্র ৬.৮২ হারে রান হজম করেন রামপাল।