ভারি বর্ষণের আগে প্রকৃতিতে যেমন নীরবতা থাকে হোম অব ক্রিকেটের অবস্থা এখন তেমনই। কারণ, আফগানদের বিপক্ষে সিরিজ শেষে এখন চলছে সপ্তাহ দুয়েকের ছুটি। তবে, এই নীরবতার মাঝেও কিছু জরুরী কাজ চলছে।
আর সেখানে অবশ্যই সবচেয়ে বড় ভূমিকা কোচ চান্দিকা হাতুরুসিংহের। সাথে আরও কাজ আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলের। গত কয়েকদিনে দফায় দফায় নানা রকম বৈঠক করেছেন নির্বাচক ও কোচ।
সেখানে বিশ্বকাপ ও এশিয়া কাপের আগে বাংলাদেশের ক্যাম্প ও দল গঠন ছিল মুখ্য বিষয়। আর অতি অবশ্যই, তামিম ইকবালের থাকা না থাকা নিয়েও চলেছে আলোচনা।
ওয়ানডের নিয়মিত অধিনায়ক তামিম অবসর ভেঙে ফিরলেও তিনি দেড় মাসের ছুটি নিয়েছেন। ফলে, বাধ্য হয়েই অধিনায়ককে ছাড়া ক্যাম্প শুরু করতে হবে।
তামিম তো বটেই, এশিয়া কাপের আগে পাওয়া যাবে না সাকিব আল হাসান ও লিটন দাসকেও। তারা কানাডা টি-টোয়েন্টি লিগ খেলতে দেশ ছেড়েছেন। অন্যদিকে, জিম আফ্রো টি-টেন লিগ খেলতে গেছেন মুশফিকুুর রহিম ও তাসকিন আহমেদ। তাঁদের ছাড়াই শুরু হবে ক্যাম্প।
ক্যাম্প হবে দুই ধাপে। মিরপুর থেকে শুরু হবে ক্যাম্প। প্রথমে কন্ডিশনিং ক্যাম্প। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর মতে, সেই ক্যাম্পে থাকবেন ২৮ জন ক্রিকেটার।
ক্যাম্প শুরু ২৯ জুলাই। আগস্টে হবে ফিটনেস ট্রেনিং। স্কিল ক্যাম্প হবে চট্টগ্রামে। ঢাকার অনুশীলন শেষ করে চট্টগ্রাম যাবেন ক্যাম্পের খেলোয়াড়রা।
সব মিলিয়ে বড় দু’টি ক্রিকেট আসর শুরুর আগে অনুশীলনের জন্য মহাযজ্ঞ আয়োজনই চলছে বিসিবির অন্দরমহলে। সেই আয়োজনে শীর্ষস্থানীয় ক্রিকেটারদের অংশগ্রহণ শুরু থেকে নিশ্চিত করতে না পারাটাই হয়তো এখন সবচেয়ে বড় আক্ষেপ।