বড় একটা জয়। স্বস্তির একটা জয়। এরপর নিশ্চিতভাবেই একটু হাঁফ ছেড়ে বেঁচেছে সাকিব আল হাসানের দল। স্বস্তির সেই জয়ের পরই খবর এলো লিটন দাস যাচ্ছেন পাকিস্তানে। তিনি দলের সাথে যুক্ত হবেন। এবারের এশিয়া কাপে দেখা যাবে তাকে।
তবে বিকেল নাগাদ সেই খবরে খানিকটা প্রশ্নবোধক চিহ্ন জুড়ে দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধান। নাজমুল হাসান পাপন বলেছেন তিনি নিশ্চিত নন যে লিটন যাচ্ছেন কিনা। অথচ সেখানে উপস্থিত থাকা সাংবাদিকদের কাছে ছিল নির্দিষ্ট তথ্য। কাতার হয়ে এরপর লিটন পাকিস্তানে বাংলাদেশের টিম হোটেলে পৌছাবেন।
কিন্তু বোর্ড সভাপতি এই বিষয়ে কিছুই জানেন না। তাছাড়া এশিয়া ক্রিকেট কাউন্সিলের (এসিসি) অনুমোদন পাওয়ার বিষয়ও রয়েছে। কিন্তু বোর্ড সভাপতি স্পষ্ট করেই বলেছেন সম্ভবত লিটন যাচ্ছে না পাকিস্তানে। তিনি বলেন, ‘প্রথম কথা হচ্ছে, আমার জানা নাই যে ও যাচ্ছে। আমি প্রায়ই ওর খোঁজ নিচ্ছি। তবে ও যে যাচ্ছে সে ব্যাপারে আমি কিছু জানি না। আমার মনে হয় না ও যাচ্ছে।’
লিটনের বিষয়ে বোর্ড সভাপতির কাছে কোন তথ্য না থাকলেও, মাহমুদউল্লাহ রিয়াদের বিষয়ে তথ্য দিয়েছেন তিনি। মূলত আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে বিশ্বকাপের জন্যে প্রাথমিক একটা দল জমা দিতে হবে। সে কারণেই দেশে থাকা নির্বাচকদের সাথে আলোচনায় বসেছিলেন নাজমুল হাসান পাপন। সেই বৈঠক শেষেই তিনি হাজির হয়েছিলেন সংবাদ মাধ্যমের সামনে।
সেখানে মাহমুদউল্লাহ রিয়াদের বিষয়েও কথা বলেছেন তিনি। মূলত আসন্ন নিউজিল্যান্ড সিরিজে বেশ কয়েকজন খেলোয়াড়কে শেষবারের মত বাজিয়ে দেখা হতে পারে। সেই তালিকায় নিশ্চিতরুপেই উপরের সারিতে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। কেননা অভিজ্ঞ এই ক্রিকেটারকে বাংলাদেশ দলে প্রয়োজন বলেই মত রয়েছে বহুজনের।
রিয়াদের বিষয়ে পাপন বলেন, ‘ওদের সুযোগ থাকবে খেলার, আমার মনে হয়। আমি তো মনে করি আছে। না থাকার কারণ দেখি না। ১৫ জন পাঠালেও যে পরিমাণ ইনজুরির সমস্যা আছে। আমাদের খেলোয়াড়রা ইনজুরি প্রবন বেশি।কন্টিনিউয়াস রিপ্লেসমেন্ট লাগবে। আপনারা যদি মনে করেন ১১ জন খেলে আসবে তা ভুল, কন্টিনিউয়াস রিপ্লেসমেন্ট লাগবে। স্ট্যান্ডবাই যারা আছে তাদের ছোট করার দরকার নাই।’
নিউজিল্যান্ড সিরিজে শুধু যে রিয়াদই সুযোগ পাবেন বিষয়টি তেমন নয়। এশিয়া কাপের জন্যে স্ট্যান্ডবাইতে থাকা প্রতিটা খেলোয়াড়কেই সম্ভবত সুযোগ দেওয়া হবে। কিন্তু অভিজ্ঞতার বিচারে রিয়াদ স্বভাবজাতভাবেই প্রাধান্যটা একটু বেশিই পাওয়ার কথা।
তবে একটি বিষয় নিশ্চিত করেছেন বোর্ড সভাপতি। বাংলাদেশের বিশ্বকাপের দল এখনই চূড়ান্ত করা হয়নি। নিউজিল্যান্ড সিরিজের পরই চূড়ান্ত দল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নাজমুল হাসান। আগামী ২৬-২৭ সেপ্টেম্বরে জানা যাবে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড। ততক্ষণ অবধি জাতীয় দলের আশেপাশে থাকা প্রায় ২৫ জন খেলোয়াড়ের সুযোগ থাকছে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার।