হাজারটা জল্পনা-কল্পনা, আর বহুল অপেক্ষার পর অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত স্কোয়াড। বিশ্বকাপের জন্যে বাংলাদেশের ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়েছে। সেই দলের অধিনায়ক হিসেবে রয়েছেন সাকিব আল হাসান। সবচেয়ে বড় চমক সম্ভবত তামিম ইকবালের না থাকা। তবে দিনের মধ্যভাগ থেকেই সেই চমকের বার্তা ছড়িয়ে গেছে সর্বত্র।
তাই সেটা আর চমক নেই। তবে রাত ৮:১৫ মিনিট নাগাদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফেসবুক পেজে আপলোড হওয়া একটা ক্ষুদে ভিডিও দেখে বাংলাদেশের ক্রিকেট দলের সমর্থকরা অন্তত একটু হলেও স্বস্তি খুঁজে নেবেন। কেননা দলে যে জায়গা হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের। এই দুই বড় খবর ছাড়াও ওপেনিং নিয়ে সবচেয়ে বড় জুয়াটা খেলল বাংলাদেশ দল। কেননা তামিম ইকবালের পরিবর্তে দলে রাখা হয়নি কাওকে।
ব্যাকআপ হিসেবে দলের সাথে যুক্ত হওয়ার কথা ছিল তরুণ তানজিদ হাসান তামিমের। তবে তিনি সহ বিশ্বকাপের বাংলাদেশের দুই ওপেনারের আরেকজন লিটন কুমার দাস। স্বাভাবিকভাবেই মেহেদী হাসান মিরাজকে ব্যাকআপ ওপেনার হিসেবেই ভাবনায় রেখেছে দল। এছাড়া দলে রয়েছে পাঁচজন পেসার।
অনুমিতভাবেই তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদরা রয়েছেন দলে। তাদের সাথে যুক্ত হয়েছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। যদিও এই তরুণের খেলার কথা ছিল চলমান এশিয়াণ গেমস। পাঁচ পেসারের দলে স্বীকৃত স্পিন বোলার হিসেবে রয়েছেন নাসুম আহমেদ। তাছাড়া অলরাউন্ডার শেখ মেহেদীও নিজেকে খুঁজে পাচ্ছেন বিশ্বকাপ স্কোয়াডে।
এছাড়া আর দলে তেমন কোন চমক নেই। অনুমিতভাবেই নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজরা দলে জায়গা পেয়েছেন। বিশ্বকাপে লিটন দাস সহ অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন না। তার পরিবর্তে নতুন সহ-অধিনায়ক নিযুক্ত করা হয়েছে নাজমুল হোসেন শান্তকে।
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।