ইংল্যান্ডে কোচিং ক্যারিয়ারে ঝুঁকলেন জুনায়েদ সিদ্দিকী

দারুণ সম্ভাবনা নিয়েই বাংলাদেশ দলে অভিষেক হয়েছিলো জুনায়েদ সিদ্দিকীর। তবে অঙ্কুরেই বিনষ্ট হয়েছে সেই সম্ভাবনার। ২০১২ সালে সর্বশেষ জাতীয় দলে খেলা জুনায়েদ এবার শুরু করছেন নিজের কোচিং ক্যারিয়ার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে জুনায়েদ নিজেই জানিয়েছেন সেই খবর। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীনে কোচিংয়ের লেভেল-দুই শুরু করেছেন তিনি।

২০০৭ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় জুনায়েদের। তিন ফরমেটেই প্রতিনিধিত্ব করেছেন বাংলাদেশের হয়ে। ১৯ টেস্ট, ৫৪ ওয়ানডে সাতটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা জুনায়েদের শুরুটা খারাপ হয়নি। ১৯ টেস্টের ক্যারিয়ারে ২৬ এর বেশি গড়ে করেছেন ৯৬৯ রান।

সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন ওয়ানডেতে। ৫৪ ম্যাচের ক্যারিয়ারে আছে একটি সেঞ্চুরি ও ছয়টি হাফ সেঞ্চুরি। তবে জুনায়েদকে টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য দারুণ এক প্রতিভা মনে করা হচ্ছিল। সেই কথার প্রমাণও দিয়েছিলেন তিনি৷

মাত্র সাত ম্যাচের ক্যারিয়ারে গড়টা ২২.৭১ হলেও স্ট্রাইক রেটটা দারুণ ঈর্ষণীয়, ১৪৭.২২। এমন ক্যারিয়ারের পরেও ২০১২ সালের পর আর টি-টোয়েন্টি খেলা হয়নি বাংলাদেশের হয়ে।

তবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই খেলছিলেন জুনায়েদ। গত মৌসুমের জাতীয় ক্রিকেট লিগে রাজশাহীর হয়ে খেলেছেন জুনায়েদ। ক্রিকেট ছাড়ার পর ক্রিকেটেই থাকতে চান এই ক্রিকেটার। যার কারণে মাত্র ৩৫ বছর বয়সেই লেভেল -দুই কোচিং কোর্স শুরু করেছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে জুনায়েদ লেখেন, ‘সবাইকে আসসালামুআলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি ইসিবির অধীনে লেভেল -দুই এর কোচিং শুরু করতে যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে ভালোবাসা।’

টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির ২২ বছর পেরোলেও আন্তর্জাতিক মানের কোচ খুব একটা উঠে আসেনি বাংলাদেশ থেকে। যার কারণে জাতীয় দল সহ বিপিএলের দলগুলোও বিদেশি কোচদের ওপর অতিমাত্রায় নির্ভরশীল।

তবে নতুন কিছুরই আভাস দিচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল, রাজিন সালেহ, জুনায়েদ সিদ্দিকীরা। তারা কোচ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারলে হয়তো নিকট ভবিষ্যতেই বাংলাদেশের প্রধান কোচ হিসেবে দেখা যাবে সাবেক কোনো ক্রিকেটারকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link