নিউজিল্যান্ডের বিপক্ষেই ফিরছেন রিয়াদ!

তাহলে মাহমুদউল্লাহ রিয়াদের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়ে যায়নি – এমনই আভাস দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি মনে করেন, শুধু রিয়াদ নয়, বিসিবির বিবেচনায় মোসাদ্দেক হোসেন সৈকতও আছেন।

তিনি বলেন, ‘ওদের সুযোগ থাকবে খেলার। আমার মনে হয়। আমি জানি খেলবে। এশিয়া কাপের দলটাই বিশ্বকাপের দল হওয়ার কথা ছিল। যেহেতু কয়েকটা কারণে এই পরিস্থিতিতে পড়েছি। নিশ্চিতভাবে বলতে পারি ইবাদত যদি ফিট থাকত সে আমাদের দলে থাকত। তামিম-লিটন যাবে। তাহলে এশিয়া কাপের দলটাকে বিশ্বকাপের দল বললে ভুল হবে।’

লম্বা সময় হল রিয়াদ আছেন জাতীয় দলের বাইরে। প্রায় ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার এশিয়া কাপের ক্যাম্পে থাকলেও তাঁকে ১৭ সদস্যের দলে রাখা হয়নি।

বোর্ড সভাপতি বলেন, ‘আমি তো মনে করি আছে। না থাকার কারণ দেখি না। ১৫ জন পাঠালেও যে পরিমাণ ইনজুরির সমস্যা আছে। আমাদের খেলোয়াড়রা ইনজুরি প্রবন বেশি। কাল যেমন দেখেন শান্ত ব্যাথা পেল। কাল মিরাজ ব্যাথা পেয়েছে। এর আগের ম্যাচে মোস্তাফিজ ভুগেছে। এইগুলার কন্টিনিউয়াস রিপ্লেসমেন্ট লাগবে। আপনারা যদি মনে করেন ১১ জন খেলে আসবে তা ভুল, কন্টিনিউয়াস রিপ্লেসমেন্ট লাগবে। স্ট্যান্ডবাই যারা আছে তাদের ছোট করার দরকার নাই।’

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা করা হবে দ্রুতই। তবে, বিসিবি এই মুহূর্তে ব্যস্ত বিশ্বকাপের দল ঘোষণা নিয়ে। প্রাথমিক দল ঘোষণা করতে হবে পাঁচ সেপ্টেম্বরের মধ্যে। আর মূল স্কোয়াড ঘোষণা করা হবে ২৬ সেপ্টেম্বর।

পাপন বলেন, ‘তামিম-লিটন দাসদের নাম দিলাম ধরেন। পড়ে যদি খেলতে না পারে। ফিট যদি না হয়। তবে তাই বলে দিচ্ছি না যে তা না। নিশ্চই ওদের নাম দেবে যদি দেয়। আমার কাছে এটা একাডেমী। তবে আমরা মেইন স্কোয়াডটা দেব আমরা নিউজিল্যান্ড সিরিজটা দেখে। এখানেও যারা আছে তারা অনেকে সুযোগ পাবে। আমরা আমাদের সেরা সম্ভাব্য স্কোয়াডটাই দেব ২৬ তারিখ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link