পাঁচ মাসেই সৌদি অধ্যায় শেষ রোনালদোর

আল নাসেরে যোগ দিয়েছেন পাঁচ মাসও হয়নি। এরই মধ্যে সৌদি আরব ছাড়ার কথা ভাবার মত পরিস্থিতিও তৈরি হয়ে গেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। গত শীতকালীন দলবদলের সময় ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল নাসেরে যোগ দিয়েছিলেন রোনালদো। তখন ম্যানইউ কোচ এরিক টেন হাগের সাথে বিবাদে জড়িয়ে এক প্রকার বাধ্য হয়েই ওল ট্রাফোর্ড ছাড়েন রোনালদো।

যদিও আল নাসেরে যোগ দেবার আগে পিয়ার্স মরগানকে দেয়া এক সাক্ষাৎকারে ইউরোপেই আরো কিছু সময় খেলার ইচ্ছা প্রকাশ করেছিলেন রোনালদো। কিন্তু ইউরোপের কোনো বড় ক্লাবই আগ্রহী ছিল না পাঁচ বারের বিশ্বসেরা এই খেলোয়াড়ের প্রতি। তাই রেকর্ড পরিমাণ অর্থের চুক্তিতে ইউরোপের অধ্যায়ের ইতি টেনে আল নাসেরে যোগ দেন রোনালদো।

রোনালদোর মত ফুটবলার যোগ দেবার পর একটা ক্লাবের খোলনলচে পাল্টে যাবে সেটিই স্বাভাবিক। আল নাসেরের ক্ষেত্রে হয়েছেও তাই। তবে মাঠের পারফরম্যান্সে যেন ক্লাবের চাহিদা পুরোটা পূরণ করে উঠতে পারছেন না রোনালদো। তারকা বহুল দল সাথে রোনালদোর উপস্থিতি, সব মিলিয়ে এই মৌসুমে আল নাসেরের প্রত্যাশার পারদ ছিল অনেক উপরে।

কিন্তু এই মৌসুমে সাফল্যের চেয়ে ব্যর্থতার মুখই বেশি দেখতে হচ্ছে আল নাসেরকে। সর্বশেষ সৌদি সুপার কাপের সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে তাদের। লিগ শিরোপা থেকেও দূরে চলে যাচ্ছে প্রতিনিয়ত। এদিকে আবার মাঠের মধ্যে অশালীন আচরণ করায় রোনালদোর ওপর বিরক্ত সৌদি আরবের মানুষেরা। তাই সব মিলিয়ে রোনালদোর সৌদি আরব অধ্যায় যে খুব বেশি লম্বা হচ্ছে না তা বলাই যায়।

ভেনিজুয়েলার সংবাদ মাধ্যমে তাদের সূত্র মারফত জানাচ্ছে, খুব বেশিদিন আর সৌদি আরবে থাকবেন না রোনালদো। সৌদি আরবের আবহাওয়া ও সংস্কৃতির সাথে মানিয়ে নিতে বেশ বেগ পেতে হচ্ছে রোনালদোকে। ছোটবেলা থেকেই ইউরোপে কাটানো যে কারোর জন্যই সৌদি আরবের মত কিছুটা রক্ষনশীল দেশে জীবনযাপন করা কঠিন। সেই সাথে ভাষা নিয়ে সমস্যা তো আছেই।

এখন প্রশ্ন হলো আল নাসের ছেড়ে কোন ক্লাবে যাবেন রোনালদো? নাকি বুট জোড়া তুলে রেখে খেলোয়াড়ি ক্যারিয়ারের ইতি টানবেন। তাঁর সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের তরফ থেকে প্রস্তাব আছে ক্লাবের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করার। এই প্রস্তাবটি নিয়েও ভাবছেন রোনালদো।

ক্যারিয়ারের বেশ লম্বা একটা সময় মাদ্রিদে কাটিয়েছেন রোনালদো। নয় বছর কাটানো মাদ্রিদের সময়টা এখনো বেশ মিস করেন তিনি। এমনকি ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে আল নাসেরে যোগ দেবার আগে নিজেই রিয়াল মাদ্রিদে ফেরার ইচ্ছাপ প্রকাশ করেছিলেন। কিন্তু ক্যারিয়ারের সেরা ফর্ম পেছনে ফেলে আসা রোনালদোকে দলে ফেরাতে নারাজ ছিলেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ ও কোচ কার্লো আনচেলত্তি।

মাদ্রিদ শহরটা এতটাই মিস করছিলেন রোনালদো যে মাদ্রিদের আরেক ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদে নাম লেখানোর চেষ্টাও করেছিলেন তিনি। অ্যাটলেটিকো সভাপতি প্রথমে বিষয়টিতে ইতিবাচক থাকলেও, ক্লাবের সমর্থকরা রোনালদোকে দলে ভেরানোর পক্ষে ছিলেন না। তাই আর মাদ্রিদে ফেরা হয়নি রোনালদোর।

তবে এবার মাদ্রিদে ফেরার প্রস্তাব নিয়ে রিয়ালই এসেছে রোনালদোর কাছে। ফ্লোরেন্তিনো পেরেজ রোনালদোকে ক্লাবের দূত হিসেবে কাজ করার প্রস্তাবও দিয়েছেন। তবে সে ক্ষেত্রে ফুটবল থেকে অবসরে যেতে হবে রোনালদোকে। ৩৮ বছর বয়সী রোনালদো আল নাসের ছাড়লে হয়তো নিজের প্রিয় শহর মাদ্রিদেই সামনের সময়টা কাটাতে চাইবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link