ইংল্যান্ডে ওপেনিং সংকট: রোহিতের সমাধান

ইংল্যান্ডের কন্ডিশন অন্যরকম। ইংল্যান্ডের মাটিতে ওপেনারদের ব্যাটিং কখনই সহজ নয়। এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ইংল্যান্ডের মাটিতে ওপেনারদের ব্যাটিং গড় সবচেয়ে কম।

টেস্ট চ্যাম্পিয়নশিপের এ চক্রের ১১ ম্যাচে ইংল্যান্ডের মাটিতে ওপেনারদের গড় মাত্র ২৮.০৬। ওপেনাররা মাত্র দু’টি সেঞ্চুরি করতে পেরেছেন।

এই পরিসংখ্যানের সাথে একমত পোষণ করে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা জানান, ইংল্যান্ডের মাটিতে ব্যাটারদের জন্য চ্যালেঞ্জিং। টেস্ট বিশ্বকাপ ফাইনালের আগে তিনি বলেন, ‘আমি মনে করি, ব্যাটারদের জন্য ইংল্যান্ডের আবহাওয়া চ্যালেঞ্জিং। কিন্তু যত বেশি এবং ভাল প্রস্তুতি নেয়া যায়, সফল হওয়ার সম্ভাবনা তত বেশি থাকে।’

মজার বিষয় এবারের চক্রে, দু’টি সেঞ্চুরিই এসেছে দুই ভারতীয় ওপেনারের ব্যাট থেকে। ২০২১ সালের সিরিজে লর্ডসে লোকেশ রাহুল ১২৯ এবং ওভালে ১২৭ রানের ইনিংস খেলেন রোহিত। সেই ওভালেই খুব শীঘ্রই আবারও ব্যাট হাতে নামবেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

ফাইনালের যুদ্ধ যখন উপভোগ করছেন, তখন রোহিত জানান ইংল্যান্ডের কন্ডিশনে ব্যাটিং করার সময় কখনও সেট নয় ব্যাটাররা।

তিনি বলেন, গত বছর ব্যাটিং করার সময় আমি বুঝতে পেরেছিলাম ইংল্যান্ডের মাঠে আপনি কখনও সেট নন। আবহাওয়া পরিবর্তন হতে থাকে  এখানে। এজন্য দীর্ঘক্ষণ ধরে মন:সংযোগ ধরে রাখতে হবে এবং এটিই এই ফরম্যাটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’

ইংল্যান্ডে অনেক ওপেনারদের ব্যাটিং দেখেছেন রোহিত। কিন্তু কাউকে অনুকরণ করার চেষ্টা করবেন না তিনি। নিজের স্টাইলে ব্যাট করে রান করার চেষ্টা করবেন বলে জানান রোহিত।

তিনি বলেন, ‘এখানে এই পরিস্থিতিতে অনেক ব্যাটসম্যানকে বিভিন্ন ভাবে ব্যাটিং শুরু করতে দেখেছি। আপনি জানেন, অনেকেই এখানে সফল হয়েছেন। তারা কিভাবে রান করেছে, সেটি আমি দেখেছি। কিন্তু, আমি তাদের অনুকরণ করার চেষ্টা করবো না। কারণ সবার আলাদা স্টাইল আছে এবং আমারও আলাদা স্টাইল আছে। আর আমি নিজের মত করে রান করতে পেরেই আনন্দিত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link