লঙ্কা প্রিমিয়ার লিগে সাদামাটা একটি দিন পার করলেন সাকিব আল হাসান। কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে এ দিন ম্যাচটিতে একে তো পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছেন। এ ছাড়া ব্যাটিং, বোলিং— কোনটিতেই প্রতাপ ছড়াতে পারেননি এ অলরাউন্ডার। অবশ্য এ দিন বোলিংয়ে উইকেটশূন্য থাকা সাকিব প্রথমে ব্যাটিংয়েই উঠতে পারেন নি।
তবে কলম্বো স্ট্রাইকার্সকে ১৮৯ রানের লক্ষ্য দিয়ে শুরুতে চালকের আসনে বসেছিল সাকিবের গল টাইটান্সই। কিন্তু এক বাবর আজমেই কাছে হেরে গিয়েছে তাঁরা। ৫৯ বলে ১০৪ রানের ইনিংস খেলেন পাকিস্তানি এ ব্যাটার।
যদিও বাবরের সেঞ্চুরির পরও ম্যাচে ঠিকই টিকেছিল গল টাইটান্স। শেষ ওভারে ১৪ রানের সমীকরণে সেঞ্চুরিয়ান বাবর আজম কাসুন রাজিথার বলে ক্যাচ দেন সাকিবের হাতে। সাকিব সেটি লুফে নিতে ভুল করেননি। সাকিবের ক্যাচে ম্যাচ ঝুঁকে যায় গলের দিকে।
কিন্তু মোহাম্মদ নওয়াজ একাই সে পথে বাঁধা হয়ে দাঁড়ান। ৫ বলে ১৪ রানের সমীকরণে ১ চার আর ১ ছক্কায় তিনি ১৪ রান তুলে কলম্বোকে জয়ের বন্দরে পৌঁছে নিয়ে যান ১ বল বাকি থাকতেই। সাকিব এ দিন ৪ ওভার বল করে ৩০ রান দেন।
৭ উইকেটের এ পরাজয়ের পরও অবশ্য পয়েন্ট টেবিলে দুইয়েই থাকছে সাকিবের গল টাইটান্স। ২৪ ঘন্টা না পেরোতেই আবারো কাল মাঠে নামবে গল। বিকাল ৪ টায় তাদের প্রতিপক্ষ ক্যান্ডি ফ্যালকনস।