মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছিল বাংলাদেশ ও ভারতীয় নারী দল মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। কিন্তু বিস্ময়কর ভাবে সেই সিরিজ চলাকালীন পিচ কিউরেটর গামিনি ডি সিলভা মিরপুরে নেই। তিনি এখন রয়েছেন সিলেটে। মিরপুরের পিচ কিউরেটর হঠাৎ সিলেটে কেন?
আগামী শুক্রবার থেকে মূলত এই সিলেটের মাটিতেই শুরু হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান পুরুষ দল মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডে সিরিজে পরাজিত হওয়ার সীমিত ওভারের এই সিরিজ নিয়ে বেশ সিরিয়াস বাংলাদেশ। আর তাই সেই সিরিজকে সামনে রেখে পিচ ঠিক করার জন্যই গামিনি ডি সিলভা এখন সিলেটে।
চট্টগ্রামে বাংলাদেশ-আফগানিস্তানের ওয়ানডে সিরিজের সময়ই সিলেটে পিচ ঠিক করা জন্য গিয়েছিলেন লঙ্কান এ পিচ কিউরেটর। সপ্তাহ খানেক সময় পেয়েছেন তার জন্য। তবে এ সময়কালেই তাঁকে বেশ ক’বার ঢাকা-সিলেট-ঢাকা দৌড়াদৌড়ি করতে হয়েছে।
যদিও শুক্রবার থেকে শুরু হওয়া এ সিরিজের আগেই ঢাকায় উড়াল দিবেন গামিনি। কারণ আগামী ১৬ জুলাই থেকে মিরপুরে আবার বাংলাদেশ ও ভারতীয় নারী দল মধ্য ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হতে যাচ্ছে।
মিরপুরের পিচ কিউরেটর সিলেটে। তবে কি সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এই মুহূর্তে কোনো স্থায়ী কিউরেটর নেই? মূলত গত ডিসেম্বর থেকে সিলেটের ভারতীয় পিচ কিউরেটর সঞ্জীব আগারওয়াল আর দায়িত্বে নেই। তাঁর জায়গায় কবির হোসেনকে পিচ কিউরেটরের দায়িত্ব দিয়েছে বিসিবি।
বিসিবি সূত্র জানিয়েছে, সঞ্জীব আগারওয়াল দায়িত্ব ছাড়ার পর গামিনি এখন দেখভাল করছেন। আর তাঁর অধীনেই কবির হোসেন কাজ করবেন। ১৪ জুলাই সন্ধ্যা ৬ টায় এই সিলেটের মাটিতেই বাংলাদেশ-আফগানিস্তান মধ্যকার সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। এক দিন বিরতির পর সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ হবে ১৬ জুলাইয়ে।