আশা ছাড়েননি মাহমুদউল্লাহ

এখনও জাতীয় দলে ফেরার আশা ছাড়েননি মাহমুদউল্লাহ রিয়াদ। বিশ্বকাপ দলেও ফিরতে পারেন। রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টারে দেখা গেছে সাবেক এই অধিনায়ককে। জানা গেছে, সেখানে তিনি ভিসার জন্য ফিঙ্গার প্রিন্ট দিতে গিয়েছিলেন।

মূল জাতীয় দল এখন অবস্থান করছে শ্রীলঙ্কায়। ৩১ আগস্ট শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচ দিয়ে নিজেদের এশিয়া কাপের অভিযান শুরু করবেন সাকিব-মুশফিকরা। এদিকে, এশিয়া কাপের স্কোয়াডের বাইরে থাকা নয় জন ক্রিকেটারকে নিয়ে বিশেষ ক্যাম্প আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সেখানে তামিম ইকবাল, সৌম্য সরকার কিংবা জাকির হাসানদের সাথে আছেন মাহমুদউল্লাহ রিয়াদও। এর সাথে ভারতীয় ভিসাটাও করিয়ে রাখার অর্থ হল তিনি ফেরার আশাটা ছাড়ছেন না।

বাকিরা অবশ্য আগেই ভিসার জন্য ফিঙ্গার প্রিন্ট দিয়ে ফেলেছেন। সেখানে এশিয়া কাপ দলের সবাই যেমন ছিলেন, ছিলেন দেশে থাকা বিশেষ ক্যাম্পের বাকিরা। মায়ের অসুস্থতার জন্য বাকি ছিলেন কেবল রিয়াদ, এবার তাঁর ফিঙ্গার প্রিন্টও হয়ে গেল।

এশিয়া কাপে জায়গা হয়নি বলে বিশ্বকাপেও থাকবেন না – এমনটাই ধারণা ছিল। এমনকি এশিয়া কাপের জন্য দেশ ছাড়ার আগে সাকিব আল হাসান ও কোচ চান্দিকা হাতুরুসিংহের যৌথ সংবাদ সম্মেলনেও রিয়াদ ইস্যুতে কোনো প্রশ্ন হয়নি।

থিংক ট্যাংকের ভাবনা ও আলাপে ছিলেন না রিয়াদ। তবে, তিনি আলোচনায় ফিরতে পারেন এশিয়া কাপ শেষেই। এশিয়া কাপে সাতে কেউ ব্যর্থ হলে অবধারিত ভাবেই আসবে ৩৮ বছর বয়সী রিয়াদের প্রসঙ্গে। তাই তো রিয়াদকে ক্যাম্পে রেখে তাঁকে ফেরানোর পথ খোলা রেখেছেন কোচ চান্দিকা হাতুরুসিংহে।

এশিয়া কাপ চলাকালেই বিশ্বকাপ দল ঘোষণা করার কথা বিসিবির। এখন সেই দলে রিয়াদ ফিরবেন কি না, সেটা জানার জন্য সময়ের অপেক্ষাই করতে হচ্ছে আপাতত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link