বিশ্বকাপ নিয়ে ফেরার আশা বাবরের

অবশেষে ভিসা জটিলতা কেটেছে পাকিস্তান ক্রিকেট দলের; গত সোমবার রাতে ভারতের ভিসা পেয়েছে বাবর আজমরা। অবশ্য স্কোয়াডের অধিকাংশ সদস্যেদের জন্য এটা হতে যাচ্ছে প্রথম ভারত সফর, এর আগে কেবল মোহাম্মদ নওয়াজ এবং আঘা সালমান ভারতের মাটিতে ম্যাচ খেলেছিলেন।

তবে অপরিচিত পরিবেশ নিয়ে চিন্তিত নন অধিনায়ক বাবর আজম। তিনি বলেন, ‘আমরা আগে ভারতে খেলিনি কিন্তু সেটা নিয়ে চাপ নিচ্ছি না। আমরা আমাদের পড়াশোনা করেই এসেছি, যতদূর শুনেছি এখানকার কন্ডিশন অন্য এশিয়ান দেশগুলোর মতই।’

ইনফর্ম এই ব্যাটার বিশ্বকাপে নিজের ব্যাটের ছন্দ ধরে রাখার ব্যাপারে আশাবাদী। তাই তো বড় মঞ্চে খেলতে তর সইছে না তাঁর, বিশেষ করে আহমেদাবাদে ভারতের বিপক্ষে ম্যাচে চোখ রেখেছেন তিনি। এই ডানহাতি জানান, ‘আমি আহমেদাবাদে খেলার জন্য খুবি রোমাঞ্চিত। গ্যালারি ভর্তি দর্শকদের সামনে আমার সেরাটা দিয়ে পারফর্ম করার চেষ্টা করবো।’

তবে ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে তেমন ভাবছেন না বাবর আজম। তাঁর কাছে দলকে সাহায্য করাই প্রধান লক্ষ্য। এই তারকার মতে, বিশ্বকাপে নায়ক হওয়ার সুযোগ দেয় সবাইকে। কেননা বড় মঞ্চের পারফরম্যান্স নিশ্চিতভাবেই বাড়তি আত্মবিশ্বাস জোগায়।

এশিয়া কাপে অনেক স্বপ্ন নিয়ে গেলেও পাকিস্তান শেষপর্যন্ত ফিরেছে খালি হাতে। দুই পেসার নাসিম শাহ এবং হারিস রউফের ইনজুরির পাশাপাশি মিডল ওভারে উইকেট তুলতে না পারা ভুগিয়েছে তাঁদের।

সেসব সমস্যা কাটিয়ে নতুন করে শুরু করতে চান ক্যাপ্টেন বাবর; তিনি বলেন, ‘আমরা জানি আমাদের ফিল্ডিং এবং মাঝের ওভারে বোলিং নিয়ে সমস্যা আছে। কিন্তু আমরা সেটা নিয়ে কাজ করেছি, আমরা ভুলগুলো এড়ানোর পরিকল্পনা করেছি। সত্যি বলতে, যত বেশি খেলব ততই শিখতে পারবো।’

আবার অফ ফর্মে থাকা সতীর্থদেরও সমর্থন দেখিয়েছেন বাবর আজম। তিনি মনে করেন যে, ‘পাকিস্তানের হয়ে খেলা সহজ নয়। তাঁরা (শাদাব, নওয়াজ) এখানে এসেছে নিজেদের পারফরম্যান্সে ভর করেই।’ তাই তো কয়েকটা দিন খারাপ গেলেও তাঁদের উপর বিশ্বাস আছে কাপ্তানের।

নাসিম শাহের না থাকা এবং হাসান আলীর প্রত্যাবর্তন নিয়ে বাবর আজম বলেন, ‘আমরা অবশ্যই নাসিম শাহকে মিস করব। তাঁর রিপ্লেসমেন্ট খুঁজে বের করা সহজ ছিল না। তবে আমরা সবাই একসাথে আলোচনা করে হাসান আলীকে বেছে নিয়েছি। তাঁর বিশ্বকাপ খেলার অভিজ্ঞতাও আছে।’

পেসারদের ভূমিকা নিয়ে অবশ্য কিছু প্রকাশ করেননি বাবর আজম। কে নতুন বলে বোলিং করবে কিংবা ডেথ ওভারে কার উপর আস্থা রাখছে সেসব এখনি বলতে চাননি তিনি। মূলত ভারতে যাওয়ার পর এসব ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন এই টপ অর্ডার ব্যাটার।

সর্বোপরি দলের কাছে সেরা সাফল্যটাই চেয়েছেন বাবর আজম। তিনি জানান, ‘বিশ্বকাপে অধিনায়ক হিসেবে যেতে পারাটা আমার জন্য সম্মানের। আশা করি এবার শিরোপা নিয়েই ফিরতে পারব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link